Home বাংলা নিউজ এডিবি প্রেসিডেন্ট এন’গঞ্জে প্লামি ফ্যাশনস পরিদর্শন করেছেন

এডিবি প্রেসিডেন্ট এন’গঞ্জে প্লামি ফ্যাশনস পরিদর্শন করেছেন

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এর প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়ার নেতৃত্বে একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দল সোমবার নারায়ণগঞ্জে বিশ্বের অন্যতম শীর্ষ সবুজ কারখানা প্লামি ফ্যাশনস লিমিটেড পরিদর্শন করেছে।

নিটওয়্যার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল হক এই কারখানার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য তুলে ধরেন, এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সেখানে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় এডিবি প্রেসিডেন্ট বাংলাদেশের পোশাক খাতের সবুজ অগ্রগতিতে প্লামি ফ্যাশনস লিমিটেডের অগ্রণী ভূমিকার প্রশংসা করেন।


তিনি বাংলাদেশের সার্বিক উন্নয়নে এডিবির সক্রিয় সহযোগিতার কথাও পুনর্ব্যক্ত করেন।

প্রতিনিধি দলটি কারখানার বিভিন্ন অংশও পরিদর্শন করেন। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কারখানার শ্রমিকরা।

সফরকালে, বাংলাদেশের জন্য এডিবি’র কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং বলেন, তিনি বাংলাদেশের বেসরকারি খাতের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে আশাবাদী।

এডিবির বিকল্প নির্বাহী পরিচালক মোঃ আজিজুল আলম, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার, প্লামি ফ্যাশনস লিমিটেডের পরিচালক ফয়সাল পরাগ এবং রঞ্জন ধর, এডিবি সদর দপ্তর ও স্থানীয় কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং নারায়ণগঞ্জ পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here