Home Apparel বন্ধের আওতামুক্ত থাকবে যেসব শিল্প কারখানা

বন্ধের আওতামুক্ত থাকবে যেসব শিল্প কারখানা

কারখানা বন্ধের বিষয়ে পোশাক শিল্প মালিকদের সংগঠন ইতিমধ্যে তাদের সদস্যভুক্ত কারখানাগুলোকে নির্দেশনা দিয়েছে। তবে এ নিয়ে কিছুটা বিভ্রান্তির পরিপ্রেক্ষিতে শুক্রবার শ্রম মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই) একটি আলাদা নির্দেশনা দিয়েছে।

এতে বলা হয়, যেসব গার্মেন্টস কারখানায় রফতানি আদেশের কাজ চলমান রয়েছে, সেগুলো বন্ধের বিষয়ে সরকার কোন নির্দেশনা দেয়নি। এছাড়া বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে ডাক্তারদের জন্য ব্যক্তিগত নিরাপত্তা সমাগ্রী বা পিপিই তৈরি করছে কিংবা মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার, ওষুধ উৎপাদন করছে – সেসব কারখানা বন্ধের আওতামুক্ত থাকবে।  তবে এক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর এবং আইইডিসিআর (রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট) কর্তৃক জারিকৃত স্বাস্থ্য নিরাপত্তা নির্দেশিকা কঠোরভাবে প্রতিপালন করতে হবে। এতে বলা হয়, সম্প্রতি প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণে শিল্প খাতের শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here