পুনর্ব্যবহারযোগ্য করতে বস্ত্র ও পোশাক তৈরিতে কাঁচামালের অপচয় কমানোর লক্ষ্যে একজোট হয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ও উৎপাদনকারীরা। এ লক্ষ্যে ৩০টি প্রতিষ্ঠান সহযোগিতার নতুন উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে বস্ত্র খাতের উৎপাদন প্রক্রিয়ায় নষ্ট হওয়া সুতা ও কাপড় পুন ব্যবহারের লক্ষ্যে নতুন পদ্ধতির উদ্ভাবন করবে। শুধু তাই নয়, করোনা পরিস্থিতির কারনে জমে থাকা পোশাকের একটা গতি বের করার উপায়ও খোঁজা হবে। সার্কুলার ফ্যাশন পার্টনারশিপ নামে এ উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছে দেশের তৈরি পোশাক শিল্প উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ উদ্যোগের ঘোষনা দেওয়া হয়েছে। এর সঙ্গে যুক্ত রয়েছে বেস্ট সেলার, সিএন্ডএ, জিনা ট্রাইকট, গ্রে স্টেট, এইচএন্ডএম, কেমার্ট অস্ট্রেলিয়া, মার্কস এন্ড স্পেন্সার, পুল এন্ড বিয়ার, টার্গেট অস্ট্রেলিয়ার মত ব্র্যান্ড। এ ছাড়া দেশের নিটওয়্যার ও ওভেন পোশাক উৎপাদনকারী কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে।