সরকার গঠিত নূন্যতম মজুরি বোর্ডে পোশাক কারখানার মালিকদের প্রতিনিধি সিদ্দিকুর রহমান মজুরি বোর্ডের বৈঠকে এই প্রস্তাব দিয়েছেন।
পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা দেওয়ার প্রস্তাব করেছে মালিকপক্ষ।
আজ বৃহস্পতিবার পোশাক কারখানার মালিকদের পক্ষ থেকে এই প্রস্তাব দেওয়া হয়।
সূত্র জানায়, পোশাকশ্রমিকদের জন্য মালিকদের প্রস্তাবিত নূন্যতম মজুরি ১০ হাজার ৪০০ টাকা থেকে বাড়িয়ে সাড়ে ১২ হাজার টাকা দেওয়ার কথা বলা হয়েছে।
সরকার গঠিত নূন্যতম মজুরি বোর্ডে পোশাক কারখানার মালিকদের প্রতিনিধি সিদ্দিকুর রহমান মজুরি বোর্ডের বৈঠকে এই প্রস্তাব দিয়েছেন।
রাজধানীর সেগুনবাগিচা এলাকায় মজুরি বোর্ডের কার্যালয়ে এই বৈঠক চলছে।
পোশাকশ্রমিকরা তাদের বর্তমান নূন্যতম মজুরি আট হাজার টাকা থেকে বাড়িয়ে তা ২৩ হাজার টাকা করার দাবি জানাচ্ছেন।
নূন্যতম মজুরি বোর্ড থেকে আজ পোশাকশ্রমিকদের জন্য নতুন মজুরি ঘোষণার কথা আছে।