Home বাংলা নিউজ বাংলাদেশে তুলার বাজার বাড়াতে চায় যুক্তরাষ্ট্র: কটন কাউন্সিল প্রতিনিধি দল

বাংলাদেশে তুলার বাজার বাড়াতে চায় যুক্তরাষ্ট্র: কটন কাউন্সিল প্রতিনিধি দল

cotton

গুলশানে হলি আর্টিসান রেস্তোরাঁ ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় সম্প্রতি জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সফরের বিষয়ে বিভিন্ন দেশের সতর্কতার মধ্যেই যুক্তরাষ্ট্রের কটন ইউএসএ ও ন্যাশনাল কটন কাউন্সিল অব ইউএসএর একটি প্রতিনিধি দল ঢাকা সফর করেছে। গত সোমবার রাজধানীর লা-মেরিডিয়ান হোটেল আয়োজিত ‘যুক্তরাষ্ট্র ও বিশ্ব তুলা বাজার পরিস্থিতি’ শীর্ষক সেমিনারে অংশ নেয় দলটি। এ উপলক্ষে আয়োজিত একটি ফ্যাশন শোতেও উপস্থিত ছিলেন তারা। সেমিনারে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের বিটিএমএ সভাপতি তপন চৌধুরী, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমানসহ বস্ত্র ও পোশাক শিল্পের মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কটন কাউন্সিল ইন্টারন্যাশনালের (সিসিআই) সভাপতি কেইথ লুকাস। এ দলে রয়েছেন সুপিমার প্রধান নির্বাহী মার্ক কেইথ লিউকোয়িটজ এবং কটন কাউন্সিল ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ব্রুস অ্যাথারলি। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের তুলার বাজার বাড়ানোর উদ্দেশে ঢাকা সফর করছেন তারা। বিশ্বের দ্বিতীয় প্রধান তুলা আমদানিকারক বাংলাদেশ বছরে ৬১ লাখ বেল তুলা আমদানি করে। এর মধ্যে ৩০ লাখ বেল আসে ভারত থেকে। বাকি তুলা আসে পাকিস্তান, উজবেকিস্তান, অস্ট্রেলিয়া, আফ্রিকা ও যুক্তরাষ্ট্র থেকে। সেমিনারে সিসিআই সভাপতি বলেন, সাম্প্রতিক জঙ্গি হামলা নিয়ে তারা উদ্বিগ্ন হলেও তারা ঢাকা সফর অব্যাহত রেখেছেন। তিনি বলেন, ওই দুই হামলার ঘটনায় বাংলাদেশের জনগণের মতো তারাও ব্যথিত। তিনি বলেন, এ ঘটনা পুরো বিশ্বকে ভারাক্রান্ত করেছে।