Home Apparel প্রণোদনা সুবিধায় ঘুরে দাঁড়াচ্ছে রফতানিমুখী তৈরি পোশাক খাত

প্রণোদনা সুবিধায় ঘুরে দাঁড়াচ্ছে রফতানিমুখী তৈরি পোশাক খাত

করোনাকালীন পরিস্থিতির ধকল কাটিয়ে আবার ঘুরে দাঁড়াচ্ছে দেশের রফতানিমুখী তৈরি পোশাক খাত। পোশাক কারখানায় কর্মঘণ্টা এখন স্বাভাবিক ধারায় ফিরতে শুরু করেছে। তৈরি পোশাক কারখানায় শ্রমিকদের কর্মঘণ্টা করোনা ভাইরাস সংক্রমণের আগের ধারায় ফিরেছে। বেতন পরিস্থিতিও আগের মতো দেয়া হচ্ছে। মূলত: করোনা পরিস্থিতিতে রফতানি আয়ের অন্যতম খাত পোশাক শিল্পকে সচল,গতিশীল রাখতে প্রধানমন্ত্রী ঘোষিত বিশেষ প্রণোদনা সুবিধা কাজে লাগিয়েই ঘুরে দাঁড়াবার সুযোগ সৃষ্টি হয় এই শিল্পে। দেশের রফতানি আয়ের অন্যতম খাত পোশাক শিল্পকে গতিশীল এবং সচল রাখতে শুধু শ্রমিকদের মজুরি পরিশোধের জন্য তিন কিস্তিতে প্রণোদনা দেয়া হয় ১০ হাজার ৫০০ কোটি টাকা। এর মধ্যে এই খাতে নিয়োজিত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বরাদ্দ দেয়া হয় ২০ হাজার কোটি টাকার প্রণোদনা। এ সব প্রণোদনা সুবিধার সঙ্গে রফতানি আয়ের উপর ৫% ভাগ শুল্ক রেয়াত পাচ্ছে রফতানিকারকরা। এ সব গুচ্ছ সুবিধা পেয়েই পোশাক খাত ঘুরে দাঁড়াবার পাশাপাশি লাখো শ্রমিক কর্মচারীর পদচারণায় মুখরিত ও কর্মচঞ্চল হয়ে উঠেছে। রফতানি বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং জিডিপিতে অবদান বৃদ্ধি যে দৃষ্টিকোণ থেকেই দেখা হোক না কেনো দেশের অর্থনীতিতে পোশাক শিল্পের অবদান অপরিসীম। স্বাধীনতা অর্জনের মাত্র ৭ বছর পরে প্রায় শূন্য থেকে শুরু করে ৩৮ বছরে এর পরিধি,ব্যাপ্তি ঘটেছে ব্যাপকভাবে। স্বাধীনতার ঊষালগ্নে বাংলাদেশ ছিল কৃষিনির্ভর প্রান্তিক অর্থনীতির দেশ। কেবলমাত্র চামড়া,পাটজাত দ্রব্য ও কাঁচামাল ছাড়া কোনো রফতানি পণ্য ছিল না। এই অবস্থা থেকে তিলে তিলে গড়ে ওঠা পোশাক শিল্প আজ বাংলাদেশকে বিশ্বে নতুনভাবে পরিচয় করিয়ে দিচ্ছে। বর্তমানে নারী পুরুষ মিলিয়ে প্রায় ৪৫ লাখ কর্মী নিয়োজিত আছে এই খাতে। মূলত: পোশাক রফতানির কারণেই আমদানি- রফতানি ব্যবধান হ্রাস পেয়েছে এবং বর্তমান রফতানি আয় দিয়ে ৮০ শতাংশ আমদানি ব্যয় মেটানো হচ্ছে। তেমনিভাবে বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধিতেও পোশাক শিল্পের অবদান অপরিসীম। পোশাক শিল্পের বৃদ্ধির পাশাপাশি বেড়ে উঠেছে অনেক সহযোগী শিল্প কারখানা। সামগ্রিকভাবে এ শিল্পের সাথে জড়িত প্রায় ৪৫ লক্ষ শ্রমিক এবং সহযোগী শিল্প ও সেবা খাতের শ্রমিকদের কর্মসংস্থানের ফলে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় আড়াই থেকে তিন কোটি মানুষের জীবিকার সংস্থান হয়েছে। এই কর্মযজ্ঞ দারিদ্র্যমোচনে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রেখেছে। সত্তর দশকে বাংলাদেশ কেবলমাত্র কাঁচামাল রফতানিকারক দেশ হিসেবে পরিচিত ছিল আর বর্তমানে রফতানি পণ্যের প্রায় ৯০ শতাংশই শিল্প পণ্য যা উন্নয়নশীল দেশে অনন্য। