Home ARTICLES এক মাসে সর্বোচ্চ রপ্তানির মাইলফলকে বাংলাদেশ

এক মাসে সর্বোচ্চ রপ্তানির মাইলফলকে বাংলাদেশ

এক মাসে সর্বোচ্চ রপ্তানির মাইলফলকে বাংলাদেশ
এক মাসে সর্বোচ্চ রপ্তানির মাইলফলকে বাংলাদেশ

মহামারি করোনাভাইরাসের মধ্যেই পণ্য রপ্তানিতে নতুন রেকর্ড দেখল বাংলাদেশ। গত ডিসেম্বরে ৪৯০ কোটি মার্কিন ডলার বা ৪২ হাজার ১৪০ কোটি টাকার (প্রতি ডলারের বিনিময়মূল্য ৮৬ টাকা ধরে) পণ্য রপ্তানি করেছেন দেশের উদ্যোক্তারা । অতীতে আর কোনো মাসেই এ পরিমাণ পণ্য রপ্তানি হয়নি। এর আগে সর্বশেষ গত অক্টোবরে সর্বোচ্চ ৪৭২ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিল।

রপ্তানির এ রেকর্ডের পেছনে বড় ভূমিকা রেখেছে তৈরি পোশাক খাত। গত মাসে ৪০৪ কোটি ডলারের বা ৩৪ হাজার ৭৪৪ কোটি টাকার তৈরি পোশাক রপ্তানি করা হয়েছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৫২ দশমিক ৫৭ শতাংশ বেশি। তাতে চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ছয় মাসে ১ হাজার ৯৯০ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে। তাতে প্রবৃদ্ধি ২৮ শতাংশ।

রপ্তানির এ হালনাগাদ পরিসংখ্যান আজ রোববার প্রকাশ করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। সংস্থাটি জানিয়েছে, ডিসেম্বরে রেকর্ড রপ্তানির কারণে চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) ২ হাজার ৪৭০ কোটি ডলারের পণ্য রপ্তানি করা হয়েছে। এ আয় গত ২০২০-২১ অর্থবছরের একই সময়ের তুলনায় ২৮ শতাংশ বেশি।

চলতি অর্থবছরের জন্য সরকার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৪ হাজার ৩৫০ কোটি ডলার। তবে অর্থবছরের প্রথম ৬ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি আয় ১৫ শতাংশ বেশি আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here