Home Blog Page 5

RMG workers Savar demo ends as Pride Group factories agree to clear dues following layoffs

Workers from two readymade garment factories of Pride Group – HR Textile Mills and Fashion Knit Garments – demonstrated in front of their factories in Savar today (7 April) demanding the immediate reopening of their factories.

They protested by staging a sit-in in front of their factories around 7:30am, said police.

Later, a meeting was held between the representatives of the workers and the factory authorities in the presence of law enforcement officials around 12:30pm, during which an agreement was signed stating that all the dues of the workers will be paid by May.

When asked about the worker unrest, Managing Director (Administration and Compliance) of the factories Monirul Islam told TBS, “We have already reached a solution in the presence of all parties, including army, Industrial Police, representatives of the owners and the workers. The situation is currently normal and an agreement has been signed after reaching a solution through discussions.”

The Business Standard has obtained a copy of the agreement, which says workers’ salaries for March will be paid by 15 April, and the authorities will try their best to pay salaries for the first six days of April.

Besides, other benefits of the workers will be paid by the authorities by 10 May in line with the Bangladesh Labour Law 2006.

The resignation and dismissal of workers will be dealt with as per the Labour Law, and dues in these cases will be cleared within 30 working days, the agreement said.

According to the workers, the garment divisions of the factories had announced layoffs without prior consultation.

Production at the factories was about to start today after the Eid vacation. When the workers arrived at the factories in the morning, they found a notice at the entrances with the layoff announcement, workers said.

The workers then took positions in front of the factories and started to protest.

According to the notices, layoffs have been declared at the two factories till 30 April.

The textile division, administration (Partial) and security division of HR Textile Mills Limited along with the administration (Partial) and security division of Fashion Knit Garments Limited will remain operational, said the notices.

Confirming the matter, Monirul told The Business Standard, “The decision was taken due to gas shortage, financial complexity and reduction of work orders.

“The authorities are working to solve the problem and I hope the two factories will restart their production soon after solving the crises,” Monirul added.

Monirul further said the factory authorities had cleared all dues of the workers before announcing the Eid vacation.

Wishing anonymity, a female worker from Fashion Knit told TBS, “Although the factory was to be opened today, we found a notice which stated that the factory will remain closed till 30 April upon arriving for work in the morning. The authorities did not discuss the matter with us before taking the decision.

“At first, the authorities told us that the workers would get 50% of their salaries during the closure. How will we run our families with this short amount of money? We urge the authorities to either reopen the factory or let us go after clearing our outstanding dues. We will find jobs someplace else,” the female worker said.

A worker of HR Textile Mills Limited said, “Problems are arising regularly as there has not been enough work at the factory for a long time. We urge the owners to either reopen the factory or clear our dues and let us go if they fail to keep the factory operational.”

According to factory sources, the two factories had been facing financial pressure due to Covid-19 pandemic and Russia-Ukraine war.

Currently, the two factories are facing a tough time due a shortage of work orders resulting from financial complexity and not getting enough gas in due time, sources said.

Meanwhile, members of the army and Industrial Police have been deployed in the area to keep the situation normal, police added.

বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ‘রিসিপ্রোকাল ট্যারিফ’ নীতির অংশ হিসেবে বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

আজ বৃহস্পতিবার হোয়াইট হাউজ প্রকাশিত একটি চার্ট অনুযায়ী, বাংলাদেশ কার্যত মার্কিন পণ্যের ওপর ৭৪ শতাংশ শুল্ক আরোপ করে। তাই, বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ ‘ডিসকাউন্টেড রিসিপ্রোকাল ট্যারিফ’ ধার্য করা হয়েছে।

যেসব দেশ মার্কিন পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করেছে, তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে ট্রাম্প প্রশাসন ‘লিবারেশন ডে’ উদ্যোগের অংশ হিসেবে এই ‘রিসিপ্রোকাল ট্যারিফ’ চালু করেছে।

এই নীতির আওতায় যুক্তরাষ্ট্রে সব ধরনের পণ্য আমদানির ওপর প্রাথমিকভাবে ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। তবে কিছু দেশের জন্য এই শুল্কহার আরও বেশি।

৩৭ শতাংশ ‘রিসিপ্রোকাল ট্যারিফ’র এই ঘোষণা বড় ধরনের প্রভাব ফেলতে পারে বাংলাদেশে। কারণ, পণ্য রপ্তানি, বিশেষ করে পোশাক রপ্তানির ওপর দেশের অর্থনীতি অনেকটাই নির্ভরশীল, যার সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। ঢাকার শিল্পখাতের নেতারা আশঙ্কা প্রকাশ করেছেন, এই উচ্চ শুল্ক বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা দুর্বল করে দিতে পারে।

