Home Blog Page 2

কর্মক্ষেত্রে তুই-তুমি সম্বোধন করা যাবে না, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ

মর্যাদাপূর্ণ শ্রমপরিবেশের সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে শ্রেণি, লিঙ্গ, বর্ণ ও জাতিভেদে অবমাননাকর ও অমর্যাদাকর ক্ষমতাকেন্দ্রিক ভাষা ব্যবহার রোধের পরামর্শ দিয়েছে শ্রম সংস্কার কমিশন।

কমিশন বলেছে, কর্মপরিবেশে শ্রেণিক্ষমতায় তুই-তুমি সম্বোধনচর্চা বন্ধ করতে হবে। এ ছাড়া শ্রম আইনে ‘মহিলা’ শব্দের পরিবর্তে ‘নারী’ শব্দ ব্যবহারের সুপারিশ করা হয়েছে।

গতকাল সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে শ্রম সংস্কার কমিশন প্রতিবেদন জমা দিয়েছে। ওই প্রতিবেদনে এসব সুপারিশ তুলে ধরা হয়েছে।
শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, নারী-পুরুষ, অন্যান্য লিঙ্গ, জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠীভেদে মজুরি, ট্রেড ইউনিয়ন, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াসহ শ্রম খাতের সর্বত্র বৈষম্য নয়, বরং সম–অধিকার নিশ্চিতে কার্যক্রম গ্রহণ করবে রাষ্ট্র। একই সঙ্গে পাহাড়ে ও সমতলে ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও বহুজাতির জনগোষ্ঠীর শ্রমিকদের নিরাপত্তা ও কর্মসংস্থান নিশ্চিত করা হবে।

কমিশনের প্রতিবেদনে যৌন হয়রানি ও সহিংসতা প্রতিরোধের বিষয়েও উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, যৌন হয়রানিসহ সব ধরনের হয়রানি ও সহিংসতা থেকে সুরক্ষা পাওয়ার অধিকার নিশ্চিত করতে রাষ্ট্র বিশেষ ব্যবস্থা নেবে। ২০০৯ সালের হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সব কলকারখানা ও প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন ও সহিংসতাবিরোধী নীতিমালা প্রণয়ন করতে হবে। একই সঙ্গে অভিযোগ সেল ও নিষ্পত্তি কমিটি গঠন করা জরুরি।

নারীদের মাতৃত্বকালীন সুরক্ষার বিষয়ে বলা হয়েছে, সব নারী শ্রমিকের মাতৃত্বকালীন ছুটি সবেতন ছয় মাস নিশ্চিত করার উদ্যোগ নেবে রাষ্ট্র। প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারের সহায়তা প্রদান ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের জন্য বিশেষ স্কিম প্রণয়ন করা হবে।

শিশু-কিশোর ও জবরদস্তিমূলক শ্রম বন্ধের বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে সুপারিশ করেছে শ্রম সংস্কার কমিশন। এতে বলা হয়, শিশু-কিশোর ও জবরদস্তিমূলক শ্রম বন্ধে সরকার যথাযথ ব্যবস্থা নেবে। আগাম দাদন দেওয়াসহ বিভিন্ন পদ্ধতিতে জবরদস্তিমূলক শ্রমের সব পথ বন্ধ করায় কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদনে আরও বলা হয়, সব শ্রমিকের সর্বজনীন সামাজিক নিরাপত্তার অধিকার প্রাপ্তির সুযোগ নিশ্চিত করতে উদ্যোগ নিতে হবে। কর্মক্ষেত্রে দুর্ঘটনা, মৃত্যু, কর্ম–অক্ষমতা, অসুস্থতা-অবসর, মাতৃত্বকালীন সুবিধা বা যেকোনো প্রতিকূল অবস্থায় শ্রমিকেরা নিরাপত্তার অধিকার পাবেন। শ্রমিকদের সমস্যার ভিত্তিতে কোনো না কোনো নিরাপত্তা স্কিমে তাঁদের অন্তর্ভুক্ত করা এবং সে ক্ষেত্রে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) জীবনচক্রভিত্তিক সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রবর্তন ও সামাজিক বিমাব্যবস্থা প্রবর্তনে পদক্ষেপ নেওয়া যেতে পারে।

এ ছাড়া শ্রম আদালতের শ্রম আপিল ট্রাইব্যুনাল থেকে হাইকোর্ট ও আপিল বিভাগ পর্যন্ত সর্বত্র বাংলা ভাষার প্রচলন করার সুপারিশ করেছে শ্রম সংস্কার কমিশন।

পনেরো মাসে ১২৮ নতুন তৈরি পোশাক কারখানা

দেশে অর্থনৈতিক সংকট, ছাত্র–জনতার অভ্যুত্থান, রাজনৈতিক পটপরিবর্তনসহ নানা উত্থান-পতনের মধ্যেও রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পে নতুন বিনিয়োগ আসছে। এতে নতুন কর্মসংস্থান হচ্ছে। অন্যদিকে কারখানা বন্ধের ঘটনাও ঘটছে।

তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ১৫ মাসে তাদের নতুন সদস্য হয়েছে ১২৮টি কারখানা। সব কটি কারখানা পুরোপুরি উৎপাদনে এলে মোট ৭৪ হাজার মানুষের কর্মসংস্থান হবে। এর বাইরে পুরোনো কিছু কারখানাও উৎপাদন সক্ষমতা বাড়াতে নতুন বিনিয়োগ করেছেন উদ্যোক্তারা।

অন্যদিকে গত বছরের জানুয়ারি থেকে এ বছরের মার্চ পর্যন্ত ১৫ মাসে বিজিএমইএর সদস্য এমন ১১৩টি কারখানা বন্ধ হয়েছে। এতে কাজ হারিয়েছেন ৯৬ হাজার ১০৪ জন। এসব কারখানার মধ্যে বেশির ভাগই বন্ধ হয়েছে গত আগস্টের পর, যা সংখ্যায় ৬৯। তাতে কাজ হারিয়েছেন ৭৬ হাজার ৫০৪ জন।

এদিকে কারখানা চালু ও বন্ধের মধ্যেও তৈরি পোশাকের রপ্তানি বেড়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাস জুলাই-মার্চে মোট ৩ হাজার ২৫ কোটি মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই রপ্তানি এর আগের ২০২৩–২৪ অর্থবছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৮৪ শতাংশ বেশি।

গত ১৫ মাসে বিজিএমইএর সদস্যপদ নেওয়া কারখানাগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো একেএইচ আউটওয়্যার, এ জেড কম্পোজিট, নেক্সটন, এলএসএ অ্যাপারেলস, সিটেক ফ্যাশন, সুপ্রিম আউটফিট, স্প্যারো গ্রিনটেক ইত্যাদি। নতুন ১২৮ কারখানার মধ্যে ১৮টিতে শ্রমিকের সংখ্যা হবে ১ হাজারের বেশি করে। তার মানে অধিকাংশই ক্ষুদ্র ও মাঝারি কারখানা।

এ জেড কম্পোজিট গত বছর গাজীপুরে পরীক্ষামূলক উৎপাদন শুরু করে। বর্তমানে ১৫০ জন শ্রমিক কাজ করলেও পুরোদমে উৎপাদন শুরু হলে আরও ৭০০–৮০০ শ্রমিকের কর্মসংস্থান হবে। কারখানাটির মূল বিনিয়োগকারীরা অনেক দিন ধরে বায়িং হাউস ব্যবসার সঙ্গে জড়িত।

এ জেড কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জহিরুল হাসান গত রাতে প্রথম আলোকে বলেন, ‘পবিত্র ঈদুল আজহার পরে আমরা পুরোদমে উৎপাদনে যাব। তখন আমাদের কর্মীর সংখ্যা দাঁড়াবে ৭০০-৮০০।’

দেশের অন্যতম শীর্ষস্থানীয় তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান স্প্যারো গ্রুপ অব  ইন্ডাস্ট্রিজ। ১৯৮৪ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি গত সেপ্টেম্বরে গাজীপুরে স্প্যারো গ্রিনটেক নামে নতুন কারখানা চালু করে। এই কারখানায় ১ হাজার ৮০০ শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। তাতে গ্রুপের চারটি কারখানায় মোট কর্মসংস্থান দাঁড়িয়েছে ১৮ হাজার। গত বছর গ্রুপটি রপ্তানি করে ৩০ কোটি ডলারের তৈরি পোশাক।

বিষয়টি নিশ্চিত করে স্প্যারো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শোভন ইসলাম প্রথম আলোকে বলেন, নতুন কারখানাটি ভালোই করছিল। তবে আগামী শরৎ মৌসুমের ক্রয়াদেশ কমে হয়েছে। মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের পর অনিশ্চয়তা দেখা দিয়েছে।

দেশের আরেক শীর্ষস্থানীয় তৈরি পোশাক রপ্তানিকারক নতুন কারখানা স্থাপনে গত আগস্টে একটি সদস্যপদ নেয়। যদিও কারখানাটি এখনো চালু হয়নি। দেশের বর্তমান পরিস্থিতিতে কারখানাটি কবে চালু হবে, সেটি অনিশ্চিত বলে জানায় মালিকপক্ষ।

জানতে চাইলে বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল প্রথম আলোকে বলেন, তৈরি পোশাকশিল্পের বড় ও মাঝারি অনেক কারখানা উৎপাদন সক্ষমতা বাড়াচ্ছে। আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) বিনিয়োগ করছে তারা। সঙ্গে নতুন কারখানাও আসছে। সে কারণে তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হচ্ছে। অন্যদিকে ব্যবসার খরচ বেড়ে যাওয়ায় ছোটরা টিকে থাকতে পারছে না।

