Home বাংলা নিউজ গাজীপুরে খুলে দেওয়া হয়েছে ৯৫ ভাগ পোশাক কারখানা

গাজীপুরে খুলে দেওয়া হয়েছে ৯৫ ভাগ পোশাক কারখানা

গাজীপুরে ৯৫ ভাগ পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে। জেলা ও মহানগরেরর এসব কারখানায় রোবববার সকাল থেকে উৎপাদন কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে। নতুন করে রোববার কোথাও শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি।

জানা যায়, অর্থনৈতিক সংকটের কারণ দেখিয়ে কোনো কোনো কারখানা শ্রমিকদের বেতন দেয়নি, এজন্য তাদের কারখানা বন্ধ রাখা রয়েছে। গাজীপুর শিল্প পুলিশ ২-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. খলিলুর রহমান জানান, গাজীপুরের টঙ্গী, মহানগর, শ্রীপুর, কালিয়াকৈর এলাকাকায় ৯৫ ভাগ কারখানাই রোববার খুলে দেওয়া হয়েছে।

এ দিন বৃষ্টি উপেক্ষা করে শ্রমিকদেরকে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে দেখা গেছে। কারখানার নিরাপত্তা রক্ষায় নিজস্ব কর্মী ছাড়াও শিল্প পুলিশ মোতায়েন রয়েছে। সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। 

গাজীপুরের বিভিন্ন শিল্প কারখানায় বেতন-ভাতা বৃদ্ধি, বকেয়া বেতন পরিশোধসহ নানা দাবিতে শ্রমিকরা টানা বেশ কিছুদিন আন্দোলোন করেছেন। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয় জানায়, পুরো জেলায় সব মিলিয়ে নিবন্ধিত কারখানা রয়েছে দুই হাজার ৬৩৩টি। এসব কারখানায় প্রায় ২২ লাখ শ্রমিক কাজ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here