Home Blog Page 6

২০২৪-এর নভেম্বরে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ৪১.৬ শতাংশ

২০২৪ সালের নভেম্বরে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগের বছরের একই সময়ের চেয়ে ৪১.৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ওই মাসে দেশটিতে ৬১৩.৯১ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। আগের বছরের একই সময়ে যা ছিল ৪৩৩.৫৬ মিলিয়ন ডলার।

গত বছরের নভেম্বরে পোশাক রপ্তানি প্রবৃদ্ধি ছিল বছরের অন্য যেকোনো মাসের চেয়ে বেশি।

২০২৪ সালে যুক্তরাষ্ট্রে মোট পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির পরও ২০২৩ সালের বেশিরভাগ মাসের তুলনায়ই তা কম ছিল।

ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) তথ্য অনুযায়ী, গত বছরের শুরুতেই রপ্তানিতে ধাক্কা খায় বাংলাদেশের পোশাক খাত। ওই বছরের জানুয়ারিতে রপ্তানি প্রবৃদ্ধি কমে ৩৬.৭ শতাংশ। এর পর মার্চে প্রবৃদ্ধি কমে আরও ১৪.২ শতাংশ।

২০২৪ সালের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত সময়ে রপ্তানি প্রবৃদ্ধির ব্যবধান ছিল সামান্য, ০.২ শতাংশ থেকে ৬.৮ শতাংশ।

তথ্য অনুযায়ী, বছরের শেষ প্রান্তিকে রপ্তানি প্রবৃদ্ধিতে গতি ফেরে। সেপ্টেম্বরে রপ্তানি প্রবৃদ্ধি ছিল ১৮.৪ শতাংশ ও অক্টোবরে ছিল ২৬.৭ শতাংশ।

তবে নভেম্বরে রেকর্ড পরিমাণ প্রবৃদ্ধির পরও ২০২৪ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি ২০২৩ সালের একই সময়ের তুলনায় ০.৪৪ শতাংশ কম ছিল। যেখানে ২০২৩ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৬.৭৯ বিলিয়ন মার্কিন ডলার, সেখানে গত বছরের একই সময়ে এটি ছিল ৬.৭৬ বিলিয়ন মার্কিন ডলার।

তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের আমদানিতে উল্লেখজনক বৃদ্ধি দেখেছি। তবে এ বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত যে ২০২৩ সালের নভেম্বরে আমদানির পরিমাণ অস্বাভাবিকভাবে কম ছিল।

ডেনিম এক্সপার্ট লিমিটেডের অতিরিক্ত এ ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, সম্প্রতি রপ্তানি প্রবৃদ্ধি সত্ত্বেও সামগ্রিক প্রবৃদ্ধির দিক থেকে বাংলাদেশ অন্যান্য শীর্ষ উৎস দেশগুলোর চেয়ে এখনও পিছিয়ে রয়েছে।

আঞ্চলিক প্রতিযোগী দেশগুলোর চিত্র

অন্যদিকে একই সময়ে বাংলাদেশের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী ভারতের পোশাক খাতের রপ্তানি প্রবৃদ্ধি ছিল ৪.৪৯ শতাংশ। একইসঙ্গে যুক্তরাষ্ট্রে ভারতের পোশাক রপ্তানি ১৩.২৬ শতাংশ বেড়েছে। ভারত স্থানীয় কাঁচামাল ব্যবহার করে প্রতিযোগিতামূলক মূল্যে আরও বেশি পোশাক রপ্তানি করতে পেরেছে।

অটেক্সার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের প্রথম ১১ মাসে বাংলাদেশ ২.১৭ বিলিয়ন বর্গমিটার সমপরিমাণ পোশাক যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে। সে হিসাবে আগের বছরের ‍তুলনায় এটি ৩.৯৮ শতাংশ বেশি।

অন্যদিকে একই সময়ে ভারত রপ্তানি করেছে ১.২৭ বিলিয়ন বর্গমিটার সমপরিমাণ পোশাক, যার মূল্য ৪.৩৬ বিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ে এটি ছিল ১.১২ বিলিয়ন বর্গমিটার, যার মূল্য ছিল ৪.১৮ বিলিয়ন ডলার।