এই নীতির আলোকে ভারতীয় পণ্যের ওপর শুল্ক আরোপ করা হয়েছে ২৬ শতাংশ। মার্কিন চার্ট অনুযায়ী, ভারত মার্কিন পণ্যের ওপর ৫২ শতাংশ শুল্ক আরোপ করে রেখেছে।

পাকিস্তানি পণ্য আমদানির ওপরও ২৯ শতাংশ ‘রিসিপ্রোকাল ট্যারিফ’ আরোপ করা হয়েছে। মার্কিন প্রশাসনের মতে, পাকিস্তান মার্কিন পণ্যে ৫৮ শতাংশ শুল্ক আরোপ করেছে।

হোয়াইট হাউজ নতুন এই শুল্ক কাঠামোকে ব্যাখ্যা করছে, দীর্ঘদিনের একতরফা বাণিজ্য সম্পর্কের সংশোধনমূলক ব্যবস্থা হিসেবে। তবে অর্থনীতিবিদ ও বাণিজ্য সংস্থাগুলোর একাংশ সতর্ক করে বলছে, এই নীতি প্রতিশোধমূলক শুল্কের ঝুঁকি তৈরি করতে পারে এবং এতে করে মার্কিন ব্যবসায়ী ও ভোক্তাদের ব্যয় বেড়ে যাবে।

৩৭ শতাংশ ‘রিসিপ্রোকাল ট্যারিফ’ নিয়ে বাংলাদেশ এই নীতির আওতায় সবচেয়ে বেশি শাস্তিপ্রাপ্ত দেশগুলোর মধ্যে পড়েছে। এই তালিকায় বাংলাদেশের উপরে রয়েছে কম্বোডিয়া (৪৯ শতাংশ শুল্ক) ও শ্রীলঙ্কা (৪৪ শতাংশ শুল্ক)।

এ ছাড়া, মার্কিন বাণিজ্য নীতির দীর্ঘদিনের লক্ষ্যবস্তু চীন ৩৪ শতাংশ ‘রিসিপ্রোকাল ট্যারিফ’র সম্মুখীন হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের জন্য এই হার ২০ শতাংশ এবং বিশ্ব বাণিজ্যে গুরুত্বপূর্ণ দেশ ভিয়েতনামের পণ্যের ওপর ৪৬ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

ঈদের ছুটি শেষে উৎপাদনে ফিরেছে ৪১.৪৯ শতাংশ পোশাক কারখানা

ঈদুল ফিতর উপলক্ষে টানা ছুটির ফাঁদে পড়েছে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে অবস্থিত পোশাক কারখানাগুলো।

ঈদুল ফিতর উপলক্ষে টানা ছুটির ফাঁদে পড়েছে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে অবস্থিত পোশাক কারখানাগুলো। ঈদের ছুটি শেষে কিছু কারখানা খুললেও অধিকাংশই বন্ধ রয়েছে। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) তথ্য অনুযায়ী, সারা দেশে ২ হাজার ১০৪টি সক্রিয় পোশাক কারখানা রয়েছে। এর মধ্যে গতকাল পর্যন্ত উৎপাদনে ফিরেছে ৮৭৩টি, যা মোট কারখানার ৪১ দশমিক ৪৯ শতাংশ। বাকি ১ হাজার ২৩১টি অর্থাৎ ৫৮ দশমিক ৫১ শতাংশ পোশাক কারখানা বর্তমানে বন্ধ রয়েছে।

বিজিএমইএর দেয়া অঞ্চলভিত্তিক খোলা-বন্ধের চিত্র পর্যালোচনা করে দেখা গেছে, গাজীপুর ও ময়মনসিংহ অঞ্চলের ৮৫৪টি পোশাক কারখানার মধ্যে মাত্র ৩২৮টি খোলা হয়েছে, বন্ধ রয়েছে ৫২৬টি। অর্থাৎ মাত্র ৩৮ দশমিক ৪১ শতাংশ কারখানা উৎপাদনে ফিরেছে।

ঢাকার অদূরে অবস্থিত সাভার, আশুলিয়া ও জিরানী শিল্পাঞ্চলে মোট ৪০৩টি পোশাক কারখানা রয়েছে। এর মধ্যে ২১৫টি উৎপাদনে ফিরেছে, যা মোট কারখানার ৫৩ দশমিক ৩৫ শতাংশ। বাকি ১৮৮টি বন্ধ রয়েছে।

নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলে মোট ১৮৮টি পোশাক কারখানা রয়েছে। এর মধ্যে ৯৮টি চালু করা হয়েছে, যা মোট কারখানার ৫২ দশমিক ১৩ শতাংশ। বন্ধ রয়েছে ৯০টি পোশাক কারখানা।

