গার্মেন্টস পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার ক্রেতা দেশের কূটনীতিকদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, নিজ দেশের সরকার ও ব্র্যান্ডদের প্রতি এই বার্তা পৌঁছে দেন যে, বাংলাদেশ শ্রমিকের নিরাপত্তা নিশ্চিতসহ বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। যাতে প্রতিযোগিতামূলক বাজারের কথা বলে পোশাকের দর কম না দেয়। পোশাকের ন্যায্য মুল্য পেতে নিজ নিজ দেশের সরকার ও ব্র্যন্ডদের সঙ্গে আলোচনা করুন, যাতে আমরাও শ্রমিকের মজুরি সম্মানজনকভাবে বাড়াতে পারি। গতকাল মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেল এক অনুষ্ঠানে তিনি বিভিন্ন দেশের কূটনীতিকদের উদ্দেশ্যে এ কথা বলেন। এ সময় কানাডিয়ান হাইকমিশনার, নেদারল্যান্ড ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূত ছাড়াও আন্তর্জাতিক শ্রম সংস্থাসহ (আইএলও) বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তাতারা উপস্থিত ছিলেন। শ্রম প্রতিমন্ত্রী বলেন, গার্মেন্টস শ্রমিকের মজুরি যৌক্তিক হারে বাড়ানো দরকার। আমরা মজুরি বাড়াতে চাই। আন্তর্জাতিক অঙ্গন থেকেও বলা হচ্ছে। কিন্তু প্রতিযোগিতামূলক বাজারের কথা বলে দর কম দেওয়া হচ্ছে। আপনারা আপনাদের সরকার ও ব্র্যন্ডদের কাছে বলেন, যাতে পোশাকের ন্যায্য মূল্য দেয়।
দেশের শ্রম পরিদর্শন ব্যবস্থা ডিজিটাল করার লক্ষ্যে একটি কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। লেবার ইন্সপেকশন ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন (লিমা) শীর্ষক ওই কার্যক্রমটি বাস্তবায়ন করবে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই)। এর মাধ্যমে কারখানার তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থা আধুনিকায়নের পাশাপাশি ডিজিটালাইজড হবে। এ কার্যক্রমে সহযোগিতা করছে কানাডা, নেদারল্যান্ড ও যুক্তরাজ্য। এ সময় অন্যদের মধ্যে ডিআইএফই’র ঊর্দ্ধতন কর্মকর্তা ছাড়াও বাংলাদেশে আইএলও’র দায়িত্বপ্রাপ্ত স্নেহাল সোনেজি বক্তব্য দেন।