ভিয়েতনাম থেকেও যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি ৪.৪৮ শতাংশ বেড়েছে। গত বছরের জানুয়ারি থেকে নভেম্বরে দেশটি পোশাক রপ্তানি থেকে ১৩.৭৭ বিলিয়ন ডলার আয় করেছে। এর আগের বছরের একই সময়ে যা ছিল ১৩.১৮ বিলিয়ন ডলার। দেশটির রপ্তানির পরিমাণ ৯.০২ শতাংশ বেড়েছে।

তবে গত বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত সময়ে যুক্তরাষ্ট্রে চীনের পোশাক রপ্তানি থেকে আয় ০.৩০ শতাংশ কমেছে।

সার্বিকভাবে গত বছরের প্রথম ১১ মাসে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানির পরিমাণ ছিল ৭২.৯৪ বিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় যা ০.৬৩ শতাংশ বেশি।

Apparel exports to US jump 41.6% in Nov 2024

Bangladesh’s apparel exports to the United States, its largest single market, saw a remarkable 41.6% year-on-year growth in November 2024, reaching $613.91 million, up from $433.56 million in November 2023.

This surge marked the highest percentage increase of the year, highlighting Bangladesh’s growing competitive edge and strengthening its position in the US market during the crucial final quarter.

Despite this impressive growth, Bangladesh’s cumulative apparel exports to the US in 2024 were below 2023 levels for most months. The year began with sharp declines, including a 36.7% drop in January and a 14.2% decrease in March, according to data from the Office of Textiles and Apparel (OTEXA) under the US Department of Commerce.

Between April and August 2024, the declines moderated, ranging from 0.2% to 6.8%, suggesting a gradual stabilisation in trade flows.

Recovery gained momentum in the final quarter, with September recording an 18.4% increase, followed by a robust 26.7% growth in October, culminating in November’s record-breaking performance, data shows.

Why US buyers still find Bangladesh among top apparel sources
However, despite the strong recovery, apparel exports to the US between January and November 2024 recorded a marginal 0.44% decline compared to the same period in 2023, with earnings standing at $6.76 billion, slightly lower than $6.79 billion in 2023.

How did regional competitors do?

In contrast, India, a key competitor, achieved a 4.49% growth in value and a notable 13.26% increase in the volume of apparel exports to the US during the same period. India shipped a higher volume of garments at competitive prices, benefiting from locally sourced raw materials.

According to OTEXA data, Bangladesh’s garment shipments to the US during the first 11 months of 2024 totalled 2.17 billion square meters, marking a 3.98% increase in volume.

On the other hand, India exported $4.36 billion worth of apparel and shipped 1.27 billion square meters during the same period, compared to $4.18 billion and 1.12 billion square meters in 2023.

Bangladesh RMG export to EU logs meagre growth amid price fall
Vietnam also recorded a 4.48% increase in apparel exports to the US, earning $13.77 billion during January-November of 2024, up from $13.18 billion in the same period of 2023. The country’s garment exports rose by 9.02% in volume, reaching 3.82 billion square meters.

Meanwhile, China experienced a slight 0.30% decline in apparel export value, generating $15.22 billion during the same period. However, China’s export volume increased by 5.50%, shipping 8.58 billion square meters of garments to the US.

Overall, US apparel imports totalled $72.94 billion in the first 11 months of 2024, reflecting a modest 0.63% increase compared to the same period in 2023.

Between January and November 2024, imports from Bangladesh to the US decreased by 0.46% in value terms, while the import volume increased by 3.95%. The unit price also declined by 4.24%, indicating that while Bangladesh maintained export volumes, lower pricing impacted revenue.

Former BGMEA director Mohiuddin Rubel told TBS that this trend may be attributed to competitive market pressures, product mix shifts, or raw material price adjustments.

“We observed robust increases in US imports from Bangladesh from September through November 2024. However, it’s important to consider that November 2023 had unusually low import levels,” he noted.

Exports grow 17.72% in Dec on robust RMG
Despite the recent recovery, Bangladesh continues to lag behind other top-sourcing countries in terms of overall growth, added Rubel, who is also the additional managing director of Denim Expert Ltd.

Brief on Bangladesh’s Selected Economic Indicators, December 2024

The Bangladesh Bank’s December 2024 report highlights mixed trends in the country’s economic performance during FY25, indicating both recovery and challenges across various sectors.