ঢাকা মহানগরীতে অবস্থিত ৩২১টি পোশাক কারখানার মধ্যে ১০৭টি চালু করা হয়েছে, বাকিগুলো ছুটিতে রয়েছে। খোলা কারখানার হার ৩৩ দশমিক ৩৩ শতাংশ।

চট্টগ্রাম অঞ্চলে রয়েছে মোট ৩৩৮টি পোশাক কারখানা। এর মধ্যে ১২৫টি চালু হয়েছে, যা মোট কারখানার ৩৬ দশমিক ৯৮ শতাংশ। বন্ধ রয়েছে ২১৩টি কারখানা।

অন্যদিকে শ্রমিকদের বেতন প্রদানের অগ্রগতি নিয়ে বিজিএমইএর দেয়া তথ্যে দেখা গেছে, ২ হাজার ৯৯টি পোশাক কারখানা ফেব্রুয়ারির পূর্ণ বেতন পরিশোধ করেছে, যা মোট কারখানার ৯৯ দশমিক ৭৬ শতাংশ। বাকি পাঁচটি অর্থাৎ শূন্য দশমিক ২৪ শতাংশ কারখানা এখনো শ্রমিকদের বেতন পরিশোধ করেনি।

এছাড়া ২ হাজার ৭৬টি কারখানা মার্চ মাসের আংশিক বেতন (১৫ বা ৩০ দিন) পরিশোধ করেছে, যা মোট কারখানার ৯৮ দশমিক ৬৭ শতাংশ। বাকি ২৮টি অর্থাৎ ১ দশমিক ৩৩ শতাংশ কারখানা এখনো শ্রমিকদের বেতন দেয়নি। যেসব কারখানা এখনো ফেব্রুয়ারির বেতন দেয়নি, তাদের মধ্যে ঢাকায় রয়েছে আটটি ও চট্টগ্রামে পাঁচটি।

বিজিএমইএর কর্মকর্তারা জানিয়েছেন, ঈদের ছুটি শেষে ধাপে ধাপে সব পোশাক কারখানা খুলে দেয়া হবে।এজন্য সব কারখানাকে শতভাগ বেতন প্রদান নিশ্চিত করতে উদ্যোগ নিতে বলা হয়েছে।

প্রতিযোগিতায় টিকতে হলে মার্কিন পণ্যের আমদানি শুল্ক কমাতে হবে

দেশের দুই পোশাক রপ্তানিকারকের মতে, প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশের উচিত যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক তুলে নেওয়া অথবা তা উল্লেখযোগ্য হারে কমানো।

বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে নির্মাণ সামগ্রী, কৃষিপণ্যসহ অন্যান্য পণ্য আমদানি করে।

আজ বৃহস্পতিবার শীর্ষ রপ্তানিকারক প্রতিষ্ঠান শাশা ডেনিমসের ব্যবস্থাপনা পরিচালক শামস মাহমুদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘শুল্ক শূন্যের কোঠায় নামিয়ে আনা হলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানিতে শুল্ক কমানো সম্ভব হবে।’

বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশটি বাংলাদেশের রপ্তানি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপের প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন।

তার মতে, ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক কাঠামোর ফলে ভারত ও পাকিস্তান থেকে পোশাক রপ্তানি বাংলাদেশের তুলনায় সস্তা হতে পারে। কারণ সেসব দেশ মার্কিন পণ্যের ওপর শুল্ক কমিয়েছে।

‘যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মার্কিন পণ্যের ওপর আমদানি শুল্ক শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে’ উল্লেখ করে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের শুল্ক বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। প্রতিযোগীদের তুলনায় উচ্চ রপ্তানি শুল্ক ও চীন থেকে শিল্প স্থানান্তর নিয়ে অনিশ্চয়তা বাণিজ্যকে হুমকির মুখে ফেলেছে। রাজস্বের জন্য আমদানি করের ওপর বাংলাদেশের নির্ভরশীলতা এখন শুল্ক শিথিল করার প্রয়োজনীয়তার সঙ্গে সাংঘর্ষিক।’

বাংলাদেশ যখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকায় আসার বিষয়টি পুনর্মূল্যায়ন করা প্রয়োজন। মার্কিন শুল্ক বাংলাদেশের পোশাক খাতের পাশাপাশি সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর চাপ সৃষ্টি করতে পারে।

বাংলাদেশের সার্বিক স্থিতিশীলতা চাপে পড়বে বলে মন্তব্য করেন তিনি।

ডেনিম এক্সপার্ট লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল ডেইলি স্টারকে বলেন, ‘শুধু বাংলাদেশই আক্রান্ত হচ্ছে না। প্রায় ৬০ দেশে এর প্রভাব পড়বে।’

