Home বাংলা নিউজ ইইউর বাজারে নিট পোশাক রপ্তানিতে চীনকে ছাড়াল বাংলাদেশ

ইইউর বাজারে নিট পোশাক রপ্তানিতে চীনকে ছাড়াল বাংলাদেশ

নিট পোশাক রপ্তানিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে চীনকে টপকে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর সময়ে বাজারটিতে সবচেয়ে বেশি নিট পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। প্রথমবারের মত নিট পোশাক ক্যাটাগরিতে শ্রেষ্ঠ রপ্তানিকারকের অবস্থান অর্জন করলো বাংলাদেশ।

চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত ইইউর বাজারে বাংলাদেশ ১৩৩ কোটি কেজি পোশাক রপ্তানি করেছে, চীনের রপ্তানি ১৩১ কোটি কেজি। এর মধ্যে বাংলাদেশি ৫৭ কোটি কেজি নিট পোশাকে আয় ৯০০ কোটি ডলার। আর ৪৪ কোটি কেজি চীনের নিট পোশাকে আয় ৮৯৬ কোটি ডলার।

বাংলাদেশ ইইউ বাজারে ২০১৪ সাল থেকে ডেনিম পোশাক রপ্তানিতেও শীর্ষস্থানে আছে। যদিও চলতিবছর সামগ্রিক ভাবে ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে চিনের চেয়ে বাংলাদেশের ৭৩০ কোটি ডলার পিছিয়ে আছে। News Sources : shodeshbidesh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here