তৈরি পোশাকখাত বিধিনিষেধের আওতার বাইরে থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
সোমবার (২১ জুন) বিজিএমইএ-এর পরিচালক মহিউদ্দিন রুবেল এক বিজ্ঞপ্তিতে জানান, তৈরি পোশাকখাত বিধিনিষেধের আওতা বহির্ভূত থাকবে।করোনার বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলী/চলাচলে বিধি-নিষেধ আরোপ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ একটি নোটিশ জারি করেছে। তবে তৈরি পোশাকখাত সবই আগের মতো চলবে।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ঢাকাকে সারাদেশ থেকে নয় দিনের জন্য বিচ্ছিন্ন করা হচ্ছে। এজন্য আশপাশের কয়েকটি জেলাসহ দেশের মোট সাতটি জেলায় সার্বিক কার্যাবলী ও চলাচল (জনসাধারণের চলাচলসহ) মঙ্গলবার (২১ জুন) সকাল ছয়টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকবে।
এই সময়ে ঢাকা থেকে দূরপাল্লার বাস চলবে না। কারণ ঢাকার আশপাশের যেসব জেলার ওপর দিয়ে অন্য জেলায় দূরপাল্লার বাস চলাচল করে সেগুলোতে চলাচলে বিধিনিষেধ দেওয়া হয়েছে।