এদিকে বন্ধ হওয়া তৈরি পোশাকের কারখানাগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকো গ্রুপের ২৪টি, কেয়া গ্রুপের ৪টি, টিএনজেডের ৪টি, ভারগো এম এইচ, মডিশ অ্যাটায়ার, সিরোক অ্যাপারেলস, ওডিশ ক্রাফট ইত্যাদি। বেক্সিমকো গ্রুপের ২৪টি বন্ধ হলেও তার মধ্যে কয়েকটি ছিল অস্তিত্বহীন। বেক্সিমকো শিল্পপার্কের ১৪টি কারখানা গত ২৮ ফেব্রুয়ারি বন্ধ করা হয়। এসব প্রতিষ্ঠানে শ্রমিক ছিলেন ৩১ হাজার ৬৭৯ জন, আর কর্মচারী ১ হাজার ৫৬৫ জন। এই শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধে ৫২৫ কোটি ৪৬ লাখ টাকা দেয় সরকার। যদিও বন্ধ হওয়া অনেক কারখানার শ্রমিকেরা এখনো পাওনা বুঝে পাননি।

তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সহসভাপতি মাহমুদ হাসান খান প্রথম আলোকে বলেন, ‘নতুন কারখানা চালু ও এর বিপরীতে কিছু বন্ধ হবে—এটা চলমান প্রক্রিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ করায় একধরনের চাপ বা অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই অনিশ্চয়তা না কাটা পর্যন্ত নতুন বিনিয়োগে সতর্ক থাকবেন উদ্যোক্তারা।’

অপর এক প্রশ্নের জবাবে মাহমুদ হাসান খান বলেন, ‘ছয় মাস আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় ছিল, তার চেয়ে অনেক উন্নতি হয়েছে। জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত অনেকে বিনিয়োগ করার ক্ষেত্রে হাত গুটিয়ে থাকবেন। তবে যাঁরা যন্ত্রপাতি আমদানির ঋণপত্র খুলে ফেলেছেন, তাঁরা অপেক্ষা করবেন না।’

Garment exports to US grow 17%

Bangladesh’s garment exports to the United States grew by 17.23 percent during the July-March period of fiscal year (FY) 2024–25, according to the latest data published by the Export Promotion Bureau (EPB).

The increase comes amid concerns over reciprocal tariffs imposed by the Trump administration in early April, as the US is the country’s largest single-country export destination for readymade garments.

During the nine-month period, the US accounted for 18.97 percent of Bangladesh’s total garment exports, with shipments valued at $5.74 billion, EPB data show.

Overall, Bangladesh’s RMG exports stood at $30.25 billion in the first three quarters of FY25 — up 10.84 percent from the same period a year earlier.

The European Union maintained its position as the largest regional destination, taking in 49.82 percent of total RMG exports, worth $15.07 billion.

This marks a year-on-year increase of 11.31 percent.

Germany led the EU market with imports worth $3.80 billion, followed by Spain, France, the Netherlands, Italy and Poland.

The Netherlands recorded a 23.15 percent rise in imports, while France, Sweden and Denmark also posted solid growth.

The United Kingdom, a traditional stronghold for Bangladeshi garments, imported $3.36 billion worth of products — 11.10 percent of total exports.

However, growth in the UK market remained modest at 4.14 percent.

Exports to non-traditional markets grew by 6.66 percent, reaching $5.12 billion and making up 16.93 percent of total RMG shipments.

Japan led this category with imports valued at $960.45 million, followed by Australia and India.

Among other key destinations, Turkey imported $357.22 million worth of garments, while exports to Mexico stood at $251.22 million.

Despite encouraging performances in several emerging markets, exports to Russia, South Korea, the UAE and Malaysia declined.

The fall in Russian demand is widely attributed to geopolitical tensions, while softer performances in the UAE, Malaysia and Korea indicate the need for renewed commercial engagement.

By product type, knitwear exports grew by 11.22 percent, though gains in non-traditional markets slowed.

Woven garments saw a 10.40 percent increase, buoyed by rising demand in less conventional markets even as growth in the UK remained subdued.

ছোট বাজারে তৈরি পোশাক রপ্তানিতে গতি কম

অপ্রচলিত বা নতুন বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বাড়ছে। তবে নতুন বাজারে তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধির গতি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্র ও কানাডার মতো বড় বাজারের তুলনায় বেশ কম।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) নতুন বাজারে ৫১২ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এ রপ্তানি গত অর্থবছরের একই সময়ে রপ্তানি হওয়া ৪৮০ কোটি ডলারের তুলনায় ৬ দশমিক ৬৬ শতাংশ বেশি। অথচ চলতি অর্থবছর এখন পর্যন্ত তৈরি পোশাক রপ্তানিতে ইইউতে ১১ শতাংশ, যুক্তরাষ্ট্রে ১৭ শতাংশ ও কানাডায় ১৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বিশ্লেষণ করে এমন তথ্য জানিয়েছে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ। তাদের দেওয়া তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে ৩ হাজার ২৫ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এর মধ্যে ইইউতে ৫০, যুক্তরাষ্ট্রে ১৯, যুক্তরাজ্যে ১১, কানাডায় ৩ ও নতুন বাজারে ১৭ শতাংশ তৈরি পোশাক যায়।

