২০২২ অর্থবছরে তুলা দিয়ে তৈরি প্রায় ৭১% পোশাক পণ্য বাংলাদেশ থেকে আমদানি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলায় উৎপাদিত বাংলাদেশের পোশাক দেশটিতে রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা চায় বিজিএমইএ।
রবিবার (৭ মে) ঢাকায় বিজিএমইএ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে এক বৈঠকে বিজিএমইএ সভাপতি মোঃ ফারুক হাসান এ দাবি জানান।
তিনি বলেন, “এই পদক্ষেপটি বাংলাদেশী আরএমজি রপ্তানিকারক ও মার্কিন তুলা চাষি উভয়কেই উপকৃত করবে, যার ফলে একটি লাভ করা যাবে।”
অ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে বলা হয়েছে, “হাসান যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানির প্রক্রিয়া সহজ করতে যুক্তরাষ্ট্রের কাছে সহযোগিতা চেয়েছেন।”
২০২৩ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ অ্যাপারেল সামিট আয়োজনের জন্য বিজিএমইএ-এর উদ্যোগের বিষয়টিও তিনি হাসকে অবহিত করেন ও এজন্য সহায়তার আহ্বান জানান।
বৈঠকে হাস কর্মক্ষেত্রে নিরাপত্তা ও শ্রমিকদের অধিকার এবং কল্যাণ নিশ্চিতে ব্যাপক অগ্রগতির জন্য বাংলাদেশের আরএমজি শিল্পের প্রশংসা করেন।
বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রদূত সাফল্যগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুত্বের ওপরও জোর দিয়েছেন।
গার্মেন্টস শিল্প আগামী দিনেও উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন হাসান।
২০২২ সালে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে ৯.৭৪ বিলিয়ন ডলার মূল্যের পোশাক আমদানি করেছে, যার মধ্যে ৬.৯১ বিলিয়ন ডলার মূল্যের পোশাক তুলা দিয়ে তৈরি।
এছাড়া তুলা দিয়ে তৈরি প্রায় ৭১% পোশাক পণ্য বাংলাদেশ থেকে আমদানি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
বাংলাদেশ থেকে ৯.৭৪ বিলিয়ন ডলারের পোশাক আমদানিতে মার্কিন আমদানিকারকদের ১.৫৫ বিলিয়ন ডলারের শুল্ক দিতে হয়েছে।