বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ হিসাব প্রকাশ করেছে
২০২১-২২ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৭.১%।
এ বছরে অর্থনীতি বৃদ্ধি পেয়েছে ৭.১%, যা আগের বছরের ৬.৯৪% থেকে বেশি।
রবিবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ হিসাব প্রকাশ করেছে।
তবে জিডিপি প্রবৃদ্ধির হার আগের লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ বেসিস পয়েন্ট কম। ২০২১-২২ অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭.২৫ শতাংশ।
জিডিপি আকারও ২০২১-২২ অর্থবছরে ৪৭০.২২ ডলার বিলিয়ন ডলার হয়েছে। যা আগের বছর ছিল ৪১৬.২৬ বিলিয়ন ডলার।
বিবিএসের প্রকাশিত প্রতিবেদনে দেশের মাথাপিছু আয়ের হিসাব ২,৮২৪ মার্কিন ডলার থেকে সংশোধন করে ২,৬৮৭ ডলারে আনা হয়েছে।
এদিকে ২০২১-২২ অর্থবছরে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২,৭৯৩ ডলার, এটি প্রাথমিক অনুমানের চেয়ে ৩১ ডলার কম।
বিবিএস অনুসারে, মাথাপিছু আয় এক বছরের আগের তুলনায় ৭.৮% বৃদ্ধি পেয়েছে।
গত অর্থবছরে মাথাপিছু জিডিপি ছিল ২,৬৮৭ ডলার, যা বছরে ৯.১% বেশি।
ডলারের বিপরীতে টাকার ক্রমাগত অবমূল্যায়নের ফলে এ অনুমানটি বিলুপ্ত হতে পারে।
জিডিপি প্রবৃদ্ধি ১৫% পয়েন্ট কম ৭.১% এ ছিল।
শিল্প খাতে আনুমানিক প্রবৃদ্ধি ১০.৪৪% হবে বলে অনুমান করা হয়েছিল, তবে তা ৯.৮৫%-এ নেমে এসেছে।
উৎপাদন ১২.৩১% অনুমানের বিপরীতে ১১.৪১% বৃদ্ধি পেয়েছে। সেবা খাতে ৬.২৬% বৃদ্ধি পেয়েছে, যা প্রত্যাশার চেয়ে আনুমানিক ৬.৩১% থেকে কম।