গাজীপুর স্বাস্থ্য বিভাগ জানায়, গত বৃহস্পতিবার পর্যন্ত ৩১২টি পোশাক কারখানা টিকা পেতে আবেদন করেছে। বিপুলসংখ্যক শ্রমিককে টিকা দিতে অনেক জনবল দরকার। যেসব কারখানায় ৫০০ বা তার কাছাকাছি শ্রমিক আছেন, তাঁদের টিকার জন্য একটি নির্দিষ্ট তারিখ থাকবে। ওই দিন একটি খোলা স্থানে বুথ ও বিশ্রামের ব্যবস্থা করা হবে। আর যেসব কারখানায় এক হাজার বা তার বেশি শ্রমিক আছেন, সেসব কারখানার নিজস্ব স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দিয়ে গাজীপুরের স্বাস্থ্য বিভাগের কর্মীদের সঙ্গে যুক্ত করা হবে। তাঁরা শ্রমিকদের টিকা দেবেন। কারখানা কর্তৃপক্ষ নিজ দায়িত্বে বুথ ও শ্রমিকদের বিশ্রামের ব্যবস্থা করবে।
এ বিষয়ে গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান প্রথম আলোকে বলেন, টিকার জন্য নিবন্ধন করতে হবে। তবে সেটি শ্রমিকেরা না করে কারখানা কর্তৃপক্ষ করবে। তাদের এসএমএসের জন্য অপেক্ষা করতে হবে না। টিকা দেওয়ার সময় এখনো নির্ধারণ করা হয়নি। তবে ১১ বা ১২ আগস্ট শ্রমিকদের টিকা দেওয়া শুরু করার সম্ভাবনা আছে।