Export Performance

BD Economic indicator
• Strong Export Growth: Export earnings rebounded with an 11.66% year-on-year growth during July-November FY25. Total exports reached USD 24.53 billion during July-December FY25, marking a 12.84% increase.
• RMG Sector Dominance: The Ready-Made Garments (RMG) sector led this growth with a 13.28% rise, earning USD 19.9 billion.

Import Trends

• Decline in Imports: Merchandise import LC settlements fell by 1.04% during July-November FY25, reflecting cautious import behaviour amid economic challenges.
• Drop in Capital Machinery Imports: Capital machinery LC settlements declined sharply by 21.62%, with garment and textile machinery imports falling by 8.95% and 18.11%, respectively.
• Textile Inputs Surge: In contrast, textile and fabric import LC settlements increased by 15.50%, supporting the RMG sector’s robust export performance.

Remittance and Forex Reserves

• Strong Remittance Growth: Remittance inflows surged by 27.56% to USD 13.78 billion during July-December FY25, providing great support to the economy.
• Foreign Exchange Reserves: According to BPM6, gross reserves stood at USD 21.36 billion as of December 31, 2024, ensuring a moderate cushion against external shocks.

Current Account and Fiscal Position

• Improved Current Account Balance: The current account deficit narrowed significantly to USD 752 million during July-October FY25, down from USD 3,160 million in the same period of FY24.
• Tax Revenue Challenges: NBR tax revenue collection declined by 1.03%, achieving only 21.10% of the FY25 target, indicating fiscal stress.

Inflation and Credit Growth

• Rising Inflation: Headline inflation increased to 11.38% in November 2024, up from 10.87% in October, reflecting persistent price pressures.
• Public Sector Credit Growth Decline: Public sector credit growth dropped to 14.37% in October 2024, compared to 20.69% in October 2023, signalling reduced government borrowing.

GDP Growth Projection

• Moderate Growth Outlook: GDP growth for FY2023-24 is projected at 5.82%, reflecting a recovery from global and domestic economic headwinds.

Key Insights

Export and Remittance Resilience: Strong export and remittance growth are the backbone of the economy, particularly driven by the RMG sector.
Import Contraction: Declines in capital machinery imports may indicate cautious investment sentiment, potentially impacting future industrial growth.
Fiscal and Inflationary Pressures: Rising inflation and falling tax revenues highlight challenges in maintaining fiscal discipline and managing living costs.
Improved External Balance: The narrowing current account deficit and stable reserves offer relief in external sector management.

RMG workers get paid two years after factory’s closure

Workers of Chattogram-based factory Base Textile Limited, which had shut down two years ago, have finally received their overdue wages.

A total of 873 affected workers were paid after the Bangladesh Free Garment Workers Union Federation (BIGOF) secured Tk3.78 crore from a USA-based buyer to compensate the labourers, said the organisation’s President Chandan Kumar Dey.

He disclosed that a 20% commission was deducted for each settlement.

“Our organisation operates on workers’ contributions. We typically deduct 10% from settlements, but given the two years of effort we invested, we deducted 20% this time,” he said.

However, the workers have welcomed the initiative with extreme joy.

“I never thought I’d receive this money. After two years, I’ve finally received Tk 24,000 in dues. However, 20% of the amount was deducted,” said Selina Akhter, one of the workers who got paid.

The payments were distributed on Wednesday and Thursday at the Din Mohammad Community Center near the BIGOF office in the Pathantuli area in Chattogram.

Dey stated that another distribution programme would be arranged in 30 days to pay any workers who have been initially left out. The remaining funds, if any, will be returned to the buyers.

The distribution was organised without any involvement of the BGMEA and the Department of Labour, which raised some eyebrows.

When asked about their independent approach, Dey said, “We worked directly with the buyer company. While we should have informed the labour department, it wasn’t possible in this instance.”

Syed Nazrul Islam, former first vice president of BGMEA, said, “The workers protested while I was in office. Although we initiated efforts to resolve the issue, they remained incomplete. It is good to see the workers finally receiving their dues, though questions about the exact number of beneficiaries remain.”

Base Textile Limited began operations in 1998 in Mohra, Kalurghat, employing 2,870 workers. The factory closed in 2022 after failing to pay workers’ salaries and bonuses for a long time.

