Home ARTICLES অগ্রিম আয়কর প্রত্যাহার করা উচিত: এফবিসিসিআই সভাপতি

অগ্রিম আয়কর প্রত্যাহার করা উচিত: এফবিসিসিআই সভাপতি

করপোরেট কর কমেছে এটা ব্যবসার জন্য অবশ্যই ভাল, তবে আমরা দীর্ঘদিন থেকে অগ্রিম আয়কর বা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স (এআইটি) বন্ধ করার দাবি জানিয়ে আসছি।

বাজেটে করপোরেট কর কমানোর প্রস্তাবকে স্বাগত জানালেও অগ্রিম আয়কর (এআইটি) প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই-এর সভাপতি মো. জসিম উদ্দিন।

তিনি বলেন, ‘করপোরেট কর কমেছে এটা ব্যবসার জন্য অবশ্যই ভাল, তবে আমরা দীর্ঘদিন থেকে অগ্রিম আয়কর বা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স (এআইটি) বন্ধ করার দাবি জানিয়ে আসছি।’

বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলে, ‘যখন কো্নো কাঁচামাল আমদানি করে এনে পণ্য বানিয়ে সেটা আবার কাউকে সরবরাহ করা হয়, তখন সেখানে সাড়ে ৭ শতাংশ অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিতে হয় এবং ভ্যাট দিতে হয় ৫ শতাংশ। কিন্তু ওই ক্রেতা যদি নিজেই পণ্যটি বানায় তাহলে তার ওই খরচ লাগে না।’

জসিম উদ্দিন বলেন, ‘যেটা হওয়ার কথা ছিল, ব্যাকওয়ার্ড লিংকেজ প্রতিষ্ঠান বা ছোট ছোট নির্ভরশীল কারখানাগুলো বড় কারখানাকে সহযোগিতা করবে। কিন্তু সেটা ভেঙে পড়ছে। এখন সবাই নিজেরটা নিজে করার চেষ্টা করছেন। যার জন্য আমরা দীর্ঘদিন ধরে এটি বন্ধের দাবি জানাচ্ছি।’
 
‘আর একটা কথা হচ্ছে, কর নিচ্ছেন সমন্বয় করার জন্য, কিন্তু তা সমন্বয় হচ্ছে না। তাহলে সেটা নিচ্ছেন কেন? করপোরেট কর কমিয়েছেন কিন্তু কোম্পানিই যদি না থাকে তাহলে করপোরেট কর কমিয়ে কি হবে? এটা দেখার দরকার ছিল,’ বলেন এফবিসিসিআই সভাপতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here