Home বাংলা নিউজ ঈদের আগেই শ্রমিকদের পাওনা পরিশোধের নির্দেশ

ঈদের আগেই শ্রমিকদের পাওনা পরিশোধের নির্দেশ

আাসন্ন ঈদুল ফিতরের আগেই তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। আর সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে কারখানা মালিকদের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, শ্রমিকদের ঈদ উদযাপন নিশ্চিত করতে সরকার প্রতি বছর দিক নির্দশনা দিয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হবে না। সরকারের পক্ষ থেকে মালিকদের জানানো হয়েছে, যাতে ঈদের আগেই শ্রমিকের পাওনা পরিশোধ করা হয়। তবে ছুটির বিষয়ে মালিকদের পণ্য উৎপাদন ও যাতায় সুবিধা বিবেচনায় কয়েক ভাগে ছুটির সিদ্ধান্ত হতে পারে বলে তিনি জানিয়েছেন। এ বিষয়ে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান রাইজিংবিডিকে বলেন, ‘শ্রম পরিস্থিতি বিবেচনায় সরকার সব সময় আমাদের পাশে রয়েছে। এ বছরও সরকারের সিদ্ধান্ত মেনে শ্রমিকদের বেতন-বেনাস এবং ছুটি বাস্তবায়নের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করছি, এ বছর কোনো সমস্যা হবে না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here