Home বাংলা নিউজ অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী

অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী

জেফ বেজস

বিশ্বখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন প্রচুর আয় এবং শেয়ারের দাম বাড়ায় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জেফ বেজস বিশ্বের তৃতীয় শীর্ষ ধনীতে পরিণত হয়েছেন। শুক্রবার ব্যবসায় বিষয়ক সাময়িকী ফোর্বসের বরাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, বেজস অ্যামাজনের ১৮ ভাগ শেয়ারের মালিক। বৃহস্পতিবার এই শেয়ারের মূল্য ২ ভাগ বৃদ্ধি পায়।এর ফলে তিনি তৃতীয় শীর্ষ ধনীতে পরিণত হন।

ফোর্বসের হিসাবে তৃতীয় শীর্ষ ধনী জেফ বেজসের সম্পদের পরিমাণ ৬৫ দশমিক ৩ বিলিয়ন ডলার।অন্যদিকে বিশ্বের এক নম্বর শীর্ষ ধনী মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ৭৮ বিলিয়ন ডলার এবং জারার প্রতিষ্ঠাতা অ্যামানিকো ওরতেগা ৭৩ দশমিক ১ বিলিয়ন ডলার সম্পদের মালিক। বিবিসি জানিয়েছে, অ্যামাজনের আয় বৃদ্ধি বিশ্লেষকদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। গত বছরের তুলনায় এ বছরের প্রথমার্ধেই ৩১ ভাগ বেশি আয় করেছে প্রতিষ্ঠানটি। তারা এ সময়ে আটশ’ ৫৭ মিলিয়ন ডলার আয় করেছে, যা গত বছরের চেয়ে ৯২ মিলিয়ন ডলার বেশি।