Home বাংলা নিউজ ১২৯ পোশাক কারখানা গ্যাস বিল দিচ্ছে না

১২৯ পোশাক কারখানা গ্যাস বিল দিচ্ছে না

তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর কিছু সদস্য পোশাক কারখানা নিয়মিত গ্যাস বিল পরিশোধ করছে না। গত মে পর্যন্ত সংগঠনটির ১২৯টি সদস্য কারখানার বকেয়া গ্যাস বিলের পরিমাণ দাঁড়িয়েছে ৭৮ কোটি ৩৫ লাখ টাকা।

জানা যায়, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি সম্প্রতি ২৪৪টি প্রতিষ্ঠানের বকেয়া ১৪২ কোটি ৮১ লাখ টাকা গ্যাস বিলের তথ্য বিজিএমইএর কাছে পাঠায়। পরে বিজিএমইএ কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে দেখে, ১১৫টি প্রতিষ্ঠান তাদের সদস্য নয়। গ্যাস বিল বকেয়া থাকা বিজিএমইএর ১২৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৩টির বাকি আছে ১ থেকে ৩ মাসের। আর ৫৬টি প্রতিষ্ঠানের গ্যাস বিল বকেয়া আছে চার বা তার চেয়ে বেশি সময়ের।

বিজিএমইএর সচিব মো. ফয়জুর রহমান গত রোববার তিতাসের ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দিয়ে জানান, সাধারণত তৈরি পোশাক কারখানার ক্রেতার ক্রয়াদেশ, উৎপাদন, জাহাজীকরণ ও রপ্তানির অর্থ পাওয়া পর্যন্ত ১২০ দিন সময় লাগে। ফলে অন্তত ৯০ দিনের বেশি বকেয়া হলে কারখানাকে নোটিশ প্রদান ও সংযোগ বিচ্ছিন্ন করার মতো পদক্ষেপ নেওয়া যেতে পারে।

বিজিএমইএ আরও বলেছে, তৈরি পোশাকশিল্পের মালিকেরা নিয়মিত গ্যাস বিল পরিশোধের ব্যাপারে যথেষ্ট আন্তরিক। তবে ব্যবসায়িক কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দিতে বিল পরিশোধে কোনো কোনো সময় বিলম্ব হয়। এ ব্যাপারে তিতাসের সহানুভূতিশীল মনোভাব কামনা করেছে সংগঠনটি।

জানতে চাইলে বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম প্রথম আলোকে বলেন, ‘গ্যাস বিল বকেয়া হওয়ার ১-২ মাসের মধ্যেই সংযোগ বিচ্ছিন্ন করে দেয় তিতাস। তবে আমাদের সদস্য প্রতিষ্ঠানগুলোর তো তিন মাসের সিকিউরিটি মানি জমা দেওয়াই আছে। সে জন্য আমরা বকেয়া হওয়ার তিন মাস পর্যন্ত অপেক্ষা করতে তিতাসকে অনুরোধ করেছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here