Home বাংলা নিউজ ডিএসইতে দাম কমার শীর্ষে কাট্টালি টেক্সটাইল

ডিএসইতে দাম কমার শীর্ষে কাট্টালি টেক্সটাইল

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৫ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে কাট্টালি টেক্সটাইলের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানির শেয়ার ডিএসই’র দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মঙ্গলবার কাট্টালি টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দাম ছিল ২৯.২০ টাকায়। বুধবার লেনদেন শেষে কোম্পানির শেয়ারের ক্লোজিং দাম দাঁড়ায় ২৭.৩০ টাকায়।  ফলে কোম্পানির শেয়ারের দাম ১.৯০ টাকা বা ৬.৫০ শতাংশ কমেছে।

মঙ্গলবার ডিএসইতে দাম কমার তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মেঘনা কনডেন্স মিল্কের ৪.৩১ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৪.২৭ শতাংশ, ওয়ালটনের ৪.০৫ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৩.৩৭ শতাংশ, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের ৩.২০ শতাংশ, গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের ৩.১৪ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ২.৮৯ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ২.৮৩ শতাংশ ও খান ব্রাদার্সের ২.৭৫ শতাংশ শেয়ারের দাম কমেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here