Bangladesh’s economy contracts slightly in Dec 2024: MCCI-PEB report

Bangladesh’s economy witnessed a mild slowdown in December last year, with the purchasing managers’ index (PMI) dropping by 0.5 points from November to 61.7, according to a joint report by the Metropolitan Chamber of Commerce and Industry (MCCI) and Policy Exchange Bangladesh (PEB).
The contraction is attributed to reduced growth in the agriculture and services sectors, though manufacturing gained momentum and the construction sector expanded.

The manufacturing sector saw its fourth consecutive month of growth, driven by increases in new orders, exports, factory output and supplier deliveries.
Expansion in the agriculture sector, which maintaining growth for three consecutive months, was slower.

New business contracted, and business activity grew at a reduced rate. However, employment rebounded, and input costs rose at a faster pace, domestic media outlets said citing the report.

Despite challenges in many sectors, the report highlighted optimism, citing faster expansion in future business across manufacturing, construction and services.

Political instability and economic uncertainty remain significant hurdles, the report cautioned.

FILO launches ‘Capsule Collection’ bridging style and production

63rd edition of FILO is set to unveil a groundbreaking initiative that takes innovation from concept to production. Introducing the Capsule Collection, this exclusive project translates the creative essence of Collages—the Dialoghi Creativi of Filo63 curated by Gianni Bologna, FILO’s Head of Style and Creativity—into tangible fabric prototypes.

February 2025 edition represents a milestone for FILO as it ventures into production, showcasing a collection of fabric prototypes in the Dialoghi Creativi area. This dedicated space highlights product research and development, from initial concepts to manufacturing processes.

From Concept to Fabric

Designed by fabric expert Rossano Bisio, the Capsule Collection brings to life the product development ideas proposed by Bologna in Collages. Using exhibitors’ yarns, the prototypes emphasize material quality while paying homage to Italy’s renowned manufacturing tradition.

Bisio explains “The goal is to transform FILO’s product development concepts—previously presented in descriptive and multimedia formats—into real fabrics that form part of a tangible collection. This approach leverages techniques emblematic of Italy’s exceptional textile heritage.”

An Industry-First Initiative

Paolo Monfermoso, Filo’s Manager, underscores the importance of this innovative step. “Today’s textile and apparel industry must underscore and fortify its technical expertise, which risks being overshadowed. With the FILO Capsule Collection, we aim to reverse this trend by introducing a first-of-its-kind project to the international exhibition landscape.”

Monfermoso highlights the collaborative spirit behind the initiative: “This project embodies Filo’s signature qualities—creativity, innovation, and collaboration. It has been made possible thanks to the active participation of all exhibition stakeholders, particularly our exhibitors.”

Reimagining Innovation for the Textile Industry

‘Capsule Collection’ offers more than just fabric samples; it serves as a resource for textile professionals, stimulating creativity and advancing innovation within the industry. By merging stylistic proposals with hands-on production, FILO redefines its role in the international textile landscape, offering a new model of collaboration and creative development.

As the FILO Capsule Collection debuts, it promises to set a new standard for product innovation and redefine the relationship between creativity and production in the textile world.

চাহিদা বেড়েছে তৈরি পোশাকের, নভেম্বর পর্যন্ত রপ্তানি প্রবৃদ্ধি ৬.৫%

বড়দিন, নতুন বছর, শীত মৌসুম ঘিরে বিশ্ববাজারে ব্যাপক চাহিদা বেড়েছে বাংলাদেশের তৈরি পোশাকের। ইপিবির সবশেষ তথ্য বলছে, গেল বছরের তুলনায় এই নভেম্বর পর্যন্ত পোশাক রপ্তানির সার্বিক প্রবৃদ্ধি সাড়ে ছয় শতাংশ। শুধু নভেম্বরেই প্রবৃদ্ধি ১৬ শতাংশের বেশি। আগামীতে রেকর্ড রপ্তানি আয়ের প্রত্যাশা রপ্তানিকারকদের। অস্থিরতার মাঝেও রপ্তানি আয়ের এ প্রবৃদ্ধি দেশের জন্য ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা।

