Home বাংলা নিউজ দেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভে নতুন রেকর্ড ৪৮.০৪ বিলিয়ন ডলার

দেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভে নতুন রেকর্ড ৪৮.০৪ বিলিয়ন ডলার

করোনাভাইরাস মহামারির মধ্যেই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৮ দশমিক ০৪ বিলিয়ন মার্কিন ডলারের নতুন রেকর্ড ছুঁয়েছে। এ পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এটাই সর্বোচ্চ।

আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক উচ্চপদস্থ কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে এই বৈদেশিক মুদ্রার রিজার্ভের সর্বোচ্চ রেকর্ড ছিল ৪৭ বিলিয়ন মার্কিন ডলার।

গত ২৯ জুলাই চলতি অর্থবছরের মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির তার লিখিত বক্তব্যে প্রক্ষেপণ করেন, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউনসহ নিয়ন্ত্রণমুলক নানা বিধিনিষেধে অর্থনৈতিক পুনরুদ্ধার ব্যাহত হলেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ চলতি অর্থবছরে ৫২ বিলিয়ন ডলারে উন্নীত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here