Home বাংলা নিউজ বছরে অর্জিত ছুটির টাকার দাবিতে কুড়িলে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বছরে অর্জিত ছুটির টাকার দাবিতে কুড়িলে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

রাজধানীর ভাটারার কুড়িলে বিক্ষোভ করছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। বছরের অর্জিত ছুটির বিনিময়ে প্রাপ্ত টাকার দাবিতে গতকাল বেলা দেড়টার দিকে ইউরো জোন ফ্যাশনসের কয়েকশ কর্মী সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। পরে কর্তৃপক্ষের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয় এবং কাজে যোগ দেয়। সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করায় ওই সড়কসহ আশপাশের সড়কে সৃষ্টি হয় যানজটের। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে শ্রমিকদের সেখান থেকে সরিয়ে কারখানার মাঠে নিয়ে যায়। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।  বিক্ষোভকারী শ্রমিক মৌসুমী বলেন, আমাদের বছরে ১৮ দিনের ছুটির টাকা এক মাসের বেতনের অর্ধেকের চেয়েও বেশি। অধিকাংশ গার্মেন্টেসে এ টাকা পরিশোধ করা হলেও আমাদের কারখানায় তা দেওয়া হচ্ছে না। এ বিষয়ে কথা হলেও কর্তৃপক্ষ বারবার সময় দিয়েও পিছিয়েছে। এ কারণে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তারা। তিনি আরও বলেন, গতকাল ওই টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু কর্তৃপক্ষ সাড়া দেয়নি। এ কারণে বিক্ষোভে বাধ্য হয়েছেন।