‘তবে বাংলাদেশের প্রতিযোগীদের ওপরও শুল্ক বেড়েছে। যেমন—চীনের ওপর ৩৪ শতাংশ, ভিয়েতনামের ওপর ৪৬ শতাংশ, ইন্দোনেশিয়ার ওপর ৩২ শতাংশ ও ভারতের ওপর ২৬ শতাংশ শুল্ক বসবে।’

‘নিঃসন্দেহে, সবাই ক্ষতিগ্রস্ত হবে’ হবে বলে মন্তব্য করেন তিনি। তার মতে, যুক্তরাষ্ট্রে পণ্যের দাম বাড়বে। ফলে মূল্যস্ফীতিও বেড়ে যাবে।

দক্ষিণ আমেরিকার হন্ডুরাসের মতো প্রতিবেশী দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রের রপ্তানি বাড়তে পারে বলেও মনে করেন তিনি।

‘শুল্ক সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা উচিত, যাতে আমাদের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে কার্যকরভাবে প্রতিযোগিতা করতে পারি। আমাদের দ্রুত উদ্যোগ নেওয়া উচিত।’

ভারত থেকে সুতা আমদানি বন্ধের নির্দেশ

দেশীয় সুতাশিল্পের সুরক্ষায় স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। জাতীয় রাজস্ব বোর্ডে পাঠানো মন্ত্রণালয়ের উপসচিব মাকসুদা খন্দকারের সই করা এক চিঠির মাধ্যমে এই নির্দেশ দেওয়া হয়।

গত বৃহস্পতিবার পাঠানো ওই চিঠিতে বলা হয়, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের প্রদত্ত তথ্য, অংশীজনের মতামত গ্রহণ এবং প্রয়োজনীয় অনুসন্ধানে সাব্যস্ত হয়েছে, বাংলাদেশে সব ধরনের সুতা আমদানিতে চট্টগ্রাম কাস্টম হাউসে ঘোষিত মূল্য অপেক্ষা স্থলবন্দর থেকে সুতা আমদানিতে উল্লেখযোগ্য হারে অবমূল্যায়ন করা হয়।
 
দেশীয় সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো এই অবমূল্যায়িত মূল্যের সঙ্গে প্রতিযোগী হতে পারছে না। চীন, তুরস্ক, উজবেকিস্তান ও বাংলাদেশে উৎপাদিত সুতার গড় মূল্য প্রায় সমান। অথচ স্থলবন্দর ব্যবহার করে আমদানি করা সুতার মূল্য অনেক কম।

ভারতের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে উৎপাদিত সুতা কলকাতায় গুদামজাত করে দ্রুত শিপমেন্ট করার কারণে দেশের অভ্যন্তরে কম দামে প্রবেশের ফলে দেশি সুতার পরিবর্তে স্থলবন্দর দিয়ে আসা আমদানি করা সুতা ব্যবহৃত হচ্ছে। এতে দেশীয় টেক্সটাইল শিল্প খাত অপূরণীয় ক্ষতির মুখে পড়ছে।
 
এমন অবস্থায় সব স্থলবন্দরের মাধ্যমে সুতা আমদানি বন্ধ করে প্রজ্ঞাপন জারি অথবা বিদ্যমান এসআরওতে সামঞ্জস্যপূর্ণ সংশোধনী জারির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছে মন্ত্রণালয়।

এর আগে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে এক চিঠিতে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি নিষিদ্ধ করার দাবি জানায় সুতাকল ও বস্ত্রকলমালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেলের সই করা ওই চিঠি জাতীয় রাজস্ব বোর্ডকেও (এনবিআর) দেওয়া হয়।
 
সম্প্রতি প্রাক্-বাজেট আলোচনায় সুতা আমদানিতে অধিক হারে শুল্ক-কর বসানো এবং অবৈধভাবে সুতা আমদানি বন্ধের সুপারিশ করে সংগঠনটি। বিটিএমএর (বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন) সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, ‘গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ডলার-সংকট, অস্বাভাবিক সুদহার ও এলডিসি গ্র্যাজুয়েশনের শর্তাবলি পূরণের অজুহাতে রপ্তানির বিপরীতে নগদ প্রণোদনার অস্বাভাবিক হ্রাস এবং টাকার অবমূল্যায়নসহ নানা কারণে টেক্সটাইল খাত সমস্যায় পড়েছে। আর ভারত থেকে বিভিন্ন স্থলবন্দর দিয়ে ডাম্পিং মূল্যে সুতা আমদানি টেক্সটাইল মিলগুলোকে নতুন এক চ্যালেঞ্জের সম্মুখীন করেছে।’

