Home বাংলা নিউজ পোশাক খাতের উন্নয়নে কাজ করবে আইএমএফ

পোশাক খাতের উন্নয়নে কাজ করবে আইএমএফ

দেশের তৈরি পোশাক খাতের উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির আবাসিক প্রতিনিধি (এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগ) জায়েনডু ডি বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আগ্রহের কথা জানান। গত রবিবার রাজধানীর গুলশানে বিজিএমইএ কার্যালয়ে এই সাক্ষাত্ অনুষ্ঠিত হয়। এ সময় তৈরি পোশাকসংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। আলোচনায় বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে তৈরি পোশাক শিল্পের অনন্য অবদান, বিশেষ করে বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে এই শিল্প জাতীয় অর্থনীতিতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তা তুলে ধরেন।

তিনি বলেন, বাংলাদেশে সামাজিক-অর্থনৈতিক খাতে যে লক্ষণীয় উন্নয়ন সাধিত হয়েছে, সেটিই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের যোগ্য করেছে। তিনি পোশাকশিল্পের অর্জনগুলো, বিশেষ করে শিল্পে নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং টেকসই উন্নয়ন ক্ষেত্রে যে অগ্রগতি সাধিত হয়েছে, তা নিয়ে আলোচনা করেন। আইএমএফের আবাসিক প্রতিনিধি জায়েনডু ডি বাংলাদেশের তৈরি পোশাক শিল্প খাতের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহায়তা করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। তিনি জানান, আইএফএফ তৈরি পোশাক খাতের উন্নতির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। তিনি বলেন, আগামী ডিসেম্বরে জাতিসংঘের বিশেষ সংস্থা, আইএমএফের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here