Home বাংলা নিউজ তৈরি পোশাক কারখানা আজ বন্ধ থাকবে 

তৈরি পোশাক কারখানা আজ বন্ধ থাকবে 

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় অন্তত আজ মঙ্গলবার পর্যন্ত সব কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন পোশাক রপ্তানিকারকরা।

গতকাল সন্ধ্যায় ঢাকার ওয়েস্টিনে এক জরুরি সভায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এ সিদ্ধান্ত নেয়।

এদিকে ক্রেতারাও পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত কারখানা বন্ধ রাখার পক্ষে পরামর্শ দিয়েছে।

বিজিএমইএ তাদের সদস্য ও ক্রেতাদের কাছে বার্তা পাঠিয়েছে, ‘আমরা অন্তত আগামীকাল (মঙ্গলবার) সব কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।’

বৈঠক শেষে বিজিএমইএর সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব বলেন, ‘আমরা আগামীকাল পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করব, তারপর পরিস্থিতি নিয়ে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেব।’

শাশা ডেনিমস-এর ব্যবস্থাপনা পরিচালক শামস মাহমুদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ‘পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের।’

তিনি বলেন, ‘রাষ্ট্রীয় ব্যবস্থার পুনর্গঠন প্রথম অগ্রাধিকার হওয়া উচিত, তারপরে আমরা অর্থনৈতিক পুনরুদ্ধারের দিকে মনোযোগ দিতে পারব।’

তিনি বলেন, দেশ ব্যাপক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বলে ক্রেতারা পরিস্থিতি বুঝতে পারবে। ‘সব ক্রেতাই নিরাপদ ও স্থিতিশীল পরিবেশে ব্যবসা করতে চায়। এছাড়া আমাদের এখন শ্রমিকদের নিরাপত্তা ও নিরাপত্তার দিকেও নজর দিতে হবে।’

একটি ইউরোপীয় ফ্যাশন ব্র্যান্ডের কান্ট্রি ম্যানেজার টিবিএসকে বলেন, ‘আমরা মনে করি শ্রমিকদের ও সম্পদের নিরাপত্তার জন্য আরও দুই থেকে তিন দিনের কারখানা বন্ধ রাখা উচিত কারখানা মালিকদের।

‘উৎপাদন ক্ষতিগ্রস্ত হলেও ব্যাপক ক্ষতির সম্ভাবনা এড়াতে এটি একটি ভাল বিকল্প হবে। ক্রেতারা পরিস্থিতি বুঝবে।’

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘আমাদের অন্তত আরও কয়েকদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করা উচিত, তারপর আমরা সিদ্ধান্ত নেব কারখানাগুলো আবার চালু করা হবে কি না।’

এই মুহূর্তে নিরাপত্তাই প্রধান উদ্বেগের বিষয় হওয়ায় কোনো প্রশাসন কাজ করছে না উল্লেখ করে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here