স্বাধীনতা বাঙালির অহংকার। যার চেতনা আমরা হৃদয়ে ধারণ করেছি। আর কদিন পরেই সেই গৌরবোজ্জ্বল স্বাধীনতা দিবস। স্বাধীনতার প্রতি আমাদের ভালোবাসা পোশাকেও প্রকাশ পায়। তাই তো স্বাধীনতার দিনে আমাদের পোশাকে উঠে আসে প্রিয় পতাকার রং, লাল-সবুজ। তবে লাল আর সবুজ শুধু দুটি রং নয়, এর সঙ্গে জড়িয়ে আছে রক্তরাঙা স্বাধীনতার ইতিহাস। তাই স্বাধীনতার দিনটিতে লাল-সবুজই হোক সবার সাজ পোশাকের সঙ্গী। লাল সবুজ ঘিরেই প্রকাশ হোক আমাদেন সৌন্দর্য। তাই আসুন জেনে নিই স্বাধীনতা দিবসের সাজ পোশাকের টুকিটাকি।
মেয়েদের সাজ
লাল-সবুজ শাড়ি পরতে পারেন লম্বা হাতের ব্লাউজের সঙ্গে। লাল-সবুজ শাড়ি পরতে না চাইলেও এক রঙা শাড়ির সঙ্গে লাল-সবুজের সংমিশ্রণে ব্লাউজ পরুন। এ ক্ষেত্রে সাদা, ঘিয়া কিংবা কালো শাড়ির সঙ্গে মানানসই লাল কিংবা সবুজ ব্লাউজের হাতায় লেস বসানো হলে দেখতে আরো সুন্দর লাগবে আপনার স্বাধীনতা দিবসের পোশাক। এ ছাড়া এক রঙের লাল শাড়ি এবং সবুজ ব্লাউজ পরতে পারেন। তবে যারা শাড়িতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তারা সালোয়ার-কামিজ অথবা লম্বা কুর্তা পরে নিন। এ ক্ষেত্রেও উঁচু গলা ও লম্বা হাতা মানানসই হবে। পোশাকে লাল-সবুজ রাখতে না চাইলে রাখুন ওড়না, স্কার্ফ ও গহনায়। আর যদি আলাদাভাবে পোশাক কেনা না হয়ে থাকে, তাহলে একটি বড় পতাকা কিনে গায়ে জড়িয়ে নিতে পারেন।
কপালে লাল-সবুজ টিপ পরে দুই হাত সাজিয়ে তুলুন লাল-সবুজ চুড়িতে, খোঁপায় পরতে পারেন লাল ফুল। কপালে লাল অথবা সবুজ টিপ। যেহেতু আপনি বাইরেই দিনটি কাটাবেন, তাই খেয়াল রাখুন আপনার মেকআপ যেন বিরক্তির কারণ হয়ে না দাঁড়ায়। সে ক্ষেত্রে একদমই হালকা মেকআপ করুন। শুধু চোখটাকে একটু বেশি প্রাধান্য দিন। মোটা করে কাজল পরতে পারেন। অথবা চোখে দিতে পারেন স্মোকি লুক। ঠোঁটে অবশ্যই মানানসই হালকা লিপিস্টিক ব্যবহার করুন। গলায় পরতে পারেন পুঁথি, মাটি, কাঠ বা সুতার মালা। সঙ্গে মিল রেখে কানের দুল ও অন্যান্য গহনা। তবে একই উপাদানের সেট হলে দেখতে বেশি ভালো লাগবে। সঙ্গে আঙুলে পরতে পারেন বড় মেটাল অথবা পাথরের আংটি।
পুরুষের সাজ
পুরুষরা স্বাধীনতা দিবসের ফ্যাশন হিসেবে বেছে নিতে পারেন পাঞ্জাবি বা টি-শার্ট। স্বাধীনতা দিবস সম্পর্কিত বিভিন্ন ডিজাইনের টি-শার্টগুলো। আবার লাল বা সবুজ একটি টি-শার্ট পরে সঙ্গে একটি পতাকা বেঁধে নিতে পারেন কপালে বা হাতে। লাল-সবুজ ব্রেসলেটও ব্যবহার করতে পারেন। লাল-সবুজের সংমিশ্রণের পাঞ্জাবি কিনে নিতে পারবেন বিভিন্ন ফ্যাশন হাউস থেকে। লাল-সবুজ সংগ্রহে না থাকলে শুধু লাল কিংবা শুধু সবুজও পরে নিতে পারেন। এ ছাড়া স্বাধীনতা দিবসে জড়িয়ে নিতে পারেন লাল সবুজ রঙের ফতুয়া।
শিশুদের সাজ
শিশুদের উপস্থিতিতেই প্রাণবন্ত হয় উৎসব-আয়োজন। স্বাধীনতা দিবসে তাই শিশুদের জন্য বিভিন্ন বর্ণিল পোশাক এনেছে ফ্যাশন হাউসগুলো। মেয়েশিশুদের জন্য পাওয়া যাচ্ছে ফ্রক, সালোয়ার-কামিজ ও শাড়ি এবং ছেলেদের জন্য পাঞ্জাবি-পায়জামা, ফতুয়া ও টি-শার্ট। রঙের ক্ষেত্রে পতাকার রং লাল-সবুজের পাশাপাশি বিভিন্ন উজ্জ্বল রংকে প্রাধান্য দেওয়া হয়েছে। এ ছাড়া পোশাকে ফুটিয়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস।