Home Bangla Recent হাজার কোটি ছাড়িয়েছে রফতানি আয়

হাজার কোটি ছাড়িয়েছে রফতানি আয়

চার মাসে প্রবৃদ্ধি ৭ দশমিক ৩ শতাংশ

২০১৭-১৮ অর্থবছরের চার মাসে (জুলাই-অক্টোবর) রফতানি আয় দাঁড়িয়েছে ১ হাজার ১৫০ কোটি ৫৮ লাখ ডলার। এর আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১ হাজার ৭৫ কোটি ৩ লাখ ডলার। অর্থাৎ রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৩ শতাংশ। গত চার মাসের রফতানির লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ১৫৯ কোটি ২০ লাখ ডলার। এ সময়ে রফতানি আয় লক্ষ্যমাত্রা শূন্য দশমিক ৭৪ শতাংশ কম অর্জিত হয়েছে। এদিকে অর্থবছরে চার মাসে পোশাক রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৯৯ শতাংশ। বৃহস্পতিবার রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

ইপিবি’র প্রতিবেদনে দেখা যায়, ২০১৬-১৭ অর্থবছরে রফতানি আয় অর্জিত হয়েছিল ৩ হাজার ৪৬৫ কোটি ৫৯ লাখ ডলার। ২০১৭-১৮ অর্থবছরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৭৫০ কোটি ডলার। অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) রফতানি আয় দাঁড়িয়েছে ১ হাজার ১৫০ কোটি ৫৮ লাখ ডলার। এর আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১ হাজার ৭৫ কোটি ৩ লাখ ডলার। অর্থাৎ রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৩ শতাংশ। গত চার মাসের রফতানির লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ১৫৯ কোটি ২০ লাখ ডলার। এ সময়ে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা শূন্য দশমিক ৭৪ শতাংশ কম অর্জিত হয়েছে।

প্রতিবেদনের তথ্য মতে, দেশের পণ্য রফতানি আয়ের ৮০ শতাংশেরও বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। ২০১৭-১৮ অর্থবছরে জুলাই-অক্টোবর মাসে ৯৪৩ কোটি ৭৭ লাখ মার্কিন ডলারের পোশাক রফতানি করেছে বাংলাদেশ। তার আগের অর্থবছরের একই সময়ে ৮৮২ কোটি ১৪ লাখ ডলারের পোশাক রফতানি হয়েছিল। গত বছরের তুলনায় পোশাক রফতানিতে ৬ দশমিক ৯৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। জুলাই-অক্টোবর মাসে রফতানির লক্ষ্যমাত্রা ছিল ৯৩২ কোটি ৩০ লাখ ডলার। লক্ষ্যমাত্রার তুলনায় প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ১ দশমিক ২৩ শতাংশ । গত চার মাসে ৪৪৫ কোটি ১৫ লাখ ডলারের

ওভেন পোশাক ও ৪৮৯ কোটি ৬২ লাখ ডলারের নিট পোশাক রফতানি হয়েছে। আগের অর্থবছরের তুলনায় নিট পোশাকে ৯ দশমিক ৯৫ শতাংশ ও ওভেন পোশাকে ৩ দশমিক ৮৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। পাশাপাশি নিটওয়্যার পোশাকে রফতানিতে লক্ষ্যমাত্রা অর্জিত হলেও ওভেনে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। নিটওয়্যার পোশাকে রফতানিতে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে ৬ দশমিক ৮২ শতাংশ। ওভেন পোশাকে লক্ষ্যমাত্রা ৪ দশমিক ৩৮ শতাংশ কম অর্জিত হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, সম্প্রতি বিভিন্ন কারণে সক্ষমতা হারিয়ে প্রায় ১ হাজার ২০০টি কারখানা বন্ধ হয়ে গেছে। বিশেষ করে এ্যাকোর্ড, এ্যালায়েন্স এর পরিদর্শনের পর কিছু কারখানা আংশিক, সাময়িক ও পূর্ণাঙ্গভাবে বন্ধ হয়ে গেছে। ব্যাংক ঋণ ও বাড়িভাড়াসহ অন্যান্য ব্যয় মিটিয়ে অনেকের পক্ষে টিকে থাকা সম্ভব হচ্ছে না। এছাড়া চট্টগ্রাম বন্দর নিয়ে কঠিন সঙ্কটের মুখে পোশাক শিল্প। তারপরও পোশাক রফতানি আয়ে প্রবৃদ্ধি ও লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। কিন্তু আমরা দুশ্চিন্তায় আছি সামনের দিনগুলো নিয়ে। বিজিএমইএ প্রেসিডেন্ট বলেন, পোশাক তৈরির উপকরণ বোঝাই জাহাজকে পণ্য খালাসের জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে, পণ্য খালাস করতে না পারায় কন্টেনার ভাড়া বাবদ বন্দর ও জাহাজ কোম্পানিতে অতিরিক্ত জরিমানা প্রদান করতে হচ্ছে।

তিনি বলেন, টানা আড়াই মাসের বেশি সময় ধরে বন্দরে জাহাজজট চলমান থাকার পরিস্থিতির সঙ্গে এখন যুক্ত হয়েছে জাহাজীকরণ জটিলতা রফতানি কন্টেনার না নিয়েই জাহাজের বন্দর ছেড়ে যাওয়ার ঘটনা, যা ইতিহাসে কখনই ঘটেনি। এ পরিস্থিতি অব্যাহত থাকলে বিদেশী ক্রেতারাও সময়মতো পোশাক পাবে না। অর্থবছরের প্রথম চার মাসে মাছ রফতানি হয়েছে ২২ কোটি ৬৯ লাখ ডলার আয় এসেছে। গত বছরের একই সময়ে এ খাতে ১৯ কোটি ৬৬ লাখ ডলার আয় আসে। সে হিসেবে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ১৫ দশমিক ৪১ শতাংশ।

এছাড়া জুলাই-অক্টোবর মাসে চামড়া ও চামড়াজাত পণ্য রফতানিতে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ২ শতাংশ কম প্রবৃদ্ধি অর্জিত হয়েছে । আয় হয়েছে ৪২ কোটি ৮৪ লাখ ডলার, যা লক্ষ্যমাত্রার চেয়ে শূন্য দশমিক ৪৩ শতাংশ। গত চার মাসে পাট ও পাটজাত পণ্যে রফতানি আয় এসেছে ৩৪ কোটি ৫০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছে ২৯ কোটি ৬২ লাখ ডলার। সে হিসেবে গত চার মাসে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ১৬ দশমিক ৪৬ শতাংশ। পাশাপাশি রফতানি আয়ে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে ৫ দশমিক ৭৯ শতাংশ। তবে এবার সবচেয়ে কম প্রবৃদ্ধি অর্জিত হয়েছে প্লাস্টিক পণ্যে। গত চার মাসে এ খাতে ৩৯ দশমিক ৫১ শতাংশ কম প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এই সময়ে আয় এসেছে ২ কোটি ৯৭ লাখ ডলার, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩৪ দশমিক ৯৭ শতাংশ কম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here