Home Apparel তৈরি পোশাক খাতের ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অতিরিক্ত সুবিধা

তৈরি পোশাক খাতের ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অতিরিক্ত সুবিধা

রফতানিমুখী তৈরি পোশাক খাতের (নিট, ওভেন ও সোয়েটার) অন্তর্ভুক্ত সকল ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অতিরিক্ত সুবিধা দেয়া হবে। তবে বস্ত্র উৎপাদনকারী ও সুতা উৎপাদনকারীর মধ্যে এই সুবিধা পাবে যে কোন একপক্ষ।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে প্রকাশিত এক সার্কুলারে এই তথ্য জানা যায়।

সার্কুলারে বলা হয়, ক্ষুদ্র ও মাঝারি হোম টেক্সটাইল ও টেরিটাওয়েলসহ রফতানিমুখী তৈরি পোশাক খাতের (নিট, ওভেন ও সোয়েটার) অন্তর্ভুক্ত সকল ক্ষুদ্র ও মাঝারি উৎপাদনকারী রফতানিকারক প্রতিষ্ঠানগুলোর অনুকূলে অতিরিক্ত নগদ সহায়তা সুবিধা পাওয়ার বিষয়ে আগে থেকেই নির্দেশনা রয়েছে।

সরকারী সিদ্ধান্ত অনুযায়ী, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অতিরিক্ত সুবিধা পূর্বের মতোই তৈরি পোশাক বা বস্ত্রজাত সামগ্রী উৎপাদনকারী-রফতানিকারক, বস্ত্র উৎপাদনকারী ও সুতা উৎপাদনকারীর মধ্যে যে কোন একপক্ষকে এই সুবিধা দেয়া হবে। তবে এক্ষেত্রে অভ্যন্তরীণ ব্যাক টু ব্যাক ঋণপত্রে (এলসি) প্রাপকপক্ষের নাম ও ঠিকানা সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকা সাপেক্ষে বিকল্প নগদ সহায়তা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অতিরিক্ত সুবিধার প্রাপকপক্ষ ভিন্ন হতে পারবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here