Home বাংলা নিউজ পোশাক রপ্তানি বাড়াবে ‘ইনক্লুসিভ বিজনেস’

পোশাক রপ্তানি বাড়াবে ‘ইনক্লুসিভ বিজনেস’

তৈরি পোশাক খাতে ইনক্লুসিভ বিজনেস বা অন্তর্ভুক্তিমূলক ব্যবসা এ খাতে শ্রমিকের উৎপাদনশীলতা এবং রপ্তানি বাড়াবে। এ বিষয়ে কমিশন গঠন করার কথা চিন্তা করছে সরকার। এ কমিশনে সরকার, বিদেশি ব্র্যান্ড, শিল্পকারখানার মালিক ও শ্রমিক প্রতিনিধিত্ব রাখা হবে। ইনক্লুসিভ বিজনেস মডেলের ওপর আন্তর্জাতিক সম্মেলনে এ বিষয়ে আলোচনা হয়েছে। রাজধানীর হোটেল লা মেরিডিয়েনে গতকাল বৃহস্পতিবার দুই দিনের সম্মেলন শেষ হয়। গত বুধবার সম্মেলন উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। সম্মেলনে পোশাক খাতের কয়েকটি ব্র্যান্ডের প্রতিনিধি, উদ্যোক্তাসহ বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নেদারল্যান্ডস দূতাবাস, ঢাকায় নেদারল্যান্ডসের উন্নয়ন সংস্থা এসএনভি ও ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিবিসিসিআই) যৌথভাবে সম্মেলনের আয়োজন করে। দুই দিনে মোট চারটি অধিবেশনে ইনক্লুসিভ বিজনেসের গুরুত্ব তুলে ধরনের বক্তারা। সমাপনী দিনে গতকাল শ্রম ও কর্মসংস্থান সচিব কে এম আব্দুস সালাম বলেন, পোশাক খাতে উৎপাদনশীলতা এবং শ্রমিকের জীবনমান উন্নয়নে একটি ইনক্লুসিভ বিজনেস কমিশন গঠন করার কথা চিন্তা করা হচ্ছে। এ উদ্যোগের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শন মানবিক মূল্যবোধের পাশাপাশি উৎপাদনশীলতা বাড়বে। পোশাক খাতের সঙ্গে সম্পর্কিত সব পক্ষই থাকবে এ কমিশনে। ফ্রান্সভিত্তিক ব্র্যান্ড প্রতিষ্ঠান ওসানের প্রতিনিধি সাইফুল আলম মল্লিক বলেন, ইনক্লুসিভ বিজনেস চালু থাকা কারখানা থেকে তারা ইতিবাচক অভিজ্ঞতা পেয়েছেন। এতে তারা কিছু বিনিয়োগ করেছেন। অন্য ক্রেতা এবং ব্র্যান্ডদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বিজিএমইএ হেলথ সেন্টার্স কমিটির চেয়ারম্যান হানিফুর রহমান বলেন, সব কারখানায় ইনক্লুসিভ বিজনেস মডেল চালু হলে বছরে রপ্তানি বাড়বে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার। এসএনভির আরএমজি ইনক্লুসিভ বিজনেস কর্মসূচির উপদেষ্টা জামাল উদ্দিন বলেন, ইনক্লুসিভ বিজনেস মডেলের কারখানায় শ্রমিকের অনুপস্থিতির হার কমেছে। এতে উৎপাদন বেড়েছে। শ্রমিক মালিক সব পক্ষই উপকৃত হচ্ছেন। ইনক্লুসিভ বিজনেস কর্মসূচির টিম লিডার ফার্থিবা রাহাত খান বলেন, সাফল্যের ধারাবাহিকতায় আরও কারখানায় পাইলটিংয়ের পরিকল্পনা আছে তাদের। তবে পাইলটিং থেকে টেকসইয়ের দিকে যাওয়ার সময় এসেছে এখন। সম্মেলনে আরও বক্তব্য দেন ঢাকায় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভারওয়েজ, এনএনভির কান্ট্রি ডিরেক্টর অ্যালার্ট ভ্যান, ডিবিসিসিআইয়ের সভাপতি আনোয়ার শওকত আফসার, বাংলাদেশ ব্যাংকের টেকসই অর্থায়ন বিভাগের জিএম খন্দকার মোরশেদ মিল্লাত, ব্র্যাকের পরিচালক ড. আকরামুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হেলথ ইকোনমিক্সের অধ্যাপক সায়েদ আবদুল হামিদ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here