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) ও মাইক্রো ফাইন্যান্স অপরচুনিটিজ (এমএফও)-এর যৌথ গবেষণায়ও এমন তথ্য পাওয়া গেছে। সম্প্রতি অনুষ্ঠিত ‘হোয়াটস গোয়িং অন? লেসনস ফ্রম দ্য গার্মেন্ট ওয়ার্কার ডায়েরিজ : কোভিড কনটেক্সট’ শীর্ষক এক ওয়েবিনারের গবেষণায় এই তথ্য তুলে ধরা হয়। বাংলাদেশের গার্মেন্ট শ্রমিকদের জীবন ও জীবিকার ওপর কোভিড-১৯ মহামারীর প্রভাব মূল্যায়ন করতে সানেম ও এমএফও ১৫ সপ্তাহ ধরে এক হাজার ৩৬৭ জন শ্রমিকদের ওপর ধারাবাহিকভাবে জরিপ চালিয়ে আসছে। গার্মেন্ট ওয়ার্কার ডায়েরিজ প্রকল্পের আওতায় পরিচালিত জরিপে প্রতি সপ্তাহে নতুন প্রশ্ন যোগ করা হয়। গবেষণা ফলাফল তুলে ধরে বলা হয়, করোনার পর গত এপ্রিল মাসে পুরুষদের গড় কর্মঘণ্টা ছিল ৪৩ ঘণ্টা, যা নারীদের জন্য ছিল ৪২ ঘণ্টা। তবে মে মাস থেকে কর্মঘণ্টা বাড়তে থাকে। জুন, জুলাই ও সেপ্টেম্বরে কর্মঘণ্টা আবারও ২০১৯ সালের মতো হওয়া শুরু করে, যা ছিল মাসে ২৪৬ ঘণ্টা। এপ্রিল মাসে শ্রমিকদের গড় বেতন ছিল ৯ হাজার ২০০ টাকা এবং পুরুষ শ্রমিকদের ছিল ১০ হাজার ১৭৫ টাকা। সেপ্টেম্বরে যা বেড়ে প্রায় ১০ হাজার ও ১১ হাজার টাকা হয়েছে। দেশের পোশাক খাতসহ রফতানিমুখী শিল্পের শ্রমিকদের মজুরি দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৫ মার্চ পাঁচ হাজার কোটি টাকা প্রণোদনা ঘোষণা করেন। এ ছাড়া তিন দফায় শ্রমিকদের মজুরি পরিশোধে মোট ১০ হাজার ৫০০ কোটি টাকা প্রণোদনা দেয়া হয়। এরপর ৫ এপ্রিল সরকার একই খাতের চলতি মূলধনের জন্য ৩০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা করে। ওই সময় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য প্রণোদনা দেয়া হয় ২০ হাজার কোটি টাকা। এরই মধ্যে পোশাক খাত সংশ্লিষ্ট সব ধরনের ঋণ প্রণোদনা প্রায় বিতরণ করা শেষ হয়েছে। করোনার কারণে বিগত সময়ে যেসব বিদেশি ক্রেতা বা বায়ার তাদের রফতানি আদেশ বাতিল বা স্থগিত করেছে এখন সেই সব আদেশ পুনরায় দিচ্ছে। এতে নতুন করে আশার সঞ্চার হয়েছে রফতানিমুখী তৈরি পোশাক খাতে। এ সব কারণেই ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের তৈরি পোশাক শিল্পখাত। সরকারি এবং সংশ্লিষ্ট মহলের নানামুখী তৎপরতায় ফিরে পেতে যাচ্ছে করোনার আঘাতে বাতিল হওয়া আন্তর্জাতিক ক্রয়াদেশ। বড়ো বড়ো কোম্পানিগুলো ইতোমধ্যেই তাদের ক্রয়াদেশ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। পাশাপাশি সরকারের ঘোষিত প্রণোদনার টাকা সরাসরি শ্রমিকদের অ্যাকাউন্টে জমা দেয়ার প্রক্রিয়ায় এ শিল্পে কর্মরত প্রায় ৪৫ লাখ শ্রমিকও এ সুবিধার আওতায় আসছে। ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখিয়ে স্বাস্থ্যবিধি মেনে কারখানা চালানোর ব্যাপারে সরকারও ইতিবাচক সাড়া দিয়েছে। এরই মধ্যে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতার জন্য দেয়া ঋণের গ্রেস পিরিয়ড এবং ঋণ পরিশোধের সময়সীমা ও কিস্তির সুযোগ বাড়ানো হচ্ছে। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তৈরি পোশাক খাতকে এ সব সুবিধা দেয়ার জন্য অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। অর্থ মন্ত্রণালয় এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বাংলাদেশি তৈরি পোশাকের সবচেয়ে বড়ো ক্রেতা সুইডেনভিত্তিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান এইচঅ্যান্ডএম সম্প্রতি তাদের মনোনীত কারখানায় ইতোমধ্যে যে সব পোশাক তৈরি হয়েছে সে সব নেয়ার ঘোষণা দিয়েছে। একই পথে হাঁটছে যুক্তরাষ্ট্রভিত্তিক ব্র্যান্ড পিভিএইচ, স্পেনভিত্তিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইন্ডিটেক্স, যুক্তরাজ্যভিত্তিক ব্র্যান্ড মার্কস অ্যান্ড স্পেনসার (এমঅ্যান্ডএস), ফ্রান্সভিত্তিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান কিয়াবি এবং যুক্তরাষ্ট্রভিত্তিক খুচরা বিক্রেতা ব্র্যান্ড টার্গেট। এরাই বাংলাদেশি পোশাকের অন্যতম শীর্ষ ক্রেতা। এইচঅ্যান্ডএম বাংলাদেশ থেকে বছরে ৩০০ কোটি ডলারের পোশাক আমদানি করে থাকে। এমঅ্যান্ডএস নেয় ১০০ কোটি ডলারের। ইন্ডিটেক্সও ১০০ কোটি ডলারের কাছাকাছি পোশাক নেয়। কিয়াবি নিয়ে থাকে ৫০ থেকে ৭০ কোটি ডলারের পোশাক। ফলে ক্রয়াদেশ বাতিল হওয়ার প্রাথমিক ধাক্কা সামলে নিতে পারছেন বলে জানান উদ্যোক্তারা। বিজিএমইএর তথ্যে দেখা যায়, জুন-জুলাই মাসের আগে যে অর্ডারগুলোর রফতানি হয়নি, সেগুলো রফতানি করা হয়েছে। ফলে কর্মঘণ্টা বেড়েছে এবং রফতানি ও বেড়েছে। তবে করোনা ভাইরাসের সংক্রমণের দ্বিতীয় ঢেউ পোশাক আমদানিকারক দেশগুলোকে ক্ষতির মুখে ফেললে শ্রমিকদের জীবিকা হুমকির মুখে পড়বে। এজন্য একটি পূর্বপরিকল্পনা দরকার। পাশাপাশি ডিজিটাল আর্থিক দক্ষতা এবং সচেতনতা সৃষ্টি কার্যক্রমের ওপর ও গুরুত দেয়া দরকার। ‘শ্রমিক নিরাপত্তার কথা ভেবে পোশাক খাতের শ্রমিকদের জন্য বিভিন্নভাবে নগদ প্রণোদনাসহ সহায়তা দিয়ে আসছে সরকার। এই সুযোগ কাজে লাগাতে উদ্যোগী হতে হবে পোশাক খাতের সংশ্লিষ্টদের। দেশের পোশাক খাত আশির দশকের একটি খাত। পোশাক শিল্প দেশের শিল্পায়নে নতুন মাত্রা যোগ করেছে। প্রায় ৪৫ লাখ শ্রমিক এই খাতে যুক্ত হয়ে উৎপাদনশীল কাজে অন্তর্ভুক্ত থাকায় দারিদ্র্যমোচনেও উল্লেখযোগ্য, অবদান রাখছে। এ শিল্প সম্প্রসারণের সম্ভাবনা প্রচুর। বিশ্বের প্রায় সব দেশে দিন দিন রুচি সম্মত, টেকসই, শিল্প সমৃদ্ধ পোশাকের চাহিদা দিন দিন বাড়ছে। বর্তমান বিশ্বে এই পণ্যের বাজার প্রায় ৫০০ বিলিয়ন ডলারের। আসলে উন্নয়ন ঘটে একটি ভিশনকে সামনে রেখে। এই ‘ভিশন’ মূলত দীর্ঘমেয়াদি। তেমনি একটি ‘ভিশন’কে সামনে রেখে সম্ভাব্য চ্যালেঞ্জ নিরুপন করা এবং সেই অনুযায়ী চ্যালেঞ্জ বাস্তবায়নে অগ্রসর হওয়া এখন সময়ের দাবি।