Home বাংলা নিউজ ৬৬ পোশাক শ্রমিকের মৃত্যুতে সরকারের ১ কোটি ৩২ লাখ টাকা সহায়তা

৬৬ পোশাক শ্রমিকের মৃত্যুতে সরকারের ১ কোটি ৩২ লাখ টাকা সহায়তা

তৈরি পোশাক শিল্পের ৬৬ জন শ্রমিকের মৃত্যুতে সহায়তা হিসেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিল থেকে দেশের তৈরি পোশাক প্রস্ততকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) কে সহায়তা বাবদ এক কোটি ৩২ লাখ টাকা দেওয়া হয়েছে। আজ বুধবার শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান সচিবালয়ে বিজিএমইএ’র সচিব কমডোর (অব.) মোহাম্মদ আবদুর রাজ্জাক এর হাতে সহায়তার চেক হস্তান্তর করেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এ ছাড়া, প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কল্যাণে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে এক কোটি ৯৩ লাখ টাকা জমা দিয়েছে ম্যারিকো বাংলাদেশ লি. ও এস আলম গ্রুপের প্রতিষ্ঠান কোল্ড রোল্ড স্টিল। ম্যারিকো বাংলাদেশের পরিচালক (লিগ্যাল এন্ড কর্পোরেট এফেয়ার্স) ক্রিস্টাবেল র‌্যানডলফ তাদের গত এক বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ এক কোটি ৮৮ লাখ ৪৪১ টাকা এবং এস আলম গ্রুপের প্রতিষ্ঠান কোল্ড রোল্ড স্টিল লি. লভ্যাংশের চার লাখ ৫৯ হাজার ৩৩৩ টাকার চেক শ্রম প্রতিমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। চেক হস্তান্তর অনুষ্ঠানে শ্রম মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম বাংলাদেশ, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দিনসহ মন্ত্রণালয় এবং ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here