Home বাংলা নিউজ যুক্তরাষ্ট্রের পোশাকের বাজারে শক্ত অবস্থান ভিয়েতনামের

যুক্তরাষ্ট্রের পোশাকের বাজারে শক্ত অবস্থান ভিয়েতনামের

কয়েক বছর ধরে চলা দ্বিপাক্ষিক বাণিজ্য যুদ্ধের মধ্যেও যুক্তরাষ্ট্রের আমদানি করা মোট তৈরি পোশাকের প্রায় ৩০ শতাংশই আসে চীন থেকে। এরপর সাড়ে ১৪ শতাংশের যোগান দিয়ে দেশটিতে তৈরি পোশাক সরবরাহে ২য় অবস্থানে রয়েছে ভিয়েতনাম। তবে, যুক্তরাষ্ট্রে চীনা পোশাক যেভাবে বাজার হারাচ্ছে সে তুলনায় অনেকটাই শক্ত অবস্থান ধরে রেখেছে ভিয়েতনাম।  চলতি মাসে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা) প্রকাশিত পরিসংখ্যান থেকে দেশটিতে তৈরি পোশাক রপ্তানির এমন চিত্র দেখা যায়। ওই পরিসংখ্যানে দেখা যায়, মার্কিন যুক্তরাষ্ট্র চলতি বছরের প্রথম ৭ মাসে মোট ৪৬৭৮ কোটি ৪৯ লাখ ডলারের তৈরি পোশাক আমদানি করেছে। এই আমদানি পরিমাণ অবশ্য গেল বছরের একই সময়ের তুলনায় ২৭.৮৫ শতাংশ কম। তবে, গেল জুলাই পর্যন্ত এক বছরের হিসাবে দেশটিতে পোশাক আমদানি কমার হার এর তুলনায় অনেকটাই কম। বছর ব্যবধানে দেশটিতে তৈরি পোশাক আমদানি কমেছে ১৮.২৯ শতাংশ। অটেক্সার হিসাবে দেখা যায়, চলতি বছরের প্রথম ৭ মাসে দেশটিতে চীনা পোশাকের আমদানি হয়েছে ১২১৩ কোটি ৩০ লাখ ডলারের যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪২.৮০ শতাংশ কম। একই সময়ে ভিয়েতনামের পোশাক আমদানি কমেছে ১১.১৩ শতাংশ। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ভিয়েতনাম থেকে যুক্তরাষ্ট্রে গেছে ৭৪০ কোটি ৭৬ লাখ ডলারের পোশাক। আর গেল জুলাই পর্যন্ত বছর ব্যবধানে যুক্তরাষ্ট্রের বাজারে যেখানে চীনা পোশাকের রপ্তানি কমেছে ৩২.১৯ শতাংশ সেখানে ভিয়েতনামের পোশাক রপ্তানি কমেছে মাত্র ৩ শতাংশ (২.৯৬)। যুক্তরাষ্ট্রের আমদানি পোশাকের সাড়ে ১৪ শতাংশ দখলে ভিয়েতনামের। এসময়ে, বাংলাদেশ ও ভারতের তৈরি পোশাকেরও বড় ধরনের চাহিদা কমেছে মার্কিন বাজারে। পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম ৭ মাসে যুক্তরাষ্ট্রে ভারতের তৈরি পোশাকের রপ্তানি কমেছে ২৭.৭০ শতাংশ আর বাংলাদেশের কমেছে ১৮.৭৩ শতাংশ। এসময়ে, ভারত থেকে ৩৫৬ কোটি ৪ লাখ ডলারের আর বাংলাদেশ থেকে যু্ক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে ৩০০ কোটি ৭৩ লাখ ডলারের তৈরি পোশাক। গেল জুলাই পর্যন্ত বছর ব্যবধানে মার্কিন বাজারে ভারতের তৈরি পোশাক রপ্তানি কমেছে ১৬.৭০ শতাংশ আর বাংলাদেশের কমেছে প্রায় ৯ শতাংশ (৮.৯২)। মার্কিন তৈরি পোশাক আমদানির ৭.১৮ শতাংশের যোগান দেয় ভারত আর বাংলাদেশ দেয় ৫.৮৩ শতাংশ। যুক্তরাষ্ট্রের আমদানি করা তৈরি করা পোশাকের বাজার দখলে ৫ম স্থানে রয়েছে ইন্দোনেশিয়া। দেশটির দখলে রয়েছে ৪.৫১ শতাংশ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here