পোশাক খাতের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় মেন মেড ফাইবার বা নন-কটন পণ্য রপ্তানিতে জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ ছাড়া নতুন নতুন পণ্য উদ্ভাবন এবং উৎপাদনে প্রযুক্তি দক্ষতাও বাড়াতে হবে।
গতকাল মঙ্গলবার তিন দিনের তৈরি পোশাক খাতের বৈশ্বিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ‘স্টিচ ফর আরএমজি গ্লোবাল ইনোভেশন’ শীর্ষক ভার্চুয়াল এই সম্মেলন যৌথভাবে আয়োজন করছে বেসরকারি সংস্থা ব্র্যাক এবং সুইডিশ ফ্যাশন ব্র্যান্ড এইচঅ্যান্ডএম ফাউন্ডেশন। অনুষ্ঠানে বক্তব্যে দেন তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, বেসরকারি গবেষণা প্রতিসমান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। সম্মেলনের প্রথম দিনে বক্তারা বলেন, ‘বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে নন-কটন পণ্যের রপ্তানি বাড়াতে হবে। কেননা বিশ্বব্যাপী নন-কটন পণ্যের বাজার বাড়ছে। প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের এ খাতে অংশগ্রহণ অনেক কম। এ খাতে প্রণোদনা দেওয়া গেলে দেশের পোশাকশিল্পের বাজার বাড়ার সঙ্গে সঙ্গে কর্মসংস্থানও বাড়বে বলে তাঁরা মনে করেন। সম্মেলনে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, ‘বর্তমানে পোশাকের বিশ্ববাজারে ৭৫ শতাংশই নন-কটন পণ্যের। প্রতিবছর ৩ থেকে ৪ শতাংশ হারে বাড়ছে এই বাজার। নন-কটন পণ্যের বৈশ্বিক বাজার এক হাজার ৫০০ কোটি ডলারের।’