Home বাংলা নিউজ ছুটি বৃদ্ধি ও বেতন-বোনাসের দাবি নিয়ে রাস্তায় পোশাক শ্রমিকরা

ছুটি বৃদ্ধি ও বেতন-বোনাসের দাবি নিয়ে রাস্তায় পোশাক শ্রমিকরা

ঈদের আগে বেতন-বোনাস, ঈদের ছুটি এক সপ্তাহ আর বাড়ি যাওয়ার জন্য গণপরিবহন চালুর দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। আজ শনিবার (৮ মে) সকাল থেকে মিরপুর ১৪ নম্বর ও ১০ নম্বর সেকশনের বাসস্ট্যান্ডে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তাঁরা। জানা গেছে, মিরপুরের প্রায় ৩০টি পোশাক কারখানার শ্রমিকরা এক হয়ে আন্দোলনে নেমেছেন। দাবি আদায় হওয়া না পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তাঁরা। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, ঈদের আর মাত্র ৫ দিন বাকি থাকলেও এখন পর্যন্ত তাঁদের বেতন-বোনাস দেওয়া হয়নি। বন্ধের এক বা দুই দিন দিন আগে বেতন-বোনাস দিলে ঈদের কেনাকাটা করা সম্ভব হবে না। শ্রমিকরা আরো জানান, ঈদের ছুটি তিন দিন করা হয়েছে। এসময়ের মধ্যে পরিবার-পরিজনের কাছে যাওয়া সম্ভব না। একারণে ঈদের ছুটির তিন দিনের বদলে সাত দিন করতে হবে। কেননা, তাঁরা ছুটিতে বাড়ি যেতে চান। বাড়ি যাওয়ার জন্য গণপরিবহন চালু রাখার দাবিও জানান শ্রমিকরা। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here