নতুন বাজারের মধ্যে রাশিয়া, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) তৈরি পোশাক রপ্তানি কমেছে। আবার অস্ট্রেলিয়া ও চীনে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে খুবই কম। ফলে সার্বিকভাবে নতুন বাজারে তৈরি পোশাক রপ্তানি কমে গেছে।

বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে অপ্রচলিত সবচেয়ে বড় বাজার জাপান। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে এ বাজারে বাংলাদেশ থেকে ৯৬ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এ রপ্তানি তার আগের বছরের তুলনায় ১০ শতাংশ বেশি। দ্বিতীয় বড় বাজার অস্ট্রেলিয়ায় চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ে ৬৫ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি ১ দশমিক ৯৭ শতাংশ।

ভারত বাংলাদেশের তৈরি পোশাকের তৃতীয় শীর্ষ নতুন বাজার। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে দেশটিতে ৫৪ কোটি তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এ রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৪৫ শতাংশ বেশি। চতুর্থ শীর্ষ নতুন বাজার তুরস্ক। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে দেশটিতে ৩৫ কোটি ৭২ লাখ ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এ ক্ষেত্রে রপ্তানি বেড়েছে ৩২ দশমিক ৫৪ শতাংশ। তুরস্কের কাছাকাছি তৈরি পোশাক রপ্তানি হয়েছে দক্ষিণ কোরিয়ায়, ৩৫ কোটি ৫৪ লাখ ডলার। এ রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৬৭ শতাংশ কম।

বিজিএমইএর তথ্যানুযায়ী, রাশিয়ার বাজারে তৈরি পোশাক রপ্তানি কমেছে ১০ দশমিক ৮৫ শতাংশ। চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত ৯ মাসে এ বাজারে রপ্তানি হয়েছে ২৫ কোটি ডলারের তৈরি পোশাক। গত বছরের একই সময়ে রপ্তানি হয়েছিল ২৮ কোটি ডলারের তৈরি পোশাক।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছেন। এরই অংশ হিসেবে বাংলাদেশের পণ্যের ওপর বসেছে অতিরিক্ত ৩৭ শতাংশ। ট্রাম্প ৯০ দিনের জন্য পাল্টা শুল্ক স্থগিত করলেও ইতিমধ্যে ন্যূনতম ১০ শতাংশ পাল্টা শুল্ক কার্যকর হয়েছে। এমন প্রেক্ষাপটে পণ্য রপ্তানি বাড়াতে নতুন বাজারে জোর দেওয়ার পরামর্শ দিচ্ছেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদেরা।

বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান গত বৃহস্পতিবার এক সংলাপে বলেন, এশিয়ায় বড় বাজার রয়েছে। চীন বছরে ২ হাজার ৮০০ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে। ভারত আমদানি করে ৭৫০ কোটি ডলারের পণ্য। বাংলাদেশ এখন পর্যন্ত চীনে ১ বিলিয়ন ও ভারতে ২ বিলিয়ন ডলারের কম রপ্তানি করে। এ জায়গা মনোযোগ দেওয়া গেলে পণ্য ও বাজার বহুমুখী করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের মতো দেশের ওপর নির্ভরশীলতা কমানো সম্ভব।

Best of Bangladesh presents country’s potential to Europe

The second edition of Best of Bangladesh has presented Bangladesh’s potential to Europe. 

The two-day event organised by Bangladesh Apparel Exchange (BAE) and powered by PDS Limited, in association with City Bank and KDS Group, with the support of the Ministry of Foreign Affairs and Bangladesh Investment Development Authority (Bida), drew a total of 1,500 visitors from across Europe. 

In the event, a fashion runway was organised where the capability of Bangladesh’s apparel industry in innovation, sustainability, and product design and development was showcased. 

Shin Shin Group, Pacific Knit Division, Team Group and CentroTex Group presented their latest products on the ramp of the second edition of Best of Bangladesh in Europe at the iconic Amsterdam Conference Centre Beurs Van Berlage in Amsterdam, the Netherlands, in front of the European representatives of fashion brands and retailers. 

“As we celebrate the achievements of Best of Bangladesh 2025, the Bangladesh Apparel Exchange extends heartfelt thanks to all exhibitors, sponsors, and partners who contributed to the event’s success. This gathering was not just an exhibition; it was a vital catalyst for transformation within our trade landscape,” said Mostafiz Uddin, founder and CEO of BAE. 

The event featured 32 exhibitors representing eight vital sectors, including apparel, leather, jute and handicraft, IT, agro-food, poultry and seed. 

