বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে মে দিবসের র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) গাজীপুরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার ৫৪ বছরে প্রথম একটি শ্রম কমিশন গঠিত হয়েছে। শ্রমিকদের জীবনযাপন উপযোগী মজুরি ও নিরাপদ কর্মস্থলসহ অধিকার আদায়ে অবিলম্বে শ্রম সংস্কার কমিশনের প্রস্তাব ও সুপারিশ বাস্তবায়ন করতে হবে। এজন্য তারা পরবর্তী সরকারের অপেক্ষায় না থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারকে প্রজ্ঞাপন জারি করার আহ্বান জানান।
বক্তারা একই সঙ্গে নারায়ণগঞ্জে বিশেষ ক্ষমতা আইনে আটক জি-স্কপ নেতা সেলিম মাহমুদসহ সব শ্রমিক ও নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবি করেন।
বক্তারা বলেন, চট্টগ্রামের সিইপিজেড এলাকায় এলসিবি গার্মেন্টস কর্তৃপক্ষের অবহেলায় আদিবাসী শ্রমিক উৎপল তঞ্চঙ্গ্যা নিহতের ঘটনায় দোষীদের শাস্তি ও নিহতের ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান।
বৃহস্পতিবার বিকালে মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশ ও লাল পতাকা র্যালিতে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা বাচ্চু মিয়া এ কথা বলেন।
গাজীপুরের কলম্বিয়া বাসস্ট্যান্ডে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম কাউসার। আরো বক্তব্য রাখেন শিরিনা শারমিন, মনিরা সিদ্দিকা, গোলাম আযম ও মফিজুল ইসলাম প্রমুখ। —বিজ্ঞপ্তি