Home বাংলা নিউজ হা-মীম গ্রুপের কারখানা পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

হা-মীম গ্রুপের কারখানা পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) ট্রেসি অ্যান জ্যাকবসন দেশটিতে পোশাক খাতের অন্যতম প্রধান সরবরাহকারী প্রতিষ্ঠান হা-মীম গ্রুপের কারখানা পরিদর্শন করেছেন। 

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে হা-মীম গ্রুপের টঙ্গী জোনের পোশাক কারখানা পরিদর্শন করেন তিনি। রাষ্ট্রদূত জ্যাকবসন পোশাক শিল্পে যুক্তরাষ্ট্রের উচ্চমানের তুলা ব্যবহারের বিষয়ে আলোচনা করেন। 

এ সময় উপস্থিত ছিলেন- হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ. কে. আজাদ, পরিচালক সাজিদ আজাদ, হা-মীম গ্রুপের টঙ্গী জোনের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) আখতারুজ্জামান, মার্চেন্ডাইজিংয়ের নির্বাহী পরিচালক (ইডি) গরিমা শ্রীভাস্তাব, বিক্রমজিৎ সিংসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

পরিদর্শনকালে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন- শ্রম বিষয়ক দূতাবাস কর্মকর্তা লিনা খান, বাণিজ্যবিষয়ক দূতাবাস কর্মকর্তা জন ফে, কৃষিবিষয়ক দূতাবাস কর্মকর্তা সারা গিলেস্কি ও লেবার স্পেশালিস্ট সাইফুজ্জামান মেহরাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here