বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আওতায় এ বছরের জানুয়ারি-মার্চ পর্যন্ত মোট ৩০২টি শিল্প প্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে। এর মধ্যে ২৭০টিতে স্থানীয়, ১৮টিতে শতভাগ বিদেশি এবং ১৪টিতে যৌথ বিনিয়োগ রয়েছে। প্রতিষ্ঠানগুলোতে প্রস্তাবিত মোট বিনিয়োগের পরিমাণ ৩ লাখ ৩৮ হাজার ৬২ মিলিয়ন টাকা। এসব বিনিয়োগ দেশে মোট ২ লাখ ২২ হাজার ৮৬৬টি নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিডা।
স্থানীয় বিনিয়োগ প্রস্তাব
স্থানীয় শিল্পখাতে প্রস্তাবিত মোট বিনিয়োগ ১ লাখ ৭৬ হাজার ৩৬৯ মিলিয়ন টাকার মধ্যে কৃষি শিল্পখাতে সর্বাধিক ৪০ হাজার ২৭৪ মিলিয়ন টাকা, পোশাক শিল্পে ৩৭ হাজার ৬৫৩ মিলিয়ন টাকা, রাসায়নিক শিল্পে ৩১ হাজার ১৭০ মিলিয়ন টাকা, প্রকৌশল শিল্পখাতে ২৩ হাজার ৪২৯ মিলিয়ন টাকা এবং মুদ্রণ ও প্রকাশনা শিল্পখাতে ১৯ হাজার ৯৩৩ মিলিয়ন টাকার বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে। প্রস্তাবিত এ বিনিয়োগের মাধ্যমে মোট ২ লাখ ১৮ হাজার ১৩১ জন মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হয়েছে।
বিদেশি বিনিয়োগ প্রস্তাব
বৈদেশিক শিল্পখাতে প্রস্তাবিত মোট বিনিয়োগ ১ লাখ ৬১ হাজার ৬৯৩ মিলিয়ন টাকার মধ্যে প্রকৌশল শিল্পখাতে সর্বাধিক ১ লাখ ৩৬ হাজার ২০৭ মিলিয়ন টাকা। এছাড়া সেবা শিল্পখাতে ১৬ হাজার ৪৫৮ মিলিয়ন টাকা, রাসায়নিক শিল্পখাতে ৪ হাজার ১৩৬ মিলিয়ন টাকা, পোশাক শিল্পখাতে ৩ হাজার ৯৫২ মিলিয়ন টাকা এবং ট্যানারি ও চামড়া শিল্পখাতে ৪৮৭ মিলিয়ন টাকার বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে। প্রস্তাবিত এই বিনিয়োগ মোট ৪ হাজার ৭৩৫ জন মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।