এনবিআরে দেওয়া চিঠিতে বিটিএমএ সভাপতি উল্লেখ করেন, বিগত সরকার নীতি পরিবর্তনের মাধ্যমে স্থলবন্দর দিয়ে সুতা আমদানির অনুমতি দেয়। কিন্তু এসব স্থলবন্দরে সুতার মান যাচাই করে শুল্কায়নের জন্য প্রয়োজনীয় অবকাঠামো বা কারিগরি সক্ষমতা নেই। শুধু আংশিক আমদানির অনুমোদন দেওয়া হলেও সংশ্লিষ্ট শিল্পের পর্যবেক্ষকদের মতে, এর ব্যাপক অপব্যবহার হচ্ছে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় সুতাকলগুলো।

চিঠিতে আরও বলা হয়, স্থলবন্দর ব্যবহার করে সুতা আমদানি বন্ধে দ্রুত পদক্ষেপ না নিলে দেশের টেক্সটাইল শিল্পপ্রতিষ্ঠানগুলো অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে। এতে প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসা পরিচালনা করা সম্ভব হবে না। ফলে বিদেশি সুতার ওপর আমদানি-নির্ভরশীলতা বেড়ে যাবে, আমদানি ব্যয় বাড়বে। একই সঙ্গে বাড়বে বেকারত্ব।

বেনাপোল, ভোমরা, সোনামসজিদ, বাংলাবান্ধাসহ অন্য স্থলবন্দর বা কাস্টম হাউসগুলোয় প্রয়োজনীয় অবকাঠামো, সুতার কাউন্ট পরিমাপক যন্ত্র, দক্ষ জনবলের অভাব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ নিয়ন্ত্রণ না থাকায় আমদানি ও রপ্তানি বাণিজ্য অনেকাংশে সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে না। ফলে সুতার মতো গুরুত্বপূর্ণ কাঁচামাল আমদানির অনুমতিসহ আংশিক শিপমেন্টের অনুমতি বিদ্যমান থাকায় দেশীয় টেক্সটাইল, বিশেষ করে স্পিনিং মিলগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, পোশাকশিল্পে ব্যবহৃত ৩০ কাউন্ট সুতার প্রতি কেজি উৎপাদন খরচ এখন ৩ দশমিক ৪০ ডলার। একই সুতা ভারত থেকে আমদানি করলে ২ ডলার ৯০ সেন্ট দাম পড়ছে; যে কারণে স্থানীয় মিল থেকে কেনায় আগ্রহী হচ্ছেন না তাঁরা।

যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপে বিপাকে বাংলাদেশি রপ্তানিকারকরা

আগামী ৯ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রে কার্যকর হবে ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আদেশ। তবে অতিরিক্ত শুল্ক কার্যকরের পর বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা ঠিক কী পরিমাণ শুল্ক আরোপের মুখোমুখি হবে তা এখনো নিশ্চিত নয়। বাংলাদেশের রপ্তানিকারকরা এখনো জানেন না, নতুন শুল্ক হার বর্তমান শুল্কের সঙ্গে যোগ করা হবে নাকি প্রতিস্থাপন করা হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২ এপ্রিল নির্বাহী আদেশে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। তবে ওই আদেশে পণ্যভিত্তিক শুল্ক হারের তালিকা বা কাস্টমস গাইডেন্স দেওয়া হয়নি। এতে বাংলাদেশের বৃহত্তম রপ্তানি খাতে এক ধরনের বিভ্রান্তি দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের বর্তমান শুল্কের বাইরে যদি ৩৭ শতাংশ শুল্ক যোগ করা হয়, তাহলে অনেকেই আশঙ্কা করছেন, বাংলাদেশের পোশাকের ওপর কার্যকর শুল্ক বর্তমান গড় ১১ দশমিক ৫৬ শতাংশ থেকে বেড়ে ৪৮ দশমিক ৫৬ শতাংশে দাঁড়াবে। অর্থাৎ ঢাকা থেকে ১০০ ডলারের টি-শার্ট বা জিন্সের চালানে যুক্তরাষ্ট্রের বন্দরে আমদানি শুল্ক বাবদ প্রায় ৪৯ ডলার দিতে হবে, যা বর্তমানে মাত্র ১১ দশমিক ৫৬ ডলার।

দেশের অন্যতম বৃহৎ ডেনিম রপ্তানিকারক প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এম তানভীর বলেন, ‘আমরা সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছি। কারণ ট্রাম্পের আদেশে পরিষ্কারভাবে এটিকে ‘অতিরিক্ত’ শুল্ক হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে ৯ এপ্রিলের আগে আমরা নিশ্চিত করে কিছু বলতে পারব না।’

