Home বাংলা নিউজ বৈচিত্র্যময় পাটপণ্য রপ্তানিতেও মিলবে নগদ সহায়তা

বৈচিত্র্যময় পাটপণ্য রপ্তানিতেও মিলবে নগদ সহায়তা

এখন থেকে কাঁচা পাটের পাশাপাশি কাঁচা পাট থেকে তৈরি হওয়া বৈচিত্র্যময় পণ্য বা বহুমুখী পাটজাত পণ্যও কৃষি উপকরণ হিসেবে বিবেচিত হবে। সে হিসেবে এসব বৈচিত্র্যময় পাটজাত পণ্য রপ্তানির উদ্যোগও নগদসহায়তা বা ভর্তুকির আওতায় আসবে।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে জারি হওয়া এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সরকারি সিদ্ধান্তক্রমে স্পষ্ট করা হচ্ছে, বৈচিত্র্যকৃত পাটপণ্য রপ্তানিতে ভর্তুকি প্রদানে পাট আইন, ২০১৭ অনুসারে বৈচিত্র্যকৃত বা বহুমুখী পাটজাত পণ্য উত্পাদনে পাটের পাশাপাশি পাটজাত পণ্যও উপকরণ হিসেবে বিবেচিত হবে। 

বাংলাদেশ ব্যাংকের এ নির্দেশনার ফলে দেশীয় শিল্পের যারা বাজার থেকে পাট কেনার পর প্রক্রিয়াজাত করে বৈচিত্র্যময় পণ্য তৈরি ও রপ্তানি করেন তারাও ভর্তুকি বা নগদ সহায়তার আওতায় আসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here