Home বাংলা নিউজ জিএসপি পেতে বাংলাদেশকে সাহায্য করবে যুক্তরাষ্ট্র

জিএসপি পেতে বাংলাদেশকে সাহায্য করবে যুক্তরাষ্ট্র

GSP

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের অবাধ বাজারসুবিধা বা জিএসপি ফিরে পেতে দেশটি সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট রোববার পৃথক টুইটবার্তায় এ আশ্বাস দেন। প্রথম টুইটে তিনি লেখেন, বাংলাদেশের জিএসপি ফিরে পাওয়া নির্ভর করবে তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রমিক অধিকারের মানদণ্ড অনুযায়ী তৈরি পোশাক কারখানার শ্রমিকদের কাজের পরিবেশ উন্নয়নে কতটা জোরাল পদক্ষেপ নিচ্ছে।

 

এরপরই আরেক টুইটে বার্নিকাট লেখেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাক খাতে সাহায্যের বিষয়ে অঙ্গীকারাবদ্ধ। বাংলাদেশ সরকার এটি (জিএসপি) অর্জনে সক্ষম হবে। উল্লেখ্য, ২০১৩ সালে তৈরি পোশাক কারখানার কাজের পরিবেশ ও শ্রমিকের স্বার্থ সুরক্ষা নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র জিএসপি স্থগিত করে। এরপর শর্তসাপেক্ষে জিএসপি ফিরিয়ে দেয়ার আশ্বাস দেয় দেশটি। বাংলাদেশও শর্ত পূরণ করে। কিন্তু তাতে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট হতে পারেনি বলে জানায়।ফলে এখনও জিএসপির বিষয়টি ঝুলে রয়েছে।