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, এই আদেশের দ্বারা নির্ধারিত শুল্কের হারগুলো প্রযোজ্য অন্য কোনো শুল্ক, ফি, কর বা চার্জের অতিরিক্ত। তবে তারা দেশ বা পণ্য অনুসারে আর কিছু জানায়নি।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বলেন, ‘আমরা এখনো পরিষ্কার নই। এটি ৩৭ শতাংশ হতে পারে, কিংবা যদি বর্তমান মোস্ট ফেভারড নেশন (এমএফএন) হারের সঙ্গে যোগ করা হয় তাহলে ৫২ শতাংশেরও বেশি হতে পারে, যা বাংলাদেশের জন্য ইতোমধ্যে অনেক পণ্যে ১৫ শতাংশের ওপরে আছে।’

অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শরীফ জহির জানান, তার প্রতিষ্ঠান এখনো ক্রেতাদের কাছ থেকে হালনাগাদ ট্যারিফের তথ্য পায়নি।

‘তবে বিভিন্ন সূত্র পরামর্শ দিয়েছে, বর্তমান হারকে প্রতিস্থাপন করে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে, অথবা বর্তমান হারের সঙ্গে যোগ হতে পারে।’

উচ্চ হারের সংকেত দিয়েছে ব্র্যান্ড

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির প্রশাসক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, ‘যুক্তরাষ্ট্রভিত্তিক একটি পোশাক ব্র্যান্ড ইতোমধ্যে জানিয়েছে, বাংলাদেশে নতুন শুল্ক ৪৮ দশমিক ৫৬ শতাংশ হতে পারে।’

‘সেই ধারণার ওপর ভিত্তি করেই আমরা কৌশল প্রণয়ন করছি। আর নির্বাহী আদেশে স্পষ্টভাবে এটাকে বাড়তি শুল্ক হিসেবে উল্লেখ করা হয়েছে,’ বলেন তিনি।

তিনি আরও বলেন, শুল্ক সমন্বয় হিসেবে এই পদক্ষেপ নেওয়া হলেও এর মূলে আছে যুক্তরাষ্ট্রের ক্রমাগত বাণিজ্য ঘাটতি নিয়ে বৃহত্তর উদ্বেগ।

তার ভাষ্য, ‘মার্কিন যুক্তরাষ্ট্র একটি বাণিজ্য অর্থনীতি, যা আমদানির ওপর নির্ভর করে। এই পদক্ষেপ শুধু শুল্কের জন্য নয়, বরং তারা বাণিজ্য প্রবাহকে ওয়াশিংটনের অনুকূলে নিতে চায়।’

যুক্তরাষ্ট্রের এই নীতিটি অন্যান্য শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশের ওপর কীভাবে প্রভাব ফেলতে পারে তা নিয়ে অনুমান করছেন বিশেষজ্ঞরা। তারা বৈশ্বিক সোর্সিং কীভাবে পরিবর্তিত হতে পারে তার একটি ধারণা দিয়েছেন।

চীনের পোশাকের শুল্ক ৬৫ দশমিক ৫ শতাংশে পৌঁছাতে পারে, যেখানে ভিয়েতনামের শুল্ক ৫৭ দশমিক ৫ শতাংশ হতে পারে। ভারতের ৩৮ দশমিক ৪৭ শতাংশ, ইন্দোনেশিয়ায় ৪৩ দশমিক ৪৫ শতাংশ, কম্বোডিয়ায় ৬০ দশমিক ৭ শতাংশ ও পাকিস্তানের ৪১ দশমিক ৪৬ শতাংশে পৌঁছাতে পারে।

যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি বাজারের ৯ শতাংশ বাংলাদেশের দখলে। এছাড়া বাংলাদেশের মোট পোশাক রপ্তানির প্রায় ২৪ শতাংশই হয় যুক্তরাষ্ট্রে।

যুক্তরাষ্ট্র বাংলাদেশের একক বৃহত্তম রপ্তানি গন্তব্য। ২০২৪ সালে দেশটিতে ৭ দশমিক ৪ বিলিয়ন ডলার মূল্যের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। এতে চীন ও ভিয়েতনামের পরে তৃতীয় পোশাক সরবরাহকারী দেশ হয়ে উঠেছে বাংলাদেশ। এ খাতে ৪০ লাখেরও বেশি শ্রমিক কাজ করেন এবং বাংলাদেশের মোট রপ্তানির ৮০ শতাংশেরও বেশি তৈরি পোশাক।

রপ্তানিকারক এবং নীতিনির্ধারকরা একমত যে, এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার এখনই সময়।

অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শরীফ জহির বলেন, ‘আমাদের উৎপাদন সক্ষমতা ও প্রতিযোগিতায় টিকে থাকার মতো অবস্থান রয়েছে। কিন্তু অন্য দেশগুলো যদি শুল্ক হার কমিয়ে দেয়, তাহলে আমরা দ্রুত বাজার হারাব।’

বাণিজ্য মন্ত্রণালয় মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগের প্রস্তুতি নিচ্ছে এবং রপ্তানিকারকরা অবিলম্বে আলোচনার আহ্বান জানিয়েছেন।

প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এম তানভীর বলেন, ‘অন্যান্য দেশ এরই মধ্যে আলোচনা শুরু করেছে। আমাদেরও একই কাজ করতে হবে এবং তা দ্রুত করতে হবে। এখনও একটি কার্যকর ফলাফল খুঁজে বের করার সুযোগ আছে।’

Sleepwear brand SWEET DREAMS increases retail presence with 50th store

Sleepwear firm SWEET DREAMS is pleased to celebrate the grand opening of its 50th exclusive store in Mumbai, which marks an important turning point in the business’s journey of national expansion.

With more than two decades of B2B experience, SWEET DREAMS distributes more than 2 million sleepwear sets a year and maintains a strong presence across 2,500+ retail touchpoints.

With the support of India’s largest sleepwear preference database, SWEET DREAMS is well-versed in local preferences for fit, print, and colour in the North, South, East, and West. The business has been able to provide precisely calibrated collections that appeal to consumers in a variety of geographic areas because to the data moat.

By growing business at brand stores, e-commerce websites, and marketplaces, this has set the foundation for the brand’s retail success story and D2C transformation. Additionally, the brand’s retail locations at airports have performed exceptionally well.

According to Parth Ruparelia, Head of D2C at SWEET DREAMS, “Sleepwear doesn’t have to be as boring as a plain t-shirt and printed pyjamas. “At SWEET DREAMS, we think sleepwear can be just as fashionable, useful, and mood-boosting as your go-to casual or sporting. Every product we make is woven with that belief. The best sleepwear options are available in our stores and on our website, competing with both domestic and foreign brands.”

SWEET DREAMS has leveraged its fundamental competencies in comfort-led design to expand into related sectors such as athleisure and fitness wear in recent years. The athleisure line, which is marketed under the name “SDMOVE,” includes activewear, hoodies, tracksuits and work-out pants.

India eyes opportunity despite trade challenges

India on Thursday reacted cautiously to US President Donald Trump’s sweeping tariffs with exporters saying the flat 27 percent on exports imposed on fifth-largest economy could have been far worse.

Indian stocks fell at the open of trading on Thursday, with the benchmark Nifty index trading nearly 0.3 percent down in morning trading.

Trump said that Indian Prime Minister Narendra Modi was a “great friend” but that he had not been “treating us right”, speaking while unveiling the tariffs at the White House on Wednesday.

People crowd a wholesale market in Bengaluru, India. Photo: AFP/FILE

The Indian government has yet to comment publicly on the announcement, but exporters said they were disappointed and relieved in equal measure.

“The tariffs slapped on India are definitely both high and higher than expected, which will hurt demand for our exports,” Ajay Sahai, director general of the Federation of Indian Export Organisations, told AFP. But Sahai also pointed out that India was hit with lower levies than regional manufacturing competition.

“Many countries which we compete with globally, including China, Indonesia, and Vietnam etc have been hit harder than us,” he said.

“That opens up space for us to gain in terms of market share. But at the same time, if more countries retaliate and global trade gets hurt, this isn’t good for anyone.”

India’s pharmaceutical sector, which exported more than $8 billion of products to the United States in the 2024 fiscal year, also emerged unscathed — with drugs exempt from its reciprocal tariff move.

Indian Pharmaceutical Alliance secretary general Sudarshan Jain said that showed “the critical role of cost-effective, life-saving generic medicines in public health, economic stability, and national security”.

The Nifty Pharma index was up over 2.5 percent in morning trading. New Delhi is also in the process of negotiating the first tranche of a bilateral trade agreement with Washington.

Experts say that India’s future policy responses should also take into account China’s next steps.

In the run-up to Trump’s “Liberation Day” announcement, India sought to reduce trade tensions with Washington by cutting tariffs on some products including high-end motorcycles and whisky. “Asia has been hit much more than India on tariffs,” Madhavi Arora, chief economist at Emkay Global Financial Services, said.

“China’s survival response to the massive tariff blow will matter for India, amid its excess industrial capacity and dumping in the world/Asian markets.”

But Global Trade Research Initiative, a New Delhi-based think tank, said the tariff shakeup “presents an opportunity for India to strengthen its position in global trade and manufacturing”.

