নতুন বা অপ্রচলিত বাজারে ২০২৪ সালে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি করেছে ৬৩৩ কোটি ৩৪ লাখ মার্কিন ডলার। নতুন বাজারে ওভেনের চেয়ে নিট বেশি রপ্তানি হয়েছে। আলোচ্য সময়ে ওভেন রপ্তানি হয়েছে ৩১০ কোটি ৮০ লাখ ডলারের এবং নিট রপ্তানি হয়েছে ৩২২ কোটি ৫৩ লাখ ডলার।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, নতুন বাজারগুলোর মধ্যে জাপান পোশাক রপ্তানিতে শীর্ষ স্থানে রয়েছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত জাপানে রপ্তানি হয়েছে ১১১ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার। এরমধ্যে ওভেন রপ্তানি হয়েছে ৫৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের এবং নিট রপ্তানি হয়েছে ৫৭ কোটি ৫৭ লাখ মার্কিন ডলারের। নতুন বাজারের মধ্যে রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। আলোচ্য সময়ে অস্ট্রেলিয়ার বাজারে পোশাক রপ্তানি হয়েছে ৮৩ কোটি ৯ লাখ মার্কিন ডলার। এর মধ্যে ওভেন ৩৩ কোটি ৬৭ লাখ ডলার এবং নিটওয়্যার ৫৭ কোটি ৫৭ লাখ মার্কিন ডলার।
তৈরি পোশাক রপ্তানিতে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। আলোচ্য সময়ে ভারতে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৬০ কোটি ৬৫ লাখ মার্কিন ডলার। ভারতে ওভেন রপ্তানি হয়েছে ৪০ কোটি ৩৪ লাখ ডলারের এবং নিট রপ্তানি হয়েছে ২০ কোটি ৩০ লাখ ডলারের। এছাড়া দক্ষিণ কোরিয়ায় পোশাক রপ্তানি হয়েছে ৪৪ কোটি ৫৭ লাখ মার্কিন ডলার। এর মধ্যে ২১ কোটি ৮৮ লাখ ডলারের ওভেন এবং ২২ কোটি ৬৯ লাখ মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে।
পোশাক খাতের ব্যবসায়ীরা জানান, তৈরি পোশাক রপ্তানির অর্ধেকের বেশি হয় ইউরোপীয় ইউনিয়নে। ব্যবসায়ীরা পণ্যের বৈচিত্র্যের সঙ্গে সঙ্গে নতুন বাজার খুঁজছে। নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে অন্যান্য প্রতিযোগী দেশের সঙ্গে পাল্লা দিয়ে দিন দিন নতুন বাজারে রপ্তানিও বাড়ানোর চেষ্টা করছে দেশের ব্যবসায়ীরা। এ ধারা অব্যাহত থাকলে আগামী দিনে নতুন বাজারে তৈরি পোশাক রপ্তানির প্রবৃদ্ধি আরো বাড়বে।
নতুন বাজারের মধ্যে তুর্কিতে ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে রপ্তানি হয়েছে ৪২ কোটি ৫৯ লাখ ডলার, রাশিয়ায় ৩৪ কোটি ৩১ লাখ ডলার, চায়নায় ২১ কোটি ৬৬ লাখ, ইউনাইটেড আরব আমিরাত ২৪ কোটি ৪৪ লাখ ডলার, মেক্সিকো ৩২ কোটি ৫৪ লাখ ডলার, মালয়েশিয়া ১৯ কোটি ৩২ লাখ ডলার, সৌদি আরব ১৫ কোটি ৪৪ লাখ ডলার, সাউথ আফ্রিকা ১১ কোটি ১৩ লাখ ডলার, নিউজিল্যাল্ড৯ কোটি ৬১ লাখ ডলার, চিলি ১৪ কোটি ৬৬ লাখ ডলার, ব্রাজিল ১৫ কোটি ৮২ লাখ ডলার এবং অন্যান্য দেশে ৯১ কোটি ৫৭ লাখ মার্কিন ডলার রপ্তানি হয়েছে।