বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরের লক্ষ্মীপুরা এলাকায় বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। আজ বুধবার সকালে স্টাইল ক্র্যাফট লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-গাজীপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
এতে সড়কের উভয় পাশে চলা পণ্যবাহী যানবাহন আটকা পড়ে। গতকালও একই দাবিতে শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
কারখানার সুইং শাখার শ্রমিক চামেলী দ্য ডেইলি স্টারকে বলেন, এই কারখানায় প্রায় সাড়ে সাত শ কর্মকর্তা-কর্মচারী এবং প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ করেন। চলতি বছরের মার্চ, মে ও জুন মাস, গত বছরের মার্চ ও আগস্ট মাসের অর্ধেক এবং ২০১৯ সালের নভেম্বর মাসের ১৫ ভাগ এবং অক্টোবর ও ডিসেম্বর মাসের ৩৫ ভাগ বেতন আমাদের বকেয়া রয়েছে। দুই ঈদের বোনাস পাইনি। কর্তৃপক্ষ শুধু তারিখ দেয়। আমরা নতুন কোনো তারিখ চাই না, আমাদের বেতন দিতে হবে।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর জানান, কর্তৃপক্ষ বারবার সময় নিয়ে টাকা পরিশোধ করেনি। যে কারণে তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার সুযোগ নেই। কর্তৃপক্ষকে পাওনা পরিশোধ করতে হবে। গতকাল সারা দিন শ্রমিকরা বিক্ষোভ করেছে, আজও করছে। অর্থচ মালিকপক্ষের কেউ তাদের সঙ্গে দেখা করতে আসেনি।
এ বিষয়ে জানতে চাইলে কারখানার ইনচার্জ আবু বকর সিদ্দিক বলেন, গত ঈদের শ্রমিকদের এপ্রিল মাসের ১৯ দিনের বেতন ও ঈদ বোনাস দেওয়া হয়েছে। এখন শুধু এপ্রিলের ১১ দিন এবং মে-জুন মাসের বেতন পাবেন তারা। গত ১০ জুলাই শনিবার শ্রমিকদের নিয়ে কারখানার এমডি ভার্চুায়ালি মিটিং করেছেন। মিটিংয়ে করোনাকালীন বন্ধের প্রথম ৪৫ দিনের ৫০ শতাংশ এবং পরের দিনগুলোর ২৫ শতাংশ বেতন দেওয়ার কথা জানানো হয়েছে। কিন্তু শ্রমিকরা সেই সিদ্ধান্ত না মেনে বিক্ষোভ করছেন। কলকারখানা অধিদপ্তর ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সঙ্গে আলোচনা চলছে। শিগগির এই সমস্যার সমাধান করা হবে।