Home বাংলা নিউজ বাংলাদেশসহ এশিয়ার চার দেশের নারী শ্রমিকরা মার্কিন সহায়তা পাবেন

বাংলাদেশসহ এশিয়ার চার দেশের নারী শ্রমিকরা মার্কিন সহায়তা পাবেন

করোনার কারণে বাংলাদেশ, শ্রীলঙ্কা, কম্বোডিয়া ও ভিয়েতনাম এর যে সব নারী শ্রমিক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সাহায্যে এগিয়ে এসেছে মার্কিন দুটি সংস্থা। ইউএসএআইডি ও আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন এ মর্মে একটি সমঝোতা স্মারক সই করেছে। ইন্দো- প্যাসিফিক বিজনেস ফোরামের তৃতীয় বৈঠকে এই সমঝোতা স্মারক সই হয়। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে যুক্তরাষ্ট্রের আয়োজনে ভার্চুয়াল এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে বলা হয়, বিশ্বব্যাপী পোশাক শিল্পের সাপ্লাই চেইনে করোনা মহামারী চরমভাবে আঘাত হেনেছে। বাধাগ্রস্ত হয়েছে বাণিজ্য ও বিনিয়োগ। সম্মুখসারির কর্মীরা পড়েছেন বিশেষ ঝুঁকিতে। এছাড়া লাখ লাখ শ্রমিক চাকরি হারিয়েছেন। এর মধ্যে নারীরাই বেশি। এশিয়ার এই চারটি দেশে তৈরি পোশাক খাত জুতা ও ফ্যাশন শিল্প বেশি বিপর্যয়ের মুখে পড়েছে। মহামারির কারণে শ্রমিকদের বাড়িতে থাকতে বলা হয়েছিল। এ কারণে চাহিদা ও যোগানের মধ্যে সংকট দেখা দেয়। অনেক ব্যবসা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। উৎপাদন বিঘ্নিত হয়। পণ্যের চালান আটকে থাকে। কার্গোতেও বিলম্ব ঘটে। ইউএসএআইডি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত শ্রমিকদের দুর্দশার অবসান ঘটাতে এই বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া এর অন্যতম লক্ষ্য হচ্ছে, স্থানীয় অংশীদারদের সঙ্গে একজোট হয়ে তৈরি পোশাক, জুতা ও ফ্যাশন খাতের শ্রমশক্তিকে আরও শক্তিশালী করে গড়ে তোলা। নারীদের আরও ক্ষমতায়ন করা। ওদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৮ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন এক হাজার ৩২০ জন।স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যেই ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পাদন করা হবে। কোন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হবে মন্ত্রী অবশ্য সেটা বলেননি। তিনি বলেন, শীতে করোনার প্রকোপ আরও বাড়তে পারে। আমাদেরকে সাবধান হতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here