Home বাংলা নিউজ তৈরি পোশাক ও বস্ত্রকলমালিকদের সমঝোতা, বাড়ছে না সুতার দাম

তৈরি পোশাক ও বস্ত্রকলমালিকদের সমঝোতা, বাড়ছে না সুতার দাম

রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের মালিকদের চাপে অবশেষে সুতার দাম নিয়ে সমঝোতা করতে রাজি হয়েছেন বস্ত্রকলমালিকেরা। এ কারণে নতুন করে আপাতত সুতার দাম এক সেন্টও বাড়বে না, যত দিন না সুতার সর্বোচ্চ দাম নির্ধারণে কমিটি হয়। চার ব্যবসায়িক সংগঠন বিটিএমএ, বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিটিএলএমইএর নেতাদের সমন্বয়ে একটি কমিটি হবে। তারা বিশ্ববাজারে তুলার মূল্য বাড়লে সুতার সর্বোচ্চ দাম নির্ধারণ করবে।

সুতার বাড়তি দাম নিয়ে হঠাৎ পোশাক ও বস্ত্র খাতের মালিকেরা মুখোমুখি অবস্থানে চলে গেলে সমস্যা নিরসনে শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের মধ্যস্থতায় গতকাল মঙ্গলবার রাতে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত বৈঠকে বস্ত্রকলমালিকদের সংগঠন বিটিএমএ, তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ, নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএ এবং বাংলাদেশ টেরি টাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিটিটিএলএমইএ) নেতারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here