সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গাজীপুরে চালু হয়েছে তৈরি পোশাক কারখানা। সকাল থেকে স্বাস্থ্যসম্মত পরিবেশে শ্রমিকেরা এসব শিল্প-কারখানায় প্রবেশ করে। করোনাভাইরাস মোকাবেলায় শ্রমিকদের মাস্ক পড়া, শরীর জীবাণুমুক্তকরণ এবং শরীরের তাপমাত্রা পরীক্ষা করে কর্মস্থলে প্রবেশ করতে দেয়া হচ্ছে।
জেলা শিল্প পুলিশের তথ্য মতে, গাজীপুরে ২ হাজার তৈরি পোশাক কারখানা রয়েছে। এসব কারখানায় কাজ করছেন অন্তত ১৬ লাখ শ্রমিক।
এদিকে, গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বেড়েছে। সকাল থেকে মহাসড়কের কালিয়াকৈর বাইপাস ও চন্দ্রায় কর্মস্থলে ফেরা মানুষের ভীড় দেখা গেছে। এসব মানুষ জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছে।
আজ রোববার বেলা ১২টা পযন্ত গণপরিবহন চলাচলের সিদ্ধান্ত হওয়ার পর কর্মজীবীরা বাস, ট্রাক, পিকআপ ভ্যানে চড়ে গাদাগাদি করে ফিরছেন। অধিকাংশ লোকজনের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা দেখা যায়নি।