Home Bangla Recent পণ্য রফতানিতে উৎসে কর এখন শূন্য দশমিক ৬০ শতাংশ

পণ্য রফতানিতে উৎসে কর এখন শূন্য দশমিক ৬০ শতাংশ

পণ্যের রফতানি মূল্যের ওপর থেকে উৎসে কর কাটার হার কমিয়েছে সরকার। চলতি ২০১৮-১৯ অর্থবছর থেকে শূন্য দশমিক ১ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৬০ শতাংশ করা হয়েছে। গত বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।

তৈরি পোশাক খাতেও ছাড় দিয়ে আলাদা আরেকটি গেজেটে প্রকাশ করা হয়েছে। এই খাতে রফতানি আয়ের ওপর আয়কর হার সর্বোচ্চ ১২ শতাংশ চলতি অর্থবছরেও বহাল রাখা হয়েছে। কোন কারখানার আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘গ্রিন বিল্ডিং সার্টিফিকেট’ থাকলে এ হার ১০ শতাংশ রাখা হয়েছে।

গত অর্থবছরে পাটজাত পণ্য ছাড়া সব পণ্য রফতানির ক্ষেত্রে উৎসে কর কর্তনের হার কমিয়ে শূন্য দশমিক ৭০ শতাংশ করা হয়। এ নিয়ে একটি গেজেটও জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সে গেজেটের মেয়াদ গত জুন মাসে শেষ হয়েছে। পরে ব্যবসায়ীদের দাবির মুখে এই উৎসে কর হার শূন্য দশমিক ৬০ করার সিদ্ধান্ত নেয়া হয়। সেই হার পরিবর্তন করেই নতুন গেজেট প্রকাশ করল অর্থমন্ত্রণালয়। পাটজাত পণ্য বাদে সব পণ্যের এ হার প্রযোজ্য হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here