দীর্ঘদিন ধরে দেশের শীর্ষ রপ্তানি খাতের নেতৃত্বে তৈরি পোশাক। ক্রেতাদের নানা শর্ত আর বিধিনিষেধ যেখানে সর্বদা ছায়ার মতো, সেই তৈরি পোশাক খাতে যেন পান থেকে চুন খসলেই উদ্বেগ বাড়ে ততো।

দেশ যখনই উত্তাল হয়, তখনই কমে তৈরি পোশাক রপ্তানি। তবে ভিন্নতা দেখা গেছে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময়। এসময় কমেনি বরং বেড়েছে তৈরি পোশাক রপ্তানি। তবে বড়দিন ও নতুন বছরে কী পরিমাণ পোশাক রপ্তানি হয়েছে সে তথ্য না পাওয়া গেলেও সার্বিকভাবে প্রবৃদ্ধি হয়েছে।

ইপিবি বলছে, গেল বছরের তুলনায় চলতি বছরের নভেম্বর পর্যন্ত পোশাক রপ্তানির সার্বিক প্রবৃদ্ধি প্রায় সাড়ে ছয় শতাংশ । অঙ্কে যা ২০৩ কোটি ডলারের বেশি। আর অর্থবছরের হিসাবে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে প্রবৃদ্ধি হয়েছে ১২ শতাংশের বেশি । আর মাসের হিসাবে গেল বছরের তুলনায় ২০২৪ সালের প্রতি মাসেই বেড়েছে পোশাক রপ্তানি।

রাজনৈতিক অস্থিরতা, শিল্পাঞ্চলে একের পর এক শ্রমিক বিক্ষোভ, এই খাতে উৎপাদন কমার মাঝেও রপ্তানি আয়ের এমন নজির কমই দেখা গেছে। তবে রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে সামগ্রিক স্থিতিশীলতা প্রয়োজন বলে মনে করেন ব্যবসায়ীরা।

রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবু বলেন, ‘যে বায়াররা আমাদের এখানে বছরের পর বছর কাজ করছে, চাইলেই রাতারাতি তারা অন্য কোথায় চলে যায় না এবং যেতে পারে না। কিন্তু রিপিটেডলি তারা আমাদের সতর্ক করেছে যে এই ধরনের যদি আনরুলি সিচুয়েশন বজায় থাকে তাহলে অন্য জায়গায় খুঁজবে।’

বিজিএমইএ সহায়ক কমিটির সদস্য মো. শিহাব উদ্দোজা চৌধুরী বলেন, ‘বাংলাদেশে কখন নির্বাচন হবে এবং নির্বাচন পূর্ববর্তী কোনো সহিংসতা আবার হয় কি না এবং এখানে অর্ডার প্লেস করার পর আমরা সঠিক সময়ে পণ্যগুলো অর্ডার শিপমেন্ট করতে পারবে কি না, সে ধরনের শঙ্কার মধ্যে বায়াররা আছে।’

মূলত তৈরি পোশাকের ক্রয়াদেশ চার থেকে পাঁচ মাস হাতে রেখেই দিয়ে থাকেন ক্রেতারা। সে হিসেবে আগামী বসন্ত ও গ্রীষ্মকালে ভালো ফরমায়েশ পেয়েছেন ব্যবসায়ীরা। তাই ভবিষ্যতের ক্রয়াদেশ নিয়েও আশাবাদী রপ্তানিকারকরা।

তৈরি পোশাকের সবচেয়ে বেশি ক্রয়াদেশ আসে শীত মৌসুমে। একই সময় খ্রিষ্ট সম্প্রদায়ের বড়দিন আর নতুন বছর ঘিরে, আদেশে বাড়তি মাত্রা যোগ করে। তবে এ বছর ৫ আগস্ট পরবর্তী শ্রমিক অসন্তোষ, রাজনৈতিক পট পরিবর্তনের ফলে ক্রয়াদেশ ঠিকঠাক থাকলেও মূলত বেগ পেতে হয়েছিল পণ্য শিপমেন্টে।

রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবু বলেন, ‘জুলাই বিপ্লবের সময় আমরা কিছুদিন কাজ করতে পারিনি। কিন্তু পরবর্তীকালে আমরা অতিরিক্ত কাজ করে বা এয়ারে হলেও আমরা শিপমেন্ট করতে পারছি। ক্রিসমাস বা নিউ ইয়ারে নট ন্যাসেসারি যে সবসময় ফ্যাসনের আইটেম বিক্রি হয়। এখানে কিছু বেসিক আইটেমও বিক্রি হয়। সেজন্য বায়ারের সেলফ যদি খালি হয়ে যায় তখন তারা আমাদের অর্ডার দিবে।’

