দেশের পোশাক শিল্পে নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি ও সোশ্যাল কমপ্লায়েন্স প্রতিপালনে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর টুমো পোটিআইনেন। রবিবার (২৩ মে) দেশের তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ অফিসে সভাপতি ফারুক হাসানের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন। সৌজন্য সাক্ষাতে প্রতিনিধি দলটি বিজিএমইএ সভাপতির সঙ্গে আইএলও ও বিজিএমইএ এর যৌথ উদ্যোগে পোশাক শিল্পে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা করেন। এছাড়া তারা শিল্পের উন্নয়ন, বিশেষ করে শ্রমিকদের কল্যাণে আইএলও ও বিজিএমইএ-এর যৌথ উদ্যোগে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা করেন। এ সময় বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বাংলাদেশের পোশাক শিল্পে শ্রম অধিকার নিশ্চিত ও শ্রমিকদের কল্যাণে সহযোগিতা দেওয়ার জন্য আইএলওকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।