রাজনৈতিক অস্থিরতার মধ্যেও পোশাক রপ্তানিতে সুখবর মিলেছে। সুখবরটি হলো, গত বছর বাংলাদেশ থেকে আমেরিকায় পোশাক রপ্তানি বেড়েছে।
২০২৪ সালে বাংলাদেশের পোশাক রপ্তানি দশমিক ৭৫ শতাংশ বেড়ে ৭.৩৪ বিলিয়ন ডলার হয়েছে। আগের বছর ২০২৩ সালে রপ্তানি হয় ৭.২৯ বিলিয়ন ডলারের পোশাক।
সম্প্রতি আমেরিকার অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের এক প্রতিবেদনে জানানো হয়, দেশটিতে উচ্চ মুদ্রাস্ফীতির চাপ কমায় পোশাক আমদানি বেড়েছে।
এদিকে, গত এক দশকের মধ্যে ২০২২ সালে সবচেয়ে বেশি পোশাক আমেরিকায় রপ্তানি করা হয়। ওই বছর আমেরিকায় ৯.৭৩ বিলিয়ন ডলারের বাংলাদেশি পোশাক রপ্তানি হয়।
আমেরিকার অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের প্রতিবেদনে বলা হয়, আমেরিকার বৃহত্তম পোশাক রপ্তানিকারক হিসাবে বাংলাদেশ তৃতীয় অবস্থানে আছে।