বিজিএমইএ সহায়ক কমিটির সদস্য মো. শিহাব উদ্দোজা চৌধুরী বলেন, ‘গতবছরের আগের বছরের নভেম্বরের সাথে যদি এই বছরের নভেম্বরের তুলনা করা হয় তাহলে সেটা ১০ শতাংশ গ্রোথ। এক বিলিয়ন ডলারের মতো পণ্য আমরা সঠিক সময়ে রপ্তানি করতে পারিনি। এই পণ্যগুলো আমরা পরে ডিসকাউন্ট এবং এয়ারে করে বায়ারদের কাছে পৌঁছাতে বাধ্য হয়েছি।’

দেশে যতবড় রাজনৈতিক পরিবর্তন হয়েছে ততবড় বাণিজ্যিক সংকট তৈরি হয়নি বলে মনে করছেন অর্থনীতিবিদরা। পোশাক উৎপাদনের সক্ষমতায় বাংলাদেশ অন্য দেশের তুলনায় এগিয়ে থাকায় ক্রয়াদেশ আরও বৃদ্ধি পাবে বলে মনে করেন তারা।

অর্থনীতিবিদ ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘কেউ কেউ ভয় পেয়েছে যে, হয়তো আরও সশয় লাগবে ব্যবসা-বাণিজ্যে আস্থা ফিরে আসতে। কিন্তু অসম্ভব ভালোভাবে কিন্তু উন্নত হয়েছে। পৃথিবীর যেকোনো দেশের সঙ্গে আমাদের গার্মেন্টেসের দাম চিন্তা করলে ২০ থেকে ৩০ শতাংশ কম দামে আমাদের পণ্য বিক্রি হয়। কারণ যারা রপ্তানিকারক আছে তারা বলছেন যে, তারা দেখেছেন অর্ডারটা বেড়েছে। সামনের মাসগুলোতে আমরা দেখবো তৈরি পোশাকে রপ্তানি আরও বাড়বে।’

রপ্তানি আয়ের এ প্রবৃদ্ধি অব্যাহত রাখতে ক্রেতাদের আস্থা ফেরানোর পাশাপাশি দেশে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা।

First-ever ‘Made in Bangladesh Exhibition-2025’ in Brazil

The ‘Made in Bangladesh Exhibition-2025’ is going to be held in Brazil for the first time. The exhibition is being organized by the Brazil Bangladesh Chamber of Commerce and Industry (BBCCI) with the aim of promoting exportable products, diversifying markets, strengthening bilateral trade and facilitating networking in Latin America, especially in Brazil.

First-ever ‘Made in Bangladesh Exhibition-2025’ in Brazil
Figure: BBCCI speakers at a press conference organized by Hotel Ascot Palace in the capital’s Baridhara diplomatic area. Courtesy: Collected
The exhibition will be held in Sao Paulo, Brazil from June 15 to 18.

BBCCI made the announcement at a press conference held at Hotel Ascot Palace in the capital’s Baridhara Diplomatic Area on Wednesday (January 8).

BBCCI Vice President Md. Saiful Alam delivered the welcome address at the press conference. BBCCI Secretary General Md. Joynal Abdin delivered the keynote address. Haji Haris Bin Osman, Brunei Ambassador to Bangladesh; Md. Bashir Ahmed, former President of the British Bangladesh Chamber of Commerce and Industry; GM Chowdhury, President of the Dutch Bangla Chamber of Commerce and Industry, among others, were present at the event.

Brazilian Ambassador to Bangladesh Paulo Fernando Dias Feres stressed the immense potential for deepening trade relations between the two countries.

He said, “The ‘Made in Bangladesh Exhibition-2025’ is an important step in strengthening relations between Brazil and Bangladesh. This initiative is an important platform for businesses to showcase their excellence and build meaningful partnerships.”

He added, “I am sure that this event will further enhance mutual understanding and pave the way for greater economic cooperation in the future.”

