বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, ‘মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।’ শনিবার (২১ আগস্ট) দুপুরে রূপগঞ্জে পারফেক্ট স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সার্ভিসেস উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উপজেলার ভুলতা এলাকায় রাবেত আল হাসান শপিং সেন্টারে এই হাসপাতাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সার্ভিসেস উদ্বোধন করেন মন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পারফেক্ট স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান চিকিৎসক এম জি ফেরদৌস।
প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘সরকারের পাশাপাশি সেবার মান বৃদ্ধি করার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে।’
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল হক ভুঁইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শীলা রাণী পাল, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাছুমসহ অনেকে।