পোশাক শিল্প দেশের শিল্পায়নে নতুন মাত্রা যোগ করেছে। কর্মমুখর এইশিল্পে প্রায় ৫০ লাখ শ্রমিকদের কর্মচাঞ্চল্য, উদ্যোম, কর্মসংস্থান, উৎপাদনশীলতাকে অন্তর্ভুক্ত করে দারিদ্র্যমোচনে রাখছে ব্যাপক অবদান। এ শিল্পের সম্ভাবনা প্রচুর। পোশাকের চাহিদা কোনোদিনই কমবে না। বর্তমানে বিশ্বে এই পণ্যের বাজার ৫০০ বিলিয়ন ডলারের। এই সম্ভাবনাময় এবং ক্রম সম্প্রসারিত এই শিল্পের বিশ্ব বাজারকে ধরতে, কাজে লাগাতে সরকারি, বেসরকারি, সংস্থা সংশ্লিষ্ট মহল, মালিক, এই শিল্পে কর্মরত শ্রমিক কর্মচারীর সম্মিলিত ও আন্তরিক, কার্যকর উদ্যোগ অপরিহার্য। একই সাথে শ্রমিকের মজুরি, নিরাপত্তা, পৃথক গার্মেন্টস ভিলেজ এবং প্রযুক্তি উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব দেয়া জরুরি। এতদিন ক্রেতাদের চাহিদা মতো পণ্য তৈরি হয়েছে। স্বল্পমেয়াদি লাভের জন্য দীর্ঘমেয়াদি স্বার্থ গুরুত্ব পায়নি। উপেক্ষিত হয়েছে পণ্য বৈচিত্রকরণ, দক্ষতা ও গবেষণা। ফলে আজও কেবল টিকে থাকার চেষ্টাই চলছে,কিন্তু এই শিল্পের ক্রম প্রসার ও টেকসই ব্যবস্থাপনার প্রতিও গুরুত্ব দেয়া দরকার। কারণ উৎপাদনশীলতা ও দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবন, কাজের পরিবেশ সৃষ্টি, শ্রমিক মালিকের সম্পর্ক উন্নয়ন শুধু এই শিল্পখাতের উন্নয়নের জন্যই নয় বরং গোটা অর্থনীতির স্বার্থেই জরুরি। আমাদের মনে রাখা দরকার, দেশের রফতানিমুখী পোশাক খাত শুধু রফতানি আয় বৃদ্ধির জন্য নয়, সরকারের উপর অর্থনৈতিক নির্ভরতা ধীরে ধীরে কমিয়ে নিজস্ব পায়ে দাঁড়াবার সক্ষমতা অর্জন করা জরুরি। একই সঙ্গে অর্থনীতির লাইফ লাইন, কর্মসংস্থানের সম্ভাবনাময় পোশাক সেক্টরকে পরিবর্তিত বিশ্বে পোশাকের বৈচিত্র এবং ক্রেতার রুচি ও চাহিদার বিষয়কে গুরুত্ব দিয়ে পরিচালিতভাবে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত করতে হবে। বিশেষ করে এই খাতের উৎপাদনশীলতা ও দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবন, কাজের পরিবেশ সৃষ্টি, শ্রমিক মালিকের সম্পর্ক উন্নয়ন শুধু এই শিল্পখাতের উন্নয়নের জন্যই নয় বরং গোটা অর্থনীতির স্বার্থেই এটা করা জরুরি। আগামী বছরই উদযাপিত হবে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সুবর্ণ জয়ন্তী। শুধু টিকে থাকা নয়, পোশাক শিল্পকে আরো অনেক দূর, আরো কয়েক ধাপ উন্নত স্তরে নিয়ে শ্রমিক-মালিক-শুভাকাক্সক্ষীদের সম্মিলিত অংশগ্রহণে সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে এটাই হোক প্রত্যাশা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here