BBCCI Vice President Md. Saiful Alam said, “This expo is fully in line with BBCCI’s vision of enhancing economic cooperation and opening new avenues for Bangladeshi entrepreneurs. It is a golden opportunity for our exporters to enter new markets and promote their businesses globally. If you are a leader in the garment industry, a pioneer in jute products, or a pioneer in the pharmaceutical industry, this event is your gateway to international growth.”

Joynal Abdin said, “With bilateral trade between Bangladesh and Brazil valued at $2.53 billion in 2022, the potential for significant growth is undeniable. This expo will provide a platform to explore synergies with Brazil’s sustainability goals, such as Bangladeshi jute and Brazilian industrial equipment supporting Bangladesh’s industrialization.”

The registration to participate in the exhibition can be done till January 31.

2025 starts with a great vibe for Textile and Apparel industry

The year 2024 was a critical one for the country’s garment industry. As the market starts to recover, there is a new ray of hope in the new year.

Energy and dollar crises, supply chain disruptions, workers’ demands for higher wages, political uncertainty, and lax law and order—all of these created an internal crisis for garment manufacturers in the past year.

However, Bangladesh’s garment exports to major markets like the European Union and the United States have rebounded. The country’s garment exports from July to November increased by 16.25 percent compared to the same period last year to $16.11 billion. According to industry insiders, garment exports will increase in the new year 2025. But we need to retain our current growth.

Donald Trump will be sworn in as President of the United States for the second time on January 20. As previously announced, the new tariffs he has announced on Chinese goods will hopefully create opportunities for Bangladesh.

Ads
Notably, Donald Trump has proposed a 60% tariff on goods from China, a 25% to 100% tariff on goods from Mexico, and a 10% to 20% tariff on all other goods.

Entrepreneurs believe that the new US president is business-friendly. He will be able to end the Russia-Ukraine war. As a result, Europe and the US will be able to come out of the inflation that they are suffering from. And as a result, Bangladesh’s two main markets will expand again. The country’s export income will increase.

To capitalize on this opportunity, Bangladesh must ensure reliable gas and electricity supplies. At the same time, it needs to address the challenges in the banking sector, and improve law and order to curb labor unrest and enhance factory safety. By achieving these goals, the country can expect a business-friendly environment and robust export growth by mid-2025.

We also need to adopt some policies, such as easing the bond license facility, introducing non-discriminatory import taxes, and reforming the tax policy of Customs and NBR.

At the same time, we need to find the scope of innovation, such as shifting from cotton items to non-cotton items; focusing on military, athleisure or technical textiles; and moving towards the chemical and machinery industries.




শীর্ষ পোশাক রপ্তানিকারক হওয়ার দৌড়ে ভারত

বৈশ্বিকভাবে তৈরি পোশাকের সরবরাহব্যবস্থা পুনরায় ঢেলে সাজাচ্ছে মার্কিন ও ইউরোপিয়ান ব্র্যান্ডগুলো। সরকার পরিবর্তন, শ্রমিক অসন্তোষ, কারখানা বন্ধ থাকা ইত্যাদি কারণে দফায় দফায় অস্থির হয়ে উঠছে বাংলাদেশের পোশাক খাত।

বাংলাদেশের এসব চ্যালেঞ্জ ভারতের জন্য বাড়তি সুবিধা তৈরি করেছে। এ ছাড়া চীনা পণ্যের ওপর অতিরিক্ত হারে শুল্ক বসানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।



ফলে যেসব অর্ডার চীনের পাওনা ছিল সেগুলোও ভারতে চলে যাচ্ছে।
এরই মধ্যে টেসকো (ব্রিটিশ), জেসি পেনি (মার্কিন), ডেকাথলন (ফরাসি), জিএপি (মার্কিন) ও ওয়ালমার্ট (মার্কিন) ভারতীয় পোশাক রপ্তানিকারকদের সঙ্গে যোগাযোগ করেছে। ফলে চলতি বছরের শুরুতেই ভারতের পোশাক রপ্তানির হার আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাজার দখলের এই সুযোগ কাজে লাগাতে ভারত সরকারকে সহায়তার হাত বাড়ানোর আহবান জানিয়েছেন দেশটির অ্যাপারেল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল বা এইপিসির সেক্রেটারি জেনারেল মিথিলেশ্বর ঠাকুর।

