Home বাংলা নিউজ রপ্তানি বাড়াতে সিনথেটিক পোশাকেও গুরুত্ব দিতে হবে

রপ্তানি বাড়াতে সিনথেটিক পোশাকেও গুরুত্ব দিতে হবে

বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি রপ্তানি করা হয় পোশাক বা গার্মেন্ট পণ্য। দেশের রপ্তানি আয় এবং কর্মসংস্থানে বহু বছর ধরে সব খাতের থেকে এগিয়ে আছে পোশাক শিল্প খাত। কিন্তু আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী পণ্য বৈচিত্র্য বাড়েনি এই খাতের। পোশাক রপ্তানির বাজারে বাংলাদেশ বর্তমানে দ্বিতীয়। সস্তা আর সুতি কাপড়ের পোশাক রপ্তানি করেই এই স্থান ধরে রেখেছে বাংলাদেশ। তবে বাজারে দ্রুত চাহিদা বাড়তে থাকা সিনথেটিক বা কৃত্রিম সুতার পোশাকে পিছিয়ে দেশীয় উদ্যোক্তারা। কিন্তু টেকসই ও ফ্যাশনেবল হিসেবে বিশ্ববাজারে বাড়ছে সিনথেটিক ও পলিয়েস্টারের মতো কৃত্রিম সুতার পোশাকের চাহিদা। তথ্য বলছে, গত দশ বছরে তুলার সুতার চাহিদা কমেছে। ফাইবার টু ফ্যাশন ম্যাগাজিনের তথ্য বলছে, গত দশ বছরে ননকটন বা সিনথেটিক সুতার চাহিদা ৭০ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৭২ দশমিক ৩ শতাংশ। যার বিপরীতে কমেছে তুলা থেকে তৈরি সুতার চাহিদা। এদিকে, কৃত্রিম সুতার পোশাকের বিশ্ববাজারের আকার প্রায় ১৫ হাজার কোটি ডলারের। যেখানে বাংলাদেশের দখল মাত্র ২ শতাংশের মত। বিদায়ী বছরে বাংলাদেশ থেকে এ ধরনের পোশাক রপ্তানি হয়েছে প্রায় ৩০০ কোটি টাকার। যদিও সামগ্রিকভাবে পোশাকে বাংলাদেশ ৬ দশমিক ৮ শতাংশ শেয়ার নিয়ে বিশ্বে দ্বিতীয়। উদ্যোক্তারা বলছেন, উচ্চ মূল্যের পোশাক রপ্তানি বাড়াতে নিতে হবে সমন্বিত পদক্ষেপ।একটা সুতি টি শার্টের চেয়ে তিনগুণ দামে সিনথেটিক কাপড়ের টি শার্ট বিক্রি করা যায় জানিয়ে বিজিএমইএর সাবেক সহসভাপতি শহীদুল্লাহ আজিম বলেন, এই পোশাক তৈরিতে একই সময় লাগে। তবে এ ধরনের কারখানা স্থাপনে সাধারণ পোশাক কারখানার কয়েকগুণ বেশি বিনিয়োগ দরকার হয়। উন্নত প্রযুক্তির মেশিনারিজ আমদানির বিষয় আছে। এসব ক্ষেত্রে সরকারের বিশেষ নীতি সহায়তা লাগবে। বিশেষ তহবিল থেকে স্বল্প সুদে এসব শিল্পে ঋণ দিলে উদ্যোক্তারা এগিয়ে আসবে। এখন ধরা হচ্ছে ৯ শতাংশে ঋণ দেয়া হচ্ছে । কিন্তু বাস্তব চিত্র হলো, অনেক হিডেন কস্ট (যা সরাসরি উল্লেখ থাকে না) আছে যেগুলো মিলে সুদের হার ১২ শতাংশ ছাড়ায়। এ সুদের প্রতিযোগী দেশের সাথে পেরে ওঠা কঠিন। কেননা চীন, ভিয়েতনাম, শ্রীলংকায় সুদের হার অনেক কম। দেশের  নিট পোশাকের প্রায় ৮৫ শতাংশ এবং ওভেন পোশাকের ৩৫ শতাংশ সুতা ও কাপড় স্থানীয় কারখানাগুলো সরবরাহ করলেও উৎপাদিত সুতা ও কাপড়ের মাত্র ১৫ থেকে ২০ শতাংশ সিনথেটিক বা কৃত্রিম। এদিকে, পোশাক রপ্তানি বাড়াতে স্থানীয় কাঁচামাল ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির চ্যালেঞ্জকে তুলে ধরছেন অর্থনীতিবিদরা। সিপিডির গবেষণা পরিচালক ড. খোন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বাজেটে কর অব্যাহতি দেওয়া হয়েছে সিনথেটিক ও বিশেষায়িত পোশাকে। নগদ প্রণোদনা দেওয়া হচ্ছে পোশাক শিল্পে। তবে এর বাইরে যদি উদ্যোক্তাদের দাবি থাকে, তাহলে আমি বলবো বর্তমান প্রণোদনা কাঠামো উদ্যোক্তাদের নতুন বিনিয়োগ উৎসাহিত করা জন্য যথেষ্ট নয়। যেহেতু আমরা চাই উচ্চমূল্যের সিনথেটিক পোশাকে সক্ষমতা বাড়ুক। সেহেতু এই প্রণোদনা সবাইকে না দিয়ে সেই টাকায় বিশেষায়িত পোশাক কারখানার জন্য ২ শতাংশ নগদ প্রণোদনা দেওয়া যায়। এছাড়া আরেকটা বিষয় হলো, এদেশের উদ্যোক্তারা যেকোন উদ্যোগ নেয়ার ক্ষেত্রে দেখতে চান কেউ সেখানে ভালো করছে কিনা। তারা ঝুঁকি নিতে ভয় পান অনেক সময়। তাই সিনথেটিক পোশাকের ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ আনার চেষ্টা করা যেতে পারে। নমস্কার। সিপিডির গবেষণা পরিচালক ড. খোন্দকার গোলাম মোয়াজ্জেম আরো বলেন, চীন, জাপানসহ কয়েকটি দেশের বিনিয়োগকারীদের জন্য যেসব ইকোনমিক জোন বা অর্থনৈতিক অঞ্চল করা হচ্ছে সেখানে তাদের এ ধরনের শিল্পে উৎসাহিত করা যায়। যখন দেশের উদ্যোক্তারা দেখবে বিদেশিরা এখানে ভালো করছে, তখন তারাও আরো উৎসাহ নিয়ে এগিয়ে আসবে। তারা আসলে রোল মডেল চায় যেকোনো খাতে। সিপিডির এই গবেষণা পরিচালকের মতে, উন্নয়নশীল দেশ হিসেবে শুল্ক সুবিধা হারালে বিশ্ববাজারে যে বাড়তি প্রতিযোগিতায় পড়বে বাংলাদেশের পোশাক খাত, তা মোকাবেলায় উচ্চমূল্য সংযোজন করা যায় এমন পোশাক উৎপাদনে গুরুত্ব দিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here