Home বাংলা নিউজ পোশাক রপ্তানি ১০ হাজার কোটি ডলারে উন্নীত করবে ভারত

পোশাক রপ্তানি ১০ হাজার কোটি ডলারে উন্নীত করবে ভারত

পোশাক রপ্তানিতে বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী দেশ ভারত। কম মজুরির বিপুল শ্রমিক আর অবকাঠামো উন্নয়নের মধ্য দিয়ে পোশাক রপ্তানিতে দেশটি দ্রুত এগিয়ে যাচ্ছে। ইউরোপ-আমেরিকার পাশাপাশি এশিয়ার বাজারেও ভারতের রপ্তানি বাড়ছে। সম্প্রতি বস্ত্রশিল্পের জন্য একটি রোডম্যাপ বা পথনকশা তৈরি করেছে ভারত।দেশটির লক্ষ্য ২০৩০ সালের মধ্যে এটিকে ৩৫ হাজার কোটি ডলারের শিল্পে উন্নীত করা। এ ছাড়া এই সময়ের মধ্যে বস্ত্রশিল্পে সাড়ে চার কোটি থেকে ছয় কোটি কর্মসংস্থান তৈরি করাও ভারত সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং। ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, ভারতের বস্ত্রশিল্পের বর্তমান আকার ১৬ হাজার ৪০০ কোটি ডলার। অর্থাৎ সরকারের লক্ষ্য আগামী ছয় বছরের মধ্যেই বস্ত্রশিল্পের আকার দ্বিগুণেরও বেশি বড় করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here