It added that India had been handed a “competitive advantage” in several key sectors, highlighting textiles and garments with high tariffs slapped on Chinese and Bangladeshi rivals.

RMG leaders warn Trump’s tariffs could be a severe setback for Bangladesh’s US $ 10 billion market in US

Bangladesh’s readymade garment (RMG) industry is preparing for major disruptions following the United States’ announcement of a 37 per cent reciprocal tariff on Bangladeshi goods, a decision that industry leaders have termed a “devastating blow.” As a result, the total duty on RMG cotton-blend products will now increase to 54 per cent (37 per cent + 17 per cent), raising serious concerns about the country’s competitiveness in the US market, which represents a US $ 10 billion opportunity for Bangladesh.

Shovon Islam, Managing Director of Sparrow Group, highlighted that Bangladesh is among those nations facing the highest tariffs, now nearly on par with China’s rates for cotton products. With India and other competitors also experiencing tariff increases, Bangladesh’s new tariff rate exceeds India’s, potentially making it less attractive to buyers.

The tariff announcement came during a White House event where President Donald Trump outlined reciprocal measures in response to tariffs imposed on US goods by other countries. Trump emphasised that the new duties aim to address the trade deficit, which has become a focal point of his administration’s trade policy.

Industry leaders have noted a shift in buyer preferences, with requests for production moving to countries like Jordan, Egypt, and Kenya, where tariff rates are significantly lower. For instance, cotton products from Jordan are subject to only a 20 per cent duty, reinforcing its status as a more appealing sourcing destination compared to Bangladesh.

The immediate consequences of the tariff hike include potential shipment disruptions and delays in payments, echoing challenges faced during the COVID-19 pandemic. Md M Mohiuddin Chowdhury, a director at Clifton Fashion Ltd and a member of the BGMEA administrative committee, suggested that diplomatic engagement could pave the way for duty-free trade with the US, which would be transformative for the industry.

As Bangladesh navigates these challenges, industry leaders recommend a two-pronged strategy: offering zero-duty access for US agricultural products and increasing imports from the US to help balance the trade deficit. This approach may alleviate some trade tensions and encourage direct sourcing from the US rather than alternative markets.

Concerns are mounting over the implications of these tariffs, particularly as Bangladesh prepares for its transition from Least Developed Country (LDC) status. Shams Mahmud, managing director of Shasha Denim Ltd, emphasized that the new tariffs complicate this transition, raising questions about the country’s trade policies and competitive position.

With the RMG sector facing unprecedented challenges, industry leaders are calling for immediate government action to protect Bangladesh’s vital trade relationships and ensure the sustainability of its garment industry.

Lower import tariffs on US products to stay competitive: exporters  

Bangladesh should either remove or significantly reduce tariffs on its imports from the United States to remain competitive against its rivals, two apparel exporters said today.  

The country imports agricultural commodities, construction materials, and other goods from the US. Reducing tariffs to zero could help ensure lower duties on Bangladesh’s exports to the American market, said Shams Mahmud, managing director of Shasha Denims, a leading exporter.

His remarks come as Bangladesh is set to face a 37 percent tariff on its exports to the world’s largest economy.  

With the new US tariff structure under the Trump administration, apparel exports from India and Pakistan may become cheaper than those from Bangladesh, as these countries have reduced duties on US products, he said.  

“To stay competitive in the US market, we need to bring down import duties on American products to zero,” Mahmud added.

“The US tariffs pose significant challenges for Bangladesh. Higher export tariffs than competitors and uncertainty over industry relocation from China threaten trade. Bangladesh’s reliance on import taxes for revenue now clashes with the need to ease duties in response.”

As the country nears LDC graduation, the transition appears uncertain, requiring reassessment. The RMG sector, heavily impacted by US measures, may strain macroeconomic stability. “The overall stability of Bangladesh will now be in stress,” Mahmud noted.  

Mohiuddin Rubel, additional managing director of Denim Expert Ltd, noted that Bangladesh is not the only country affected. 

“All 60 countries facing these tariffs will feel the impact,” he said.  

However, tariffs on Bangladesh’s competitors have also risen. For instance, China will face a 34 percent tariff, Vietnam 46 percent, Indonesia 32 percent, and India 26 percent, he said.  

“Undoubtedly, all will suffer,” he said, adding that the cost of goods in the US will rise, leading to higher inflation.  

Rubel also noted that exports from the US’s neighbouring countries, such as Honduras, could increase as a result.  

“Bangladesh should engage in negotiations with the US to bring tariffs down to a minimum level so that we can compete effectively with our rivals,” he said.

“We should act immediately.”

RMG BANGLADESH NEWS