তিনি জানান, তৈরি পোশাক খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা সব ধরনের গার্মেন্টসের জন্য জরুরি ভিত্তিতে প্রডাকশন লিংকড ইনটেনসিভ বা পিএলআই ২.০ স্কিম চালু করার দাবি জানিয়েছেন। এ ছাড়া ছোট আকারের গার্মেন্টসশিল্পের জন্য বিনিয়োগের সীমা কমিয়ে আনা, টেকনোলজি আপগ্রেডেশন ফান্ড স্কিম বা টিইউএফএস পুনরায় চালুর আবেদন জানানো হয়েছে। সেই সঙ্গে রপ্তানিকারকদের জন্য সুদের হারের ওপর ভর্তুকি দেওয়ার স্কিম অব্যাহত রাখা এবং কাপড় ও মেশিনারি আমদানির প্রক্রিয়া আরো সহজ করার দাবি তোলা হয়েছে।
কতটা বেড়েছে ভারতের রপ্তানি?

কনফেডারেশন অব ইন্ডিয়ান টেক্সটাইলস ইন্ডাস্ট্রি বা সিআইটিআইয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের তুলনায় গত বছরের এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত ভারতের পোশাক (অ্যাপারেল) রপ্তানি ১১.৩৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯.৮৫ বিলিয়ন ডলার বা ৯৮৫ কোটি ডলার।

অন্যদিকে বস্ত্র (টেক্সটাইল) রপ্তানি ৩.৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩.৪৭ বিলিয়ন ডলার বা এক হাজার ৩৪৭ কোটি ডলার। একই সময়ে ভারত থেকে অন্য সব ধরনের পণ্যের রপ্তানি বেড়েছে মাত্র ২.১৭ শতাংশ। অর্থাৎ পোশাক ও বস্ত্র থেকে ভারতের রপ্তানি আয় বেশি হয়েছে।
মিথিলেশ্বর ঠাকুর বলেন, শিগগিরই কিছু অর্ডার চূড়ান্ত হতে পারে। ফলে উৎপাদনক্ষমতা বাড়াতে ত্বরিত পদক্ষেপ নেওয়া জরুরি।



উৎপাদনের সময়কাল কমিয়ে আনতে তৎপর হতে হবে। রপ্তানি বাজারে প্রতিদ্বন্দ্বিতা করতে দক্ষতাও বজায় রাখতে হবে। মিথিলেশ্বর ঠাকুর আরো বলেন, খরচ কম হওয়ায় বিদেশি কম্পানিগুলো বাংলাদেশ থেকেই তৈরি পোশাক নিত। মজুরির হার কম হওয়া এবং ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট বা এফটিএ চুক্তির আওতায় তাদের খরচ কম পড়ত। ২০২৩ সালেও শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল দ্বিতীয়। তালিকার প্রথম ছিল চীন। একই বছর তৈরি পোশাক রপ্তানিকারক দেশগুলোর তালিকায় ভারতের অবস্থান ছিল ষষ্ঠ। ভারতের পোশাক রপ্তানির পরিমাণ ছিল বাংলাদেশের রপ্তানির প্রায় এক-তৃতীয়াংশ।
এখন পরিস্থিতি পাল্টে গেছে জানিয়ে তিনি বলেন, ইউরোপীয় অনেক নামি-দামি ব্র্যান্ড এখন বাংলাদেশের কম্পানিগুলোর সঙ্গে চুক্তি করতে রাজি নয়। শুধু রাজনৈতিক অস্থিরতা নয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের কারণে কাপড় আমদানি করতেও বাধার সম্মুখীন হচ্ছে বাংলাদেশ। ফলে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া নিয়ে ইউরোপীয় ব্র্যান্ডগুলো উদ্বেগে রয়েছে। অন্যদিকে ভারত এখন অবকাঠামোগত উন্নয়ন, উৎপাদন সক্ষমতা বাড়ানো এবং প্রযুক্তিগত উন্নয়নে মনোযোগী হয়েছে। ফলে ইউরোপীয় কম্পানিগুলো থেকে বিনিয়োগ টানার ক্ষেত্রে ভারত শক্ত অবস্থানে আছে। সূত্র : দ্য হিন্দু

RMG BANGLADESH NEWS