The exhibitors were Aus Bangla Jutex Ltd, Agronochain, Brain Station 23, BJIT Group, Bondstein Technologies Ltd, Countree Agro, Centrotex Ltd, Classical Handmade Products BD Ltd, Delmas Apparels Pvt Ltd, Knit Asia Ltd, KDS Group, Lal Teer Seed Ltd, Leatherina Pvt Ltd, Mapped In Bangladesh (MiB), Meridian Foods Ltd, Noize Jeans, Nourish Feeds Limited., PDS Limited, PDS Venture, Good Earth, Smartex, Pacific Knit Division, Paddock’s Jeans, Polka Flex, PRAN Foods Ltd, Paragon Group, Rising Group, Reverse Resources, Ruhrose Studio RBT, Simco Spinning & Textiles Ltd (Cyclo), Shin Shin Apparels Ltd, Tarango, Turjo Tex Limited, Team Group, Zhejiang Weixing Industrial Development Co. Ltd.

ভারত নেপাল ভুটান থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ

ভারত, নেপাল ও ভুটানে উৎপাদিত সুতা স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক প্রজ্ঞাপনে বেনাপোল, ভোমরা, সোনামসজিদ, বাংলাবান্ধা, বুড়িমারী স্থলবন্দর দিয়ে সুতা আমদানির সুবিধা বাতিল করেছে।

এ-সংক্রান্ত পুরোনো প্রজ্ঞাপন সংশোধন করে গতকাল মঙ্গলবার নতুন প্রজ্ঞাপন প্রকাশ করে স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধের সিদ্ধান্ত জানানো হয়। তবে সমুদ্রবন্দর কিংবা বিমানবন্দর দিয়ে সুতা আমদানিতে কোনো বাধা নেই।

বস্ত্রকল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) কয়েক বছর ধরে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছে। তাদের অভিযোগ, স্থলবন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় সুতা আসছে দেশে। উৎপাদন ব্যয়ের চেয়ে কম দামে বাংলাদেশে সুতা পাঠানোর কারণে দেশের বস্ত্রকলগুলো প্রতিযোগিতায় টিকতে পারছে না। স্থলবন্দর ব্যবহার করে সুতা আমদানি বন্ধে দ্রুত পদক্ষেপ না নিলে দেশের টেক্সটাইল শিল্পপ্রতিষ্ঠানগুলো অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে। এতে প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসা পরিচালনা করা সম্ভব হবে না। ফলে বিদেশি সুতার ওপর আমদানি-নির্ভরশীলতা বেড়ে যাবে, আমদানি ব্যয় বাড়বে। একই সঙ্গে বাড়বে বেকারত্ব।

এ পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয় এনবিআরকে নির্দেশ দেয়। মন্ত্রণালয়ের নির্দেশ পেয়ে এনবিআর এ সিদ্ধান্ত নিল। দীর্ঘদিনের দাবি সত্ত্বেও এমন এক সময় এ সিদ্ধান্ত এলো, যখন ভারত তার বন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্য রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। 

স্থলবন্দর দিয়ে সুতা আমদানি নিষিদ্ধের বিষয়ে সরকারের এ সিদ্ধান্তে বিটিএমএ নেতারা খুশি। তৈরি পোশাক রপ্তানিকারক উদ্যোক্তারা এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন। রপ্তানি বাণিজ্যে ব্যয় এবং লিডটাইম এতে বেড়ে যাবে বলে মনে করেন তারা। 

জানতে চাইলে বিটিএমএর পরিচালক খোরশেদ আলম সমকালকে বলেন, ভারতের উত্তর ও দক্ষিণ অঞ্চলে উৎপাদিত সুতা কলকাতায় গুদামজাত করা হয়। এরপর সেখান থেকে সুতা বাংলাদেশে পাঠানো হয়। এসব সুতা তুলনামূলক কম দামে বাংলাদেশে প্রবেশ করছে। দেশি সুতার পরিবর্তে স্থলবন্দর দিয়ে আসা সুতা বেশি ব্যবহার করা হচ্ছে। এ কারণে দেশের বস্ত্র শিল্পকারখানাগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে। রপ্তানি পণ্যের জন্য উৎপাদিত সুতা ও বস্ত্র এবং স্থানীয় বাজারের জন্য উৎপাদিত সুতা ও বস্ত্র দু’দিক থেকে ক্ষতির মুখে আছেন তারা। 

প্রতিবেশী দেশগুলো থেকে স্থলবন্দর দিয়ে সুতা-কাপড় বেশি আমদানি করে থাকে তৈরি পোশাকের নিট ক্যাটেগরির পণ্য উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিকেএমইএ। সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাতেম গতকাল সমকালকে বলেন, এটি একটি অন্যায় সিদ্ধান্ত। সরকারের এ সিদ্ধান্তের কারণে তৈরি পোশাক রপ্তানি বাধাগ্রস্ত হবে, বিশেষ করে ছোট কারখানা বেশি বিপদে পড়বে। কারণ, এতদিন রপ্তানি আদেশ পেলে ১০-২০ টন সুতা দু’দিনের মধ্যে ভারত থেকে আমদানি করতে পারতেন। এখন তারা বিপদে পড়বেন। 

তিনি আরও বলেন, এ রকম সিদ্ধান্ত নেওয়ার আগে তৈরি পোশাক খাতের দুই সংগঠন বিজিএমইএ কিংবা বিকেএমইএর সঙ্গে আলোচনা করেনি। একতরফা বিটিএমএর দাবি আমলে নিয়েই এ রকম সিদ্ধান্ত নিয়েছে সরকার। যদি স্থলবন্দর দিয়ে কাস্টমসকে ফাঁকি ও মিথ্যা তথ্য দিয়ে সুতা আমদানির সুযোগ থাকে, তাহলে সমুদ্রবন্দর দিয়ে আসা সুতা ছাড় করতেও একই সুযোগ পাবে দুষ্কৃতকারীরা। কম সময়ে আমদানির সুযোগ বন্ধ না করে স্থলবন্দরগুলোর শুল্কায়ন পদ্ধতিতে অনিয়ম থাকলে সেটি শোধরানো ছিল সরকারের কাজ। সেটি না করে এ রকম ভুল সিদ্ধান্তে রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হবে।

RMG exports: Traditional markets drive 10.84% YoY rise in July-March of FY25

Bangladesh’s readymade garment (RMG) exports posted a robust 10.84% year-on-year growth during the July-March period of FY2024–25, reaching $30.25 billion, according to the Export Promotion Bureau (EPB).

This impressive performance was largely fuelled by strong demand in traditional markets, particularly the European Union, the United States, the United Kingdom, and Canada, which continue to anchor the country’s export engine.

The EU alone accounted for 49.82% of total RMG exports during the period, with shipments worth $15.07 billion — an 11.31% increase from the same period last year, showed the latest data available on the EPB website early today (17 April).

The US, which is Bangladesh’s second-largest apparel market, registered even higher growth at 17.23%, with exports totalling $5.74 billion.

Exports to the UK and Canada stood at $3.36 billion and $963.85 million, respectively, with Canada posting a growth of 15.66% and the UK seeing a modest 4.14% rise.

“This growth reflects the resilience of our industry, especially in traditional markets,” said Faruque Hassan, former president of BGMEA.

“Our factories are investing in innovation, sustainability, and efficiency, which is giving buyers the confidence to increase their orders. We are also benefiting from global sourcing shifts, especially as brands look to diversify away from China,” he said.

The performance in key EU markets further illustrates Bangladesh’s competitiveness. Germany imported $3.80 billion worth of RMG goods, followed by Spain at $2.65 billion, France at $1.65 billion, the Netherlands at $1.61 billion, and Poland at $1.26 billion.

Growth rates in countries such as the Netherlands (23.15%), Sweden (19.96%), Denmark (12.80%), and France (10.75%) reflect an encouraging upward trend, particularly in environmentally and socially conscious markets.

Non-traditional markets also see rise

Although traditional markets remain dominant, Bangladesh’s RMG sector also witnessed a 6.66% rise in exports to non-traditional markets, totalling $5.12 billion — 16.93% of total exports.

Among these, Japan, Australia, and India stood out, with exports valued at $960.45 million, $653.64 million, and $535.15 million, respectively. Mexico and Turkey also showed remarkable performances, with growth rates of 23.44% and 32.54%, reflecting Bangladesh’s growing footprint in Latin America and Eurasia.

Despite these gains, exports to Russia, South Korea, the UAE, and Malaysia declined during the period, largely due to geopolitical instability and shifting trade dynamics.

The drop in Russia is attributed to ongoing war-related disruptions while declining shipments to the UAE, Malaysia, and South Korea indicate the need for a more strategic market engagement.

The export growth during this period has been supported by several interlinked developments. Bangladesh’s apparel industry has earned a reputation for environmentally sustainable manufacturing, backed by over 200 LEED-certified green factories.

Buyers are increasingly choosing Bangladesh not only for cost-effectiveness but also for ethical sourcing, social compliance, and the ability to meet evolving environmental standards.

At the same time, improved efficiency, workforce training, and investment in modern production technologies have strengthened the capacity to handle large-scale orders with shorter lead times.

“Buyers now look beyond just pricing — they’re prioritising sustainability, reliability, and social compliance,” said Faruque. “Bangladesh is ahead in all three areas, and that’s what’s driving long-term growth.”

US tariff concern

Despite the positive momentum, there are growing concerns about discussions in Washington regarding 37% reciprocal tariffs, which are now suspended for 90 days. 

Currently, Bangladesh exports apparel to the US under a tariff regime that imposes duties ranging from 15% to 33% depending on the product category. On top of that, 10% additional tariffs have been recently imposed for all as per the US administration.

A shift towards reciprocal tariffs for countries without free trade agreements could increase these rates further, threatening Bangladesh’s competitiveness in its second-largest market.

“If tariffs increase further, it could put pressure on our competitiveness in the US market,” warned Mohiuddin Rubel, a former director of BGMEA. “We must engage diplomatically and push for a framework that ensures fair access, such as a new bilateral understanding.

“Otherwise, even the recent growth may not be sustainable.”

Faruque also emphasised the importance of diplomatic engagement. “We are already in dialogue with stakeholders in Washington to make the case that Bangladesh deserves better market access considering our progress in labour rights, factory safety, and sustainability.”

During the same period, knitwear continued to lead the sector’s performance, registering 11.22% growth, with particularly strong demand in traditional markets. Woven garments followed with 10.40% growth and performed notably well in several non-traditional markets.

The latest data reaffirms that traditional markets remain central to Bangladesh’s RMG success, but a balanced export strategy will require greater attention to emerging destinations.

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাক রফতানিতে চমক, প্রবৃদ্ধি ২৬.৬৪ শতাংশ

চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। আমেরিকান বাজারে এই সময়ে বাংলাদেশ থেকে রফতানি হয়েছে ১৫০ কোটি ডলারের পোশাক; যা গত বছরের একই সময়ের তুলনায় ২৬ দশমিক ৬৪ শতাংশ বেশি। ২০২৪ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে বাংলাদেশ থেকে পোশাক আমদানির পরিমাণ ছিল ১১৮ কোটি ডলার।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য পরিসংখ্যান সংস্থা ওটেক্সার তথ্যের বরাত দিয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) জানিয়েছে, এই দুই মাসে দেশটি বিশ্বজুড়ে মোট ১৩ দশমিক ৫৫ বিলিয়ন ডলারের পোশাক আমদানি করেছে, যা আগের বছরের তুলনায় ১১ দশমিক ২০ শতাংশ বেশি। ২০২৪ সালে এই দুই মাসে পোশাক আমদানির পরিমাণ ছিল ১২ দশমিক ১৮ বিলিয়ন ডলার। এর মধ্যে বাংলাদেশের অংশ ছিল উল্লেখযোগ্য।

বিশ্বের অন্যান্য প্রধান পোশাক রফতানিকারক দেশের মধ্যে ভারতের প্রবৃদ্ধি ছিল ২৫ দশমিক ৭০ শতাংশ, পাকিস্তানের ২৩ দশমিক ০৫ শতাংশ, ভিয়েতনামের ১১ দশমিক ১৪ শতাংশ এবং চীনের ৮ দশমিক ৮৫ শতাংশ।

পরিমাণের দিক থেকে (পিস হিসাবে) বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি বেড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে ২৩ দশমিক ৩৮ শতাংশ বেশি পোশাক (পিস) আমদানি করেছে। অন্যদিকে, ভারত থেকে আমদানি বেড়েছে ৩১ দশমিক ৯০ শতাংশ, পাকিস্তান থেকে ২৪ দশমিক ৬৮ শতাংশ, ভিয়েতনাম থেকে ৭ দশমিক ২৫ শতাংশ এবং চীন থেকে ৫ দশমিক ৭৮ শতাংশ। বিশ্বব্যাপী এই প্রবৃদ্ধির হার ছিল ৯ দশমিক ৭৯ শতাংশ।

পিসপ্রতি গড় দামে (ইউনিট প্রাইস) বাংলাদেশের পোশাকের দাম বেড়েছে ২ দশমিক ৬৪ শতাংশ। ভিয়েতনামের বেড়েছে ৩ দশমিক ৬২ শতাংশ, চীনের ২ দশমিক ৯১ শতাংশ। তবে ভারতের দাম কমেছে ৪ দশমিক ৭১ শতাংশ এবং পাকিস্তানের ১ দশমিক ৩০ শতাংশ। বিশ্বব্যাপী ইউনিট প্রাইস বেড়েছে ১ দশমিক ২৮ শতাংশ।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের এই অগ্রগতি বৈশ্বিক প্রতিযোগিতায় দেশের অবস্থানকে আরও সুসংহত করবে, তবে আসন্ন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকাও জরুরি।

এ প্রসঙ্গে বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক এবং বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ‘এই প্রবৃদ্ধি বাংলাদেশি পোশাক খাতের মান ও সক্ষমতার প্রতিফলন। তবে এই ধারা অব্যাহত রাখতে আমাদের প্রতিযোগিতামূলক সুবিধা ধরে রাখা জরুরি।’

How easy investment process in Bangladesh, foreign investors ask

The chairman and chief executive officer (CEO) of Youngone Corporation, Kihak Sung, urged foreign investors to make a footprint in Bangladesh. The renowned South Korean company boss said many previous governments have tried to bring foreign direct investment (FDI) in Bangladesh, but the incumbent interim government is doing so in a very effective way.

As this government is firmly determined to ensure all facilities for investors, he urged the foreign investors to consider Bangladesh as a future investment destination.

Kihak Sung made the call while a delegation of 60 investors and representatives of various companies from different countries including China, India, Netherland visited the Korean Export Processing Zone (KEPZ) in Anowara, Chattogram on Monday on the occasion of the four-day Investment Summit. Youngone Corporation operates the KPZ.

During the visit, representatives of a Chinese company asked Kihak Sung what is the biggest challenge to foreign investment in Bangladesh? In reply, the Korean tycoon said one of the leading challenges for investment is admiration complexities. Yet, Bangladesh is a better destination for profitable investment. That is why he invested and expanded his business in this country gradually.

The foreign delegation also visited the National Special Economic Zone (NSEZ) in Mirsarai, Chattogram where they witnessed the operation of BEPZA economic region.

Speaking to Prothom Alo after the visit, Dutch Entrepreneurial Development Bank (FMO) Mark Karman said, “Infrastructure facilities are the prerequisites of investments, and Bangladesh have progressed much on it. We saw some first-hand examples. Now, if Bangladesh can present the potentials to the world through easing the investment process, it will attract foreign investments.”

The Bangladesh Investment Summit 2025 open on Monday informally. Chief Adviser Muhammad Yunus will inaugurate the event on Wednesday.

Bangladesh Investment Development Authority (BIDA), which organized the event, said a total of 550 investors and representatives of various global firms will participate in the summit.

Youngone Corporation official informed the visiting foreign delegation that Youngone moved to set up new factory in KPEZ after the incumbent government resolved KPEZ’s land disputes quickly. Besides, construction of a 600-bed hospital and a world standard textile institute is underway in the KPEZ.

India-based Kapiti Overseas managing director Suresh Kapiti was also with the foreign delegation. He runs battery recycling business in Hyderabad. Speaking to Prothom Alo after the visits, he said, “I saw the potentials first-hand during this visit. Now, I want to know about the administrative process on investment process, and if the process becomes easier and if there are potentials, we will consider investing in Bangladesh after returning home.”

Apparel exports to US see record 26% growth in Jan-Feb, but future uncertain amid tariff threats

Bangladesh’s apparel exports to the United States surged by 26.64% in the first two months – January and February – of 2025, outpacing all major competitors, as US buyers continue shifting orders away from China. 

However, renewed trade tensions under the Trump administration’s reciprocal tariff strategy are casting uncertainty over the future of global sourcing and market stability. 

According to official trade figures, Bangladesh exported $1.5 billion worth of apparel to the US during January-February 2025, up from $1.18 billion in the same period last year. This robust growth positions Bangladesh as the third-largest supplier of clothing to the US, following China and Vietnam.

While China and Vietnam also saw growth of 8.85% and 11.14% respectively, Bangladesh’s rise was the strongest, driven by competitive pricing, enhanced compliance with labour and environmental standards, and a surge in orders diverted from China.

Yet, industry leaders are cautious. The Trump administration’s recent push for reciprocal tariffs, aiming to penalise countries that impose higher duties on US goods, is reshaping trade policy in unpredictable ways. Although Bangladesh has not yet been directly targeted, fears remain that any shift in US trade policy or pressure for “fair trade” adjustments could eventually impact duty-free access or lead to new regulatory hurdles.

“This growth is encouraging, but the trade environment is becoming increasingly volatile,” said Abdullah Hil Rakib, a former senior vice president of the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA). 

“The uncertainty created by tariff politics in Washington makes it difficult to plan long-term investments or predict order flows.”

The US imported $13.55 billion in apparel from global sources in the first two months of 2025 — an 11.20% year-on-year rise. 

India and Pakistan also gained significantly with 25.70% and 23.05% growth, respectively, while some countries like Honduras suffered a sharp 20.86% decline, highlighting the shifting dynamics in the sourcing map.

Trade experts warn that a more protectionist US stance could lead to increased scrutiny on trade benefits like the Generalised System of Preferences (GSP), though Bangladesh’s apparel sector currently exports under a different regime.

For now, Bangladesh is seizing the opportunity — but the road ahead is fraught with uncertainty. Long-term growth, stakeholders say, will depend on how the US navigates its evolving trade policies and whether Bangladesh can continue to differentiate itself as a stable, ethical, and high-capacity supplier.

On 2 April, the US imposed a steep 37% retaliatory tariff on imports from several countries, including Bangladesh. Later, Washington announced a 90-day suspension of the decision, keeping only the standard 10% tariff in place for now.

“This pause gives us a strategic window,” said Mashrur Reaz, chairman of Bangladesh Policy Exchange. 

“But what happens after 90 days is uncertain. We need to proactively explore what we can offer in exchange and engage on multiple fronts – diplomacy, trade talks, and market-based strategies.”

He urged the government to consider offering reciprocal concessions, such as bonded warehouse facilities for US cotton exporters, and to reduce the trade imbalance by increasing imports from the US.

Reaz also advised pursuing a multipoint engagement strategy, including initiating diplomatic negotiations, increasing imports to reduce the trade gap, and holding discussions with buyers to explore market-based solutions